ট্রাকের ধাক্কায় গুরুতর আহত উন্নাওয়ের ধর্ষিতা, সিবিআই তদন্তের দাবিতে সরব বিরোধীরা
Last Updated:
রবিবার দুপুর একটা নাগাদ উত্তরপ্রদেশের রায়বেরেলিতে তরুণীর গাড়িতে ধাক্কা মারে একটি ট্রাক। ঘটনাস্থলেই তরুণীর কাকিমা ও মাসির মৃত্যু হয়।
#লখনউ: ট্রাকের ধাক্কায় গুরুতর আহত উন্নাওয়ের ধর্ষিতা। রবিবার দুপুর একটা নাগাদ উত্তরপ্রদেশের রায়বেরেলিতে তরুণীর গাড়িতে ধাক্কা মারে একটি ট্রাক। ঘটনাস্থলেই তরুণীর কাকিমা ও মাসির মৃত্যু হয়।
তরুণী ও তাঁর আইনজীবী গুরুতর আহত হয়েছেন। ২০১৭ সালে উন্নাওয়ের বিজেপি বিধায়ক কুলদীপ সেঙ্গারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেছিলেন তরুণী। কুলদীপ সেঙ্গারকে গ্রেফতারও করে পুলিশ।
পুলিশের দাবি, রবিবারের ঘটনা নিছকই দুর্ঘটনা। পুলিশের দাবি মানতে নারাজ তরুণীর পরিবার। অখিলেশ যাদবের অভিযোগ, তরুণীকে হত্যার চক্রান্ত অভিযুক্ত বিধায়কেরই। সোমবার সংসদে সিবিআই তদন্তের দাবিতে সরব হয়েছেন বিরোধীরা।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 29, 2019 1:18 PM IST