Uttarakhand Election Results 2022|| '৩ বার সিসিটিভি বিভ্রাট কাকতালীয় নয়!', ফল প্রকাশের আগে অগ্নিশর্মা হরিশ রাওয়াত

Last Updated:

Harish Rawat Raises Question on EVM Security: আর কিছুক্ষণের অপেক্ষা। তারপরেই শুরু হবে উত্তরাখণ্ড-সহ পাঁচ রাজ্যের ভোট গণনা। তার আগে ইভিএম রাখা ঘরে সিসিটিভি বিভ্রাটের অভিযোগ তুললেন বর্ষীয়ান কংগ্রেস নেতা হরিশ রাওয়াত।

#উত্তরাখণ্ড: আর কিছুক্ষণের অপেক্ষা। তারপরেই শুরু হবে উত্তরাখণ্ড-সহ পাঁচ রাজ্যের ভোট গণনা। তার আগে ইভিএম রাখা ঘরে সিসিটিভি বিভ্রাটের অভিযোগ তুললেন বর্ষীয়ান কংগ্রেস নেতা হরিশ রাওয়াত (veteran Congress leader Harish Rawat )। বুধবার রাতে এই অভিযোগ করেন তিনি। ওই কংগ্রেস নেতা বিষয়টিতে ইলেকশন কমিশনারের তৎপরতাও দাবি করেছেন। হরিশ রাওয়াতের অভিযোগ, হরিদ্বার জেলার ইভিএম যে স্ট্রংরুমে রাখা হয়েছে, সেখানকার সিসি ক্যামেরা বারে বারে বিকল হচ্ছে, যা কোনও স্বাভাবিক হতে পারে না।
বর্ষীয়ান কংগ্রেস নেতা হরিশ রাওয়াত (veteran Congress leader Harish Rawat ) বুধবার বলেন, "পর পর তিনবার সিসি ক্যামেরা বিকল হয়ে যাওয়া কোনও কাকতালীয় ঘটনা হতে পারে না। সরকারের গ্রহণযোগ্যতা ইতিমধ্যেই কাঠগড়ায় উঠেছে, তাই তারা যেনতেন প্রকারে নির্বাচনে জিততে চাইছে।
আরও পড়ুন: ফলের আগেই গোয়ায় খেলা শুরু বিজেপি-র, তৃণমূলের জোটসঙ্গীকে নিয়ে জোর টানাপোড়েন
হরিশ রাওয়াত উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী। বর্তমানে তিনি কংগ্রেসের ক্যাম্পেন কমিটির (Congress Campaign Committee) শীর্ষকর্তা। নৈনিতালের লালকুয়ান (Lalkuan in the Nainital district) থেকে এ বারের বিধানসভা নির্বাচনে লড়ছেন। তাঁর মেয়ে অনুপমা রাওয়াত (Anupama Rawat) লড়ছেন হরিদ্বার গ্রামীন বিধানসভা আসন ( Haridwar rural) থেকে।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Uttarakhand Election Results 2022|| '৩ বার সিসিটিভি বিভ্রাট কাকতালীয় নয়!', ফল প্রকাশের আগে অগ্নিশর্মা হরিশ রাওয়াত
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement