হোম » ছবি » বিনোদন » মহিমা, রিয়া থেকে কিম, বারবার সুন্দরীদের সঙ্গে প্রেম পরকীয়ায় জড়ান লিয়েন্ডার

Leander Paes Love Life : মহিমা, রিয়া থেকে কিম, বারবার বলিউড সুন্দরীদের সঙ্গে পাতা সংসার ভেঙেছেন লিয়েন্ডার পেজ, রইল তাঁর রঙিন প্রেমজীবন

  • 112

    Leander Paes Love Life : মহিমা, রিয়া থেকে কিম, বারবার বলিউড সুন্দরীদের সঙ্গে পাতা সংসার ভেঙেছেন লিয়েন্ডার পেজ, রইল তাঁর রঙিন প্রেমজীবন

    লিয়েন্ডার পেজের ব্যক্তিগত জীবন তাঁর কোর্টের কেরিয়ারের মতোই বর্ণময়৷ রঙিন দুনিয়ার একাধিক সুন্দরীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তিনি৷ আবার সেই সম্পর্কের বাঁধন ছিঁড়ে বেরিয়ে এসেছেন৷ দেখে নেওয়া যাক কোন কোন সুন্দরী এসে লিয়েন্ডারের হৃদয়ে এবং জীবনে ঢেউ তুলেছেন৷

    MORE
    GALLERIES

  • 212

    Leander Paes Love Life : মহিমা, রিয়া থেকে কিম, বারবার বলিউড সুন্দরীদের সঙ্গে পাতা সংসার ভেঙেছেন লিয়েন্ডার পেজ, রইল তাঁর রঙিন প্রেমজীবন

    কেরিয়ারের তুঙ্গ সময়ে লিয়েন্ডারের প্রেম পড়েছিলেন মহিমা চৌধুরী৷ দুজনেই তখন নিজেদের কেরিয়ারের শীর্ষে৷ এক পার্টিতে আলাপ হয় তাঁদের৷ এর পর ঘন ঘন একসঙ্গে দেখা যায় যুগলকে৷ এমনকি বিদেশেও তাঁরা গিয়েছিলেন একসসঙ্গে৷ টানা তিন বছর চলেছিল তাঁদের দুরন্ত প্রেম৷

    MORE
    GALLERIES

  • 312

    Leander Paes Love Life : মহিমা, রিয়া থেকে কিম, বারবার বলিউড সুন্দরীদের সঙ্গে পাতা সংসার ভেঙেছেন লিয়েন্ডার পেজ, রইল তাঁর রঙিন প্রেমজীবন

    কিন্তু ২০০৩ সালে তাঁদের সম্পর্কে চিড় ধরে৷ অভিযোগ, মহিমার সঙ্গে সম্পর্কে থাকার সময়েই রিয়া পিল্লাইয়ের সঙ্গে প্রণয়ের সম্পর্কে জড়িয়ে পড়েন প্রাক্তন টেনিস তারকা৷ লিয়েন্ডারের দ্বিতীয় সম্পর্ক হাতেনাতে ধরে ফেলেন মহিমা৷ এর পর তিনি সরে যান লিয়েন্ডারের সঙ্গে প্রেমের সম্পর্ক থেকে৷ প্রতারণা মেনে নিতে পারেননি পরদেশ-এর নায়িকা৷

    MORE
    GALLERIES

  • 412

    Leander Paes Love Life : মহিমা, রিয়া থেকে কিম, বারবার বলিউড সুন্দরীদের সঙ্গে পাতা সংসার ভেঙেছেন লিয়েন্ডার পেজ, রইল তাঁর রঙিন প্রেমজীবন

    লিয়েন্ডারের সঙ্গে সম্পর্কও প্রথমে রিয়ার কাছে ছিল পরকীয়াই৷ তিনি তখন সঞ্জয় দত্তের স্ত্রী৷ ২০০৩ সালে শুরু হয়ে লি-রিয়া সম্পর্ক৷ কয়েক বছর তাঁরা লিভ ইন-ও করেন৷ শোনা যায় ২০০৫ থেকে ২০০৮-এর মধ্যে কোনও এক সময় তাঁরা বিয়ে করেন৷ কিন্তু লিয়েন্ডার নিজে এই দাবিতে সিলমোহর দেননি৷

    MORE
    GALLERIES

  • 512

    Leander Paes Love Life : মহিমা, রিয়া থেকে কিম, বারবার বলিউড সুন্দরীদের সঙ্গে পাতা সংসার ভেঙেছেন লিয়েন্ডার পেজ, রইল তাঁর রঙিন প্রেমজীবন

    লিয়েন্ডারের সঙ্গে সম্পর্ক গাঢ় হতে অন্যদিকে সঞ্জয়ের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয় রিয়ার৷ তাঁর এবং লিয়েন্ডারের একমাত্র সন্তানের নাম আইয়ানা৷ কিন্তু আইয়ানার বাবা মা হিসেবে একসঙ্গে থাকা বেশি দিন সম্ভব হয়নি লিয়েন্ডার ও রিয়ার৷ তাঁদের সম্পর্কও ভেঙে যায়৷

    MORE
    GALLERIES

  • 612

    Leander Paes Love Life : মহিমা, রিয়া থেকে কিম, বারবার বলিউড সুন্দরীদের সঙ্গে পাতা সংসার ভেঙেছেন লিয়েন্ডার পেজ, রইল তাঁর রঙিন প্রেমজীবন

    ২০১৪ সালে লিয়েন্ডারের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ তোলেন রিয়া৷ আইয়ানার কাস্টডিও তিনিই পান৷ লিয়েন্ডার ও সঞ্জয়ের আগে আরও এক বার বিয়ে করেছিলেন রিয়া৷ কিন্তু তিন বারই তাঁর সংসার তাসের ঘরের মতো ভেঙে পড়ে৷

    MORE
    GALLERIES

  • 712

    Leander Paes Love Life : মহিমা, রিয়া থেকে কিম, বারবার বলিউড সুন্দরীদের সঙ্গে পাতা সংসার ভেঙেছেন লিয়েন্ডার পেজ, রইল তাঁর রঙিন প্রেমজীবন

    জীবনে তৃতীয় সম্পর্কে বিচ্ছেদের পর রিয়ার জীবনে আরও জটিলতা তৈরি হয়। ২০১৬ সালে জানা যায়, তাঁর মেয়ে আইয়ানা ব্রেন টিউমারে আক্রান্ত। রিয়ার অভিযোগ, লিয়েন্ডার তাঁদের ভরণপোষণের জন্য যথেষ্ট অর্থ দেন না।

    MORE
    GALLERIES

  • 812

    Leander Paes Love Life : মহিমা, রিয়া থেকে কিম, বারবার বলিউড সুন্দরীদের সঙ্গে পাতা সংসার ভেঙেছেন লিয়েন্ডার পেজ, রইল তাঁর রঙিন প্রেমজীবন

    এই প্রসঙ্গে লিয়েন্ডার জানান, তিনি কোনও দিন রিয়াকে বিয়ে করেননি। তাই রিয়ার কথামতো তাঁর এবং মেয়ের ভরণপোষণের দায়িত্ব নিতে তিনি বাধ্য নন। তাঁর এই বক্তব্যকে অমানবিক বলে মনে হয়েছিল রিয়ার ঘনিষ্ঠদের। এই টানাপড়েন ও জটিলতার মধ্যেই লিয়েন্ডারের জীবনে আসেন তন্বী শাহ৷

    MORE
    GALLERIES

  • 912

    Leander Paes Love Life : মহিমা, রিয়া থেকে কিম, বারবার বলিউড সুন্দরীদের সঙ্গে পাতা সংসার ভেঙেছেন লিয়েন্ডার পেজ, রইল তাঁর রঙিন প্রেমজীবন

    তবে জুনিয়র টেনিস খেলোয়াড় তন্বীর সঙ্গে লিয়েন্ডারের সম্পর্ক বেশি দিন স্থায়ী হয়নি৷ তাঁরা কেউই প্রেমের কথা কোনওদিন স্বীকার করেননি৷

    MORE
    GALLERIES

  • 1012

    Leander Paes Love Life : মহিমা, রিয়া থেকে কিম, বারবার বলিউড সুন্দরীদের সঙ্গে পাতা সংসার ভেঙেছেন লিয়েন্ডার পেজ, রইল তাঁর রঙিন প্রেমজীবন

    ২০২১ সালে লিয়েন্ডার পেজ ও কিম শর্মাকে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায় প্রকাশ্যে৷ দেশে বিদেশে লি-কিমের যুগলবন্দি অন্তরঙ্গ ছবি আলোচনার কেন্দ্রে উঠেছে বার বার৷

    MORE
    GALLERIES

  • 1112

    Leander Paes Love Life : মহিমা, রিয়া থেকে কিম, বারবার বলিউড সুন্দরীদের সঙ্গে পাতা সংসার ভেঙেছেন লিয়েন্ডার পেজ, রইল তাঁর রঙিন প্রেমজীবন

    কিন্তু এ বার ভাঙতে চলেছে লিয়েন্ডার ও কিমের সম্পর্কও৷ শোনা যাচ্ছে, এখনই প্রতিশ্রুতিবদ্ধ হতে চাইছেন না দুই তারকার কোনও একজন। সেখান থেকেই সমস্যার সূত্রপাত। কিছু দিন ধরেই সম্পর্কে ফাটলের খবর শোনা যাচ্ছিল। সম্প্রতি অনন্যা পাণ্ডের তুতোবোনের বিয়েতেও কিম এসেছিলেন একা।

    MORE
    GALLERIES

  • 1212

    Leander Paes Love Life : মহিমা, রিয়া থেকে কিম, বারবার বলিউড সুন্দরীদের সঙ্গে পাতা সংসার ভেঙেছেন লিয়েন্ডার পেজ, রইল তাঁর রঙিন প্রেমজীবন

    অবশ্য কিমের জীবনে লিয়েন্ডারই প্রথম পুরষ নন৷ এর আগে তিনি বিয়ে করেছিলেন শিল্পপতি আলি পঞ্জাবিকে৷ কিন্তু সে বিয়ে দীর্ঘস্থায়ী হয়নি৷ এর পাশাপাশি ক্রিকেটতারকা যুবরাজ সিং, অভিনেতা হর্ষবর্ধনের সঙ্গেও প্রেমের সম্পর্ক ছিল কিম শর্মার৷

    MORE
    GALLERIES