Goa Election Results 2022: ফলের আগেই গোয়ায় খেলা শুরু বিজেপি-র, তৃণমূলের জোটসঙ্গীকে নিয়ে জোর টানাপোড়েন

Last Updated:

বুথ ফেরত সমীক্ষায় ত্রিশঙ্কু বিধানসভার সম্ভাবনা জোরালো হতেই তৃণমূলের জোটসঙ্গীকে নিয়ে টানাপোড়েন শুরু হয়ে গিয়েছে (Goa Assembly Election 2022)৷

মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এমজিপি নেতৃত্ব৷ Photo-ANI
মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এমজিপি নেতৃত্ব৷ Photo-ANI
বুথ ফেরত সমীক্ষায় ত্রিশঙ্কু বিধানসভার সম্ভাবনা জোরালো হতেই তৃণমূলের জোটসঙ্গীকে নিয়ে টানাপোড়েন শুরু হয়ে গিয়েছে৷ মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবীশ দাবি করেছেন, এমজিপি তাদের পুরনো বন্ধু, সবসময়ের সঙ্গী৷ যদিও ফড়নবীশের দাবি, বিজেপি গোয়ায় একক সংখ্যাগরিষ্ঠতাই পাবে৷
advertisement
advertisement
সংবাদসংস্থা এএনআই-কে ফড়নবীশ বলেছেন, 'আমি নিশ্চিত যে বিজেপি ভাল ফল করবে৷ আমাদের সঙ্গে থাকতে অনেকেই তৈরি৷ আমি নিশ্চিত, আমরা বিপুল সংখ্যাগরিষ্ঠতাই পাবো৷'
বিজেপি-র আর এক বিতর্কিত প্রার্থী অ্যাটানসিও বাবুশ মনসেরেটেও দাবি করেছেন, প্রয়োজনে এমজিপি তাদের সমর্থন করবে বলেই তিনি নিশ্চিত৷ প্রসঙ্গত, ২০১৯ সালে বিজেপি-র সঙ্গে এমজিপি-র জোট ভেঙে যায়৷
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তৃণমূলের জোটসঙ্গী এমজিপি এবারেও গোয়ায় কিং মেকার হতে চলেছে৷ এমজিপি নেতৃত্ব ইঙ্গিত দিয়েছে, সরকার গঠনের জন্য কংগ্রেসও তাদের বাজিয়ে দেখছে৷
advertisement
২০১৭ সালে গোয়ায় সবথেকে বেশি আসন পেয়েছিল কংগ্রেসই৷ কিন্তু সুধীন দাভলিকরের দলের সমর্থনেই সরকার গড়ে বিজেপি৷ যদিও প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর পারিক্করের মৃত্যুর পরই ২০১৯ সালে এমজিপি-কে সরকার থেকে বাদ দিয়ে দেন বর্তমান মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত৷ এর পরেই আর কোনওদিন বিজেপি-র হাত ধরবেন না বলে জানিয়ে দেন এমজিপি প্রধান সুধীন দাভিলকর৷ যদিও শর্তসাপেক্ষে তিনি সিদ্ধান্ত বদলাতে পারেন বলেই এমজিপি সূত্রে খবর৷ বিজেপি-কে সমর্থন দিলে তার বিনিময়ে গোয়ার মুখ্যমন্ত্রীর পদ এমজিপি দাবি করতে পারে, এমনটাই দলীয় সূত্র উদ্ধৃত করে দাবি করেছে এনডিটিভি৷ তবে এ বিষয়ে বিজেপি-র প্রতিক্রিয়া মেলেনি৷ তবে শেষ পর্যন্ত এমজিপি বিজেপি-র হাত ধরলে তা যে তৃণমূলও ভাল ভাবে নেবে না, তা বলার অপেক্ষা রাখে না৷
advertisement
তবে তাঁর অবস্থান কী হবে, তা খোলসা করেননি সুধীন দাভিলকর৷ ইতিমধ্যেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, প্রশান্ত কিশোর এবং দলের রাজ্যসভার সাংসদদের সঙ্গে তাঁর কথা হয়েছে বলে জানিয়েছেন দাভিলকর৷ তাঁর কথায়, 'তৃণমূল, কংগ্রেস এবং বিজেপি-র সঙ্গে অনেক কিছুই আলোচনা হয়েছে৷ কিন্তু এই মুহূর্তে আমি একটা জোটে রয়েছি, ফলে এখনই কিছু বলা সম্ভব নয়৷'
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Goa Election Results 2022: ফলের আগেই গোয়ায় খেলা শুরু বিজেপি-র, তৃণমূলের জোটসঙ্গীকে নিয়ে জোর টানাপোড়েন
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement