Viral Photo of Journalists in Underwear: থানায় কেবল নিম্নাঙ্গে অন্তর্বাস পরিহিত 'সাংবাদিক'দের ছবি ভাইরাল! কী সাফাই পুলিশের?

Last Updated:

Madhya Pradesh Journalists Viral Pic: পুলিশ আধিকারিক জানান, তাঁদের নগ্ন করার তথ্যটি মিথ্যা এবং তাঁদের “নিরাপত্তার কথা মাথায় রেখেই অন্তর্বাসে রাখা হয়েছিল যাতে তাঁরা নিজেদের পোশাক দিয়ে আত্মহত্যা করে মারা না যায়।”

Viral Photo of Journalists in Underwear: মধ্যপ্রদেশের সিধি জেলার একটি থানায় অর্ধনগ্ন অবস্থায় বেশ কিছু মানুষের ছবি ইন্টারনেটে ভাইরাল হয়ে গিয়েছে। শুধুমাত্র নিম্নাঙ্গে অন্তর্বাস পরিহিত অবস্থায় কয়েকজনের সঙ্গে একজন সাংবাদিকের ছবি ভাইরাল হওয়ার পরে, পুলিশ জানিয়েছে “সমস্ত জামা খুলিয়ে কেবল অন্তর্বাসে তাঁদের হেফাজতে রাখা হয়েছিল যাতে তাঁরা আত্মহত্যা করে মারা না যান।” সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসএইচও মনোজ সোনি বলেন, “একটি ছবি ভাইরাল হয়েছে, সেখানে বলা হচ্ছে যে সকলেই সাংবাদিক। আমি স্পষ্ট করে জানাতে চাই, তাঁরা সবাই সাংবাদিক নন, তাদের মধ্যে একজনই ইউটিউবার বাকিরা অভিযুক্তের বন্ধু এবং আত্মীয়।”
ওই পুলিশ আধিকারিক জানান, নীরজ কুন্দর নামে পরিচিত একজন ব্যক্তির বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় ‘বিখ্যাত ব্যক্তিত্ব এবং রাজনীতিবিদদের গালাগালি’ করার অভিযোগে একটি এফআইআর নথিভুক্ত করা হয়েছিল। এই অভিযোগ পেয়েই ইউটিউবার কনিষ্ক তিওয়ারি, যিনি নিজেকে সাংবাদিক বলে দাবি করেন, সহ প্রায় ৩০ জনের একটি দল নীরজের গ্রেফতারির বিরুদ্ধে প্রতিবাদ জানায়।
advertisement
advertisement
“কয়েকদিন আগে নীরজ কুন্দরের বিরুদ্ধে একটি এফআইআর নথিভুক্ত করা হয়েছিল। তিনি সোশ্যাল মিডিয়ায় একটি ভুয়ো আইডি থেকে বিখ্যাত এবং রাজনৈতিক ব্যক্তিত্ব এবং মহিলাদের নিয়ে কটুক্তি করতেন। তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় এবং তাঁকে জেলে পাঠানো হয়। এর বিরুদ্ধে প্রতিবাদ করে, তাঁর বন্ধু এবং পরিবারের প্রায় ৩০ জন ধরনায় বসে এবং গ্রেফতারির প্রতিবাদ জানায়,” বলেন এসএইচও।
advertisement
তিনি আরও বলেন, “এই ইউটিউবার বিক্ষোভে জড়িত ছিল। তাঁরা জনগণকে পুলিশ ও প্রশাসনের বিরুদ্ধে প্রতিবাদ করতে উস্কানি দিচ্ছিল।”
ভাইরাল ছবিটি সম্পর্কে জিজ্ঞাসা করা হলে পুলিশ আধিকারিক জানান, তাঁদের নগ্ন করার তথ্যটি মিথ্যা এবং তাঁদের “নিরাপত্তার কথা মাথায় রেখেই অন্তর্বাসে রাখা হয়েছিল যাতে তাঁরা নিজেদের পোশাক দিয়ে আত্মহত্যা করে মারা না যান।”
বাংলা খবর/ খবর/দেশ/
Viral Photo of Journalists in Underwear: থানায় কেবল নিম্নাঙ্গে অন্তর্বাস পরিহিত 'সাংবাদিক'দের ছবি ভাইরাল! কী সাফাই পুলিশের?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement