Viral News: বিমানে বসেই গল গল করে মুখ দিয়ে রক্ত, জরুরি অবতরণের পর মর্মান্তিক মৃত্যু!

Last Updated:

Viral News: বিমান কর্তৃপক্ষ সূত্রে খবর, যাত্রীর এমন অবস্থায় ইন্দোরের বিমানবন্দরে জরুরি অবতরণ করা হয় বিমানটির।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
নয়াদিল্লি: বিমানে ওঠার পর থেকেই খানিকটা অসুস্থ বোধ করছিলেন। কিন্তু তার পরিণতি যে এমন ভয়ানক হবে তা কেউ ভাবতেই পারেননি। ৬০ বছরের এক যাত্রী ইন্ডিগো বিমানে চেপে শনিবার মাদুরাই থেকে দিল্লি যাচ্ছিলেন। সেই সময় মুখ থেকে গল গল করে রক্তপাত হতে শুরু করে তাঁর। মাঝ আকাশে থাকাকালীনই প্রবল ভাবে অসুস্থ হয়ে পড়েন তিনি।
বিমান কর্তৃপক্ষ সূত্রে খবর, যাত্রীর এমন অবস্থায় ইন্দোরের বিমানবন্দরে জরুরি অবতরণ করা হয় বিমানটির। অতুল গুপ্তা নামে ওই বৃদ্ধের শারীরিক পরিস্থিতি সময়ের সঙ্গে সঙ্গে আরও খারাপ হতে শুরু করে। ইন্দোরে বিমান নামানোর পর দেবী আহিল্যাবাই হোলকার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁকে কাছের হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা।
advertisement
advertisement
বিমানবন্দরের ডিরেক্টর ইন চার্জ প্রবোধ চন্দ্র শর্মা জানিয়েছেন, 'প্রাথমিক খবর অনুযায়ী ৬০ বছর বয়সি অতুল গুপ্তা ইন্ডিগোর 6E-2088 নম্বর বিমানে ছিলেন। যাত্রার সময়ই মাঝ আকাশে তাঁর মুখ নিয়ে রক্তপাত হয়। শরীর আরও খারাপ হতে শুরু করে।' বিকেল সাড়ে পাঁচটা নাগাদ চিকিৎসা সংক্রান্ত জরুরি ঘটনার জন্যই ইন্দোরের দিকে পাঠানো হয় মাদুরাই-দিল্লি বিমানটি।
advertisement
View this post on Instagram

A post shared by News18.com (@cnnnews18)

advertisement
আরও পড়ুন: মেট্রো সফর এবার আরও মনোরম, 'বোকা বাক্সে' চোখ রেখে স্মার্ট যাতায়াত! জানুন 
কিন্তু হাসপাতালে পৌঁছনোর আগেই মৃত্যু হয়েছিল ওই বৃদ্ধের। উচ্চ রক্তচাপ ও হার্ট অ্যাটাকে ভুগছিলেন তিনি। সম্ভবত সে কারণেই বিমানে এমন দুর্ঘটনার কবলে পড়েন তিনি। প্রায় ৬.৪০ নাগাদ বিমানটি জরুরি অবতরণের পর ফের উড়ে গিয়ে দিল্লির মাটি ছোঁয়। বৃদ্ধ নয়ডার বাসিন্দা ছিলেন, তাঁর দেহ আত্মীয়দের হাতে তুলে দেওয়া হবে ময়নাতদন্তের পর।
বাংলা খবর/ খবর/দেশ/
Viral News: বিমানে বসেই গল গল করে মুখ দিয়ে রক্ত, জরুরি অবতরণের পর মর্মান্তিক মৃত্যু!
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement