Viral Delhi Metro Girl: রক্ষণশীল পরিবারের মেয়ে এখন ‘দিল্লি মেট্রোর বিকিনি গার্ল’! জানুন এই ভাইরাল তরুণীর পরিচয়

Last Updated:

Viral Delhi Metro Girl: নেটিজেনদের চর্চায় কোথাও তাঁর নাম ‘দিল্লি মেট্রার বিকিনি গার্ল’, তো কোথাও তাঁর পরিচয় ‘দিল্লির উরফি যাদব’

১৯ বছর বয়সি রিদম আদতে পঞ্জাবের ফতেগড় সাহিব এলাকার মেয়ে
১৯ বছর বয়সি রিদম আদতে পঞ্জাবের ফতেগড় সাহিব এলাকার মেয়ে
নয়াদিল্লি : কলকাতার মেট্রোয় চুম্বনকাণ্ডে উত্তাল হয়েছিল পারিপার্শ্বিক এবং নেট দুনিয়া৷ সেরকমই ঝড় তুলেছে দিল্লি মেট্রোতে ভাইরাল তরুণীর ঘটনা৷ সম্প্রতি রাজধানীর মেট্রোতে ব্রালেট এবং মিনিস্কার্ট পরে সওয়ার হয়েছিলেন এক তিনি৷ ঝড়ের বেগে তাঁর ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে ইন্টারনেটে৷ সমাজমাধ্যমে তীব্র নিন্দিত হন তিনি৷ নেটিজেনদের চর্চায় কোথাও তাঁর নাম ‘দিল্লি মেট্রার বিকিনি গার্ল’, তো কোথাও তাঁর পরিচয় ‘দিল্লির উরফি যাদব’৷
অবশেষে জানা গিয়েছে তাঁর পরিচয়ও৷ ইন্ডিয়া টুডে-এর প্রতিবেদন জানাচ্ছে স্বল্পবসনা হয়ে বিতর্কিত তরুণীর নাম রিদম চনানা৷ ১৯ বছর বয়সি রিদম আদতে পঞ্জাবের ফতেগড় সাহিব এলাকার মেয়ে৷ সমাজমাধ্যম থেকে জানা যাচ্ছে, তিনি একটি অভিনয় স্কুলের ছাত্রী৷ গত কিছু দিন ধরে তিনি অভিনয় শিখছেন৷ ভিডিও ভাইরাল হয়ে যাওয়ার তাঁর ইনস্টাগ্রামে উপচে পড়ছে নেটিজেনদের ভিড়৷ যদিও রিদম নিজে জানিয়েছেন তিনি প্রচার পাওয়ার জন্য এই কাজ করেননি৷ কিছু মাস ধরেই তিনি এই পোশাকে যাতায়াত করছেন দিল্লি মেট্রোতে৷ দাবি রিদমের৷
advertisement
এদিকে ইন্টারনেট তোলপাড় তাঁর ভাইরাল ভিডিও-র সন্ধানে৷ সকলেই জানতে উদগ্রীব এই তরুণীর আসল পরিচয়৷ ব্রালেট ও মিনিস্কার্ট পরে মেট্রোতে যাতায়াত করে চরম সমালোচিত তিনি৷ কিন্তু কেন করলেন এই কাজ? প্রসঙ্গত তাঁর কাছে এই প্রশ্ন অর্থহীন৷ কারণ তিনি মনে করেন ওই বেশে মেট্রোতে সওয়ার হয়ে তিনি কোনও ভুল করেননি৷ পোশাক নির্বাচন নিয়ে তাঁর মাথাব্যথা বা উদ্বেগ নেই৷ কারণ তিনি মনে করেন তাঁর যেটা পছন্দ সেটাই পরবেন৷ বাকিরা কে কী ভাবল, তাতে তার কিছু এসে যায় না৷ কারণ তিনি কী পরবেন, সেটা একান্তই তাঁর ব্যক্তিগত অভিরুচি৷
advertisement
advertisement
আরও পড়ুন :  মহিমা, রিয়া থেকে কিম, বারবার বলিউড সুন্দরীদের সঙ্গে পাতা সংসার ভেঙেছেন লিয়েন্ডার পেজ, রইল তাঁর রঙিন প্রেমজীবন
ইন্ডিয়া টুডে-কে দেওয়া এক সাক্ষাৎকারে রিদম বলেছেন, ‘‘আমি কী পরব, তাতে আমরা পূর্ণ স্বাধীনতা আছে৷ কোনও প্রচার পাওয়ার জন্য বা বিখ্যাত হয়ে ওঠার তাগিদে এসব করিনি৷ লোকে কী বলবে তাতে আমি পাত্তা দিই না৷’’ অনেকেই বলেছেন তিনি উরফি জাভেদকে অনুকরণ করেছেন৷ সে কথা অস্বীকার করেছেন তিনি৷ জানিয়েছেন, ‘‘আমি উরফি জাভেদ দ্বারা অনুপ্রাণিত নই মোটেই৷ এমনকি কিছু দিন আগে পর্যন্ত আমি জানতামও না তিনি কে৷ সম্প্রতি এক বন্ধু তাঁর ছবি আমাকে দেখিয়েছেন৷’’
advertisement
advertisement
নিরাপত্তাজনিত কোনও সমস্যা তাঁর হয়নি বলেই জানিয়েছেন তিনি৷ তবে কটূক্তি বা ইভটিজিং তিনি পাত্তা দেননি৷ কিন্তু নিজের রক্ষণশীল পরিবারে পোশাক নিয়ে কোনও সমর্থন পাননি বলেই জানিয়েছেন রিদম৷ কিন্তু জীবনে নিজের শর্তে চলবেন বলেই বেড়াজাল ভেঙেছেন৷ লোকের কটূক্তিতে তাঁর কিছু যায় আসে না৷ জানিয়েছেন রিদম৷ সম্প্রতি দিল্লি মেট্রো রেল কর্পোরেশন নিয়ম করেছে মেট্রো রেলে কেউ ভিডিও করতে পারবেন না৷ কারণ তাতে অন্য যাত্রীদের সমস্যা হয়৷ সেই প্রসঙ্গে রিদম বলেছেন, ‘‘এটা বিস্ময়কর যে ডিএমআরসি এখন নিজেদের করা নিয়ম ভুলেই গিয়েছে যে মেট্রোতে ভিডিও করা নিষিদ্ধ৷ তাদের যদি আমার পোশাক নিয়ে সমস্যা হয়,তাহলে যাঁরা ভিডিও করেছেন তাঁদের নিয়েও মেট্রো কর্তৃপক্ষের সমস্যা থাকা উচিত৷’’
advertisement
তবে স্বপক্ষে যুক্তি আনলেও আপাতত সমাজমাধ্যমের কাঠগড়ায় এই তরুণী৷ অধিকাংশ নেটিজেনের তরফে বিদ্রূপ, কটূক্তি উড়ে এলেও কিছু নেটিজেনের সমর্থন তিনি পেয়েছেন৷ তাঁদেরও মত, বিনা অনুমতিতে, গোপনে রিদমের ভিডিও তুলে ঠিক করেননি জনৈক যাত্রী৷
বাংলা খবর/ খবর/দেশ/
Viral Delhi Metro Girl: রক্ষণশীল পরিবারের মেয়ে এখন ‘দিল্লি মেট্রোর বিকিনি গার্ল’! জানুন এই ভাইরাল তরুণীর পরিচয়
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement