India Today- Axis My India Exit Poll: পাঁচ রাজ্যে কোথায় কাকে এগিয়ে রাখল ইন্ডিয়া টুডে- অ্যাক্সিস বুথ ফেরত সমীক্ষা?
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
ইন্ডিয়া টুডে- অ্যাক্সিস মাই ইন্ডিয়ার বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, ৪০৩ আসন বিশিষ্ট উত্তর প্রদেশ বিধানসভায় ২৮৮ থেকে ৩২৬টি আসন পেয়ে ক্ষমতায় ফিরতে চলেছে বিজেপি-র নেতৃত্বাধীন জোট (Uttar Pradesh Exit Polls)৷
#দিল্লি: উত্তর প্রদেশে (Uttar Pradesh Elections 2022) বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফিরছে বিজেপি৷ উত্তরাখণ্ড, মণিপুরেও অনেকটা এগিয়ে গেরুয়া শিবির৷ অন্যদিকে কংগ্রেস, বিজেপি-কে পিছনে ফেলে পঞ্জাবে একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার ক্ষেত্রে অনেকটা এগিয়ে আম আদমি পার্টি৷ তবে গোয়া য় লড়াই হাড্ডাহাড্ডি৷ সেখানে ক্ষমতাসীন বিজেপি-র থেকে কিঞ্চিৎ হলেও এগিয়ে থাকছে কংগ্রেসের নেতৃত্বাধীন জোট (Exit Polls 2022)৷
পাঁচ রাজ্যে ভোটগ্রহণ শেষ হওয়ার পর ইন্ডিয়া টুডে- অ্যাক্সিস মাই ইন্ডিয়ার (India Today- Axis My India Exit Poll) বুথ ফেরত সমীক্ষায় এমনই দাবি করা হয়েছে৷ পূর্বাভাস মিলে গেলে যথেষ্টই স্বস্তিতে থাকবে বিজেপি৷ কারণ কৃষি আইন নিয়ে আন্দোলনের জেরে বিজেপি-র উপরে কৃষকদের ক্ষোভ যেভাবে জমেছিল, তাতে পঞ্জাবে ক্ষমতায় ফেরার আশা করেনি বিজেপি নেতৃত্ব৷ তবে পঞ্জাবে ক্ষমতাচ্যুত হলে লোকসভা নির্বাচনের আগে ফের বড় ধাক্কা খাবে কংগ্রেস৷ পঞ্জাব হারালেও কঠিন লড়াইয়ে কোনওভাবে তারা গোয়া দখল করতে পারলে, কংগ্রেসের ক্ষতে কিছুটা হলেও প্রলেপ পড়বে৷ শেষ পর্যন্ত এই পূর্বাভাস মেলে কি না, তা অবশ্য জানা যাবে আগামী ১০ মার্চ৷
advertisement
advertisement
ইন্ডিয়া টুডে- অ্যাক্সিস মাই ইন্ডিয়ার বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, ৪০৩ আসন বিশিষ্ট উত্তর প্রদেশ বিধানসভায় ২৮৮ থেকে ৩২৬টি আসন পেয়ে ক্ষমতায় ফিরতে চলেছে বিজেপি-র নেতৃত্বাধীন জোট (Uttar Pradesh Exit Polls)৷ সমাজবাদী পার্টির নেতৃত্বাধীন জোট পেতে পারে ৭১ থেকে ১০১টি আসন৷ বিএসপি পেতে পারে ৩ থেকে ৯টি আসন৷ কংগ্রেসের ১ থেকে ৩টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে সমীক্ষায় দাবি করা হয়েছে৷
advertisement
ইন্ডিয়া টুডে- অ্যাক্সিস মাই ইন্ডিয়ার করা বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, ১১৭ আসন বিশিষ্ট পঞ্জাব (Punjab Exit Polls) বিধানসভায় ৮৩টি আসন পেতে পারে আম আদমি পার্টি বা আপ৷ এই সমীক্ষা অনুযায়ী, সবথেকে কম ৭৬ থেকে সর্বোচ্চ ৯০টি আসন পেতে পারে আপ৷ পঞ্জাবে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার জন্য প্রয়োজন ৫৯ টি আসন৷
আরও পড়ুন: গোয়ায় বিজেপি কংগ্রেসে হাড্ডাহাড্ডি! TMC না AAP, 'কিং মেকার' কে? বুথ ফেরত সমীক্ষা যা বলছে...
advertisement
ইন্ডিয়া টুডে- অ্যাক্সিস মাই ইন্ডিয়ার করা বুথ ফেরত সমীক্ষায় উত্তরাখণ্ডে (Uttarakhand Exit Polls) ৭০টি আসনের মধ্যে বিজেপি ৩৬ থেকে ৪৬টি আসন পেেত পারে বলে দাবি করা হয়েছে৷ এই সমীক্ষা অনুযায়ী উত্তরাখণ্ডে কংগ্রেস পেতে পারে ২০ থেকে ৩০টি আসন৷
৬০টি আসন বিশিষ্ট মণিপুর (Manipur Exit Polls) বিধানসভায় বিজেপি-র আসন সংখ্যা ৩৩ থেকে ৪৩-এর মধ্যে থাকতে পারে বলে ইন্ডিয়া টুডে- অ্যাক্সিস মাই ইন্ডিয়ার করা বুথ ফেরত সমীক্ষায় দািব করা হয়েছে৷ উত্তর পূর্বের এই রাজ্যে কংগ্রেসের ঝুলিতে ৪ থেকে ৮টি আসন আসতে পারে বলে দাবি করা হয়েছে৷ এনপিপি এবং এনপিএফও সমসংখ্যক আসন পেতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে৷
advertisement
চার রাজ্যে কোন দল একক সংখ্যাগরিষ্ঠতা পাবে তার স্পষ্ট ইঙ্গিত দেওয়া হলেও একমাত্র গোয়ায় ব্যতিক্রমী ছবি দেখা যাচ্ছে৷ ইন্ডিয়া টুডে- অ্যাক্সিস মাই ইন্ডিয়ার করা বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, ২০১৭-র মতো এবারেও সরকার গঠন নিয়ে গোয়ায় (Goa Exit Polls) তীব্র টানাপোড়েনের পরিস্থিতি তৈরি হতে পারে৷ কারণ ইন্ডিয়া টুডে- অ্যাক্সিস মাই ইন্ডিয়ার সমীক্ষায় দাবি, ৪০টি আসনের মধ্যে গোয়ায় ১৫ থেকে ২০টি আসন পেতে পারে কংগ্রেস- গোয়া ফরওয়ার্ড পার্টির জোট৷ বিজেপি পেতে পারে ১৪ থেকে ১৮টি আসন৷ তৃণমূল-এমজিপি জোটি ২ থেকে ৫টি আসনে জয়ী হতে পারে৷ অন্যান্যরা ২টি আসন পেতে পারে বলে দাবি করেছে ইন্ডিয়া টুডে- অ্যাক্সিস মাই ইন্ডিয়ার করা বুথ ফেরত সমীক্ষা৷
advertisement
(সর্বভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যম ও সমীক্ষক সংস্থা বুথ ফেরত সমীক্ষার মাধ্যমে জনমতের সম্ভাব্য ফল তুলে ধরার চেষ্টা করেছে৷ এই প্রতিবেদনে সেই পরিসংখ্যানই তথ্য আকারে তুলে ধরা হয়েছে৷ ভোটের প্রকৃত ফলের সঙ্গে যা নাও মিলতে পারে৷)
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 07, 2022 9:50 PM IST