Home /News /national /
Devendra Fadnavis Viral: নাগপুরের বস্ত্র বিপণীর মডেল দেবেন্দ্র ফড়নবীশ! নেটপাড়া উত্তাল ভাইরাল ছবিতে, আপনি দেখেছেন?

Devendra Fadnavis Viral: নাগপুরের বস্ত্র বিপণীর মডেল দেবেন্দ্র ফড়নবীশ! নেটপাড়া উত্তাল ভাইরাল ছবিতে, আপনি দেখেছেন?

Devendra Fadnavis Viral

Devendra Fadnavis Viral

নাগপুরের এক বস্ত্র বিপণীর হয়ে পোশাকের মডেলিংও করেছিলেন দেবেন্দ্র ফড়নবীশ। (Devendra Fadnavis Viral)

 • Share this:

  #নয়াদিল্লি: যখন তিনি মডেলিং করতেন, আচমকাই তখনকার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তিনি বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবীশ। বিবেক রাণাডে নামে এক চিত্রগ্রাহক তাঁর ক্যামেরায় বন্দি করেছিলেন মডেল দেবেন্দ্র ফড়নবীশকে। জানা গিয়েছে, নেতার সেই সময়ের বন্ধুরাও তাঁকে বাধ্য করতেন মডেলিং করতে। ২০০৬ সালে নিজের কেরিয়ারের শুরুর দিতে নাগপুরের এক বস্ত্র বিপণীর হয়ে পোশাকের মডেলিংও করেছিলেন দেবেন্দ্র ফড়নবীশ। (Devendra Fadnavis Viral)

  সোশ্যাল মিডিয়ায় মঙ্গলবার সকাল থেকেই বিজেপি নেতার এমন দুর্লভ ছবি নজর কেড়েছে নেটিজেনের। তাঁর এখনকার চেহারার সঙ্গে ছবির মিল থাকলেও, পোশাকে কোনও মিলই নেই। এখন তিনি দুঁদে রাজনীতিক, বিজেপির নেতা, মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী। তবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবিতে একেবারেই চমকপ্রদ পোশাকে দেখা যাচ্ছে দেবেন্দ্র ফড়নবীশকে।

  আরও পড়ুন: রণবীরের বিয়ে-সন্তান নিয়ে কী মন্তব্য করেছিলেন ঋষি কাপুর? পুরনো ভিডিও ভাইরাল

  আরও পড়ুন: কলেজ-বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তি চলতি বছর নয়: শিক্ষামন্ত্রী

  নাগপুরের ওই দোকান গোটা শহরে প্রায় পাঁচটি হোর্ডিং লাগিয়েছিল দেবেন্দ্র ফড়নবীশের। এমনকী বেশ কয়েকটি বিজ্ঞাপনে দেবেন্দ্র ফড়নবীশ শেফের পোশাকেও ছবি তুলেছেন। ট্যুইটারে সম্প্রতি কমেডিয়ান অগ্রিমা জোশুয়া দেবেন্দ্র ফড়নবীশের পুরনো ছবিগুলি শেয়ার করেছেন। তিনি লিখেছেন, 'বাবা একটু আগে দেবেন্দ্র ফড়নবীশের নাগপুেরর পোশাক বিপণীতে কেরিয়ার নিয়ে বলছিলেন। শুভরাত্রি'।

  যদিও অনেকেই এই ছবিকে ফটোশপ করা বলে দাবি করেছেন। অনেকেই প্রশ্ন তুলেছেন এর সত্যতা নিয়ে। তবে জানা যায়, দেবেন্দ্র ফড়নবীশ কেরিয়ারের শুরুতে মডেলিং করতেন। শুধু তিনিই নন, আপ-এর রাঘব চাড্ডাও ল্যাকমে ফ্যাশন উইকে শোস্টপার হয়েছিলেন। পবন সচদেবের পোশাকের মডেল হয়েছিলেন তিনি।

  Published by:Raima Chakraborty
  First published:

  Tags: Devendra Fadnavis, Viral News

  পরবর্তী খবর