Online Admission in College: কলেজ-বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ভাবে অনলাইনে ভর্তি চলতি বছর নয়: শিক্ষামন্ত্রী

Last Updated:

ফলে কেন্দ্রীয় ভাবে অনলাইনে ভর্তি নিয়ে পিছু হটল রাজ্য সরকার। (Online Admission in College)

Online Admission in College
Online Admission in College
#কলকাতা: কলেজ-বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তি নিয়ে সিদ্ধান্ত বদল রাজ্য সরকারের। মঙ্গলবার উপাচার্যদের সঙ্গে বৈঠক করে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, আগামী বছর থেকে স্নাতক এবং স্নাতকোত্তরে অনলাইনে এক্সাম পোর্টালের মাধ্যমে ভর্তি হবে। বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এদিন বৈঠকে জানান যে, তাঁরা প্রস্তুত নন, তাঁদের আরও ছয় থেকে সাত মাস সময় লাগবে। ফলে কেন্দ্রীয় ভাবে অনলাইনে ভর্তি নিয়ে পিছু হটল রাজ্য সরকার। (Online Admission in College)
শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এদিন জানিয়েছেন, কেন্দ্রীয় অনলাইনের পোর্টাল ঠিক ভাবে তৈরি করে কাজ চালু করতে এখনও মাস পাঁচ-ছয়েক সময় লাগবে। কিন্তু ইতিমধ্যে বিভিন্ন বোর্ডের দ্বাদশ স্তরের ফলাফল প্রকাশ হয়ে গিয়েছে। তাই এই অবস্থায় অনলাইন পোর্টালে ভর্তির প্রক্রিয়া চালানো হলে সেক্ষেত্রে ভর্তি প্রক্রিয়ায় ত্রুটি থাকার আশঙ্কা উপাচার্যদের, এমনটাই জানান শিক্ষামন্ত্রী।
advertisement
advertisement
রাজ্য সরকার কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তির প্রক্রিয়া চালু করার পরিকল্পনা করেছিল কলেজ-বিশ্ববিদ্যালয়গুলিতে। যার জন্য মুখ্যমন্ত্রীর তরফ থেকেও সবুজ সংকেত পাওয়া গিয়েছিল। এই বিষয়টিতে বিশেষভাবে গুরুত্ব আরোপ করেছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। কারণ তিনি শিক্ষাক্ষেত্রে একাধিক বিষয় পরিবর্তন আনার চেষ্টা করে চলেছেন। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে ভার্চুয়ালি একটি বৈঠক করেন। সেখানে অন্তত এই বছরের জন্য কেন্দ্রীয়ভাবে অনলাইনে কলেজ-বিশ্ববিদ্যালয়ের ভর্তির ব্যাপারটিকে স্থগিত রাখা হয়েছে।
advertisement
আরও পড়ুন: হঠাৎ পেটে ব্যথা নিয়ে বাথরুমে গেল ছাত্রী, বেরিয়ে এল সন্তান নিয়ে! তুমুল শোরগোল
রাজ্য সরকারের পক্ষ থেকে শিক্ষামন্ত্রী মাঝে জানিয়েছিলেন, চলতি বছরে কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তি প্রক্রিয়া হবে, সেই অনুযায়ী একটি পোর্টাল তৈরির কাজও চলছিল। কিন্তু সেই পোর্টাল পুরোপুরি তৈরি হয়ে কর্মক্ষম হতে আরও বেশ কিছুটা সময় লাগবে বলেই একাধিক উপাচার্য আশঙ্কা করছেন বলেই জানান ব্রাত্য বসু। যার পরই সিদ্ধান্ত নেওয়া হয় চলতি বছরে অনলাইনে নয়, আগের মতো অফলাইনেই হবে ভর্তি প্রক্রিয়া।
view comments
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Online Admission in College: কলেজ-বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ভাবে অনলাইনে ভর্তি চলতি বছর নয়: শিক্ষামন্ত্রী
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement