India Today- Axis My India Exit Poll: পাঁচ রাজ্যে কোথায় কাকে এগিয়ে রাখল ইন্ডিয়া টুডে- অ্যাক্সিস বুথ ফেরত সমীক্ষা?

Last Updated:

ইন্ডিয়া টুডে- অ্যাক্সিস মাই ইন্ডিয়ার বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, ৪০৩ আসন বিশিষ্ট উত্তর প্রদেশ বিধানসভায় ২৮৮ থেকে ৩২৬টি আসন পেয়ে ক্ষমতায় ফিরতে চলেছে বিজেপি-র নেতৃত্বাধীন জোট (Uttar Pradesh Exit Polls)৷

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
#দিল্লি: উত্তর প্রদেশে (Uttar Pradesh Elections 2022) বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফিরছে বিজেপি৷ উত্তরাখণ্ড, মণিপুরেও অনেকটা এগিয়ে গেরুয়া শিবির৷ অন্যদিকে কংগ্রেস, বিজেপি-কে পিছনে ফেলে পঞ্জাবে একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার ক্ষেত্রে অনেকটা এগিয়ে আম আদমি পার্টি৷ তবে গোয়া য় লড়াই হাড্ডাহাড্ডি৷ সেখানে ক্ষমতাসীন বিজেপি-র থেকে কিঞ্চিৎ হলেও এগিয়ে থাকছে কংগ্রেসের নেতৃত্বাধীন জোট (Exit Polls 2022)৷
পাঁচ রাজ্যে ভোটগ্রহণ শেষ হওয়ার পর ইন্ডিয়া টুডে- অ্যাক্সিস মাই ইন্ডিয়ার (India Today- Axis My India Exit Poll) বুথ ফেরত সমীক্ষায় এমনই দাবি করা হয়েছে৷ পূর্বাভাস মিলে গেলে যথেষ্টই স্বস্তিতে থাকবে বিজেপি৷ কারণ কৃষি আইন নিয়ে আন্দোলনের জেরে বিজেপি-র উপরে কৃষকদের ক্ষোভ যেভাবে জমেছিল, তাতে পঞ্জাবে ক্ষমতায় ফেরার আশা করেনি বিজেপি নেতৃত্ব৷ তবে পঞ্জাবে ক্ষমতাচ্যুত হলে লোকসভা নির্বাচনের আগে ফের বড় ধাক্কা খাবে কংগ্রেস৷ পঞ্জাব হারালেও কঠিন লড়াইয়ে কোনওভাবে তারা গোয়া দখল করতে পারলে, কংগ্রেসের ক্ষতে কিছুটা হলেও প্রলেপ পড়বে৷ শেষ পর্যন্ত এই পূর্বাভাস মেলে কি না, তা অবশ্য জানা যাবে আগামী ১০ মার্চ৷
advertisement
advertisement
ইন্ডিয়া টুডে- অ্যাক্সিস মাই ইন্ডিয়ার বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, ৪০৩ আসন বিশিষ্ট উত্তর প্রদেশ বিধানসভায় ২৮৮ থেকে ৩২৬টি আসন পেয়ে ক্ষমতায় ফিরতে চলেছে বিজেপি-র নেতৃত্বাধীন জোট (Uttar Pradesh Exit Polls)৷ সমাজবাদী পার্টির নেতৃত্বাধীন জোট পেতে পারে ৭১ থেকে ১০১টি আসন৷ বিএসপি পেতে পারে ৩ থেকে ৯টি আসন৷ কংগ্রেসের ১ থেকে ৩টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে সমীক্ষায় দাবি করা হয়েছে৷
advertisement
ইন্ডিয়া টুডে- অ্যাক্সিস মাই ইন্ডিয়ার করা বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, ১১৭ আসন বিশিষ্ট পঞ্জাব (Punjab Exit Polls) বিধানসভায় ৮৩টি আসন পেতে পারে আম আদমি পার্টি বা আপ৷ এই সমীক্ষা অনুযায়ী, সবথেকে কম ৭৬ থেকে সর্বোচ্চ ৯০টি আসন পেতে পারে আপ৷ পঞ্জাবে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার জন্য প্রয়োজন ৫৯ টি আসন৷
advertisement
ইন্ডিয়া টুডে- অ্যাক্সিস মাই ইন্ডিয়ার করা বুথ ফেরত সমীক্ষায় উত্তরাখণ্ডে (Uttarakhand Exit Polls) ৭০টি আসনের মধ্যে বিজেপি ৩৬ থেকে ৪৬টি আসন পেেত পারে বলে দাবি করা হয়েছে৷ এই সমীক্ষা অনুযায়ী উত্তরাখণ্ডে কংগ্রেস পেতে পারে ২০ থেকে ৩০টি আসন৷
৬০টি আসন বিশিষ্ট মণিপুর (Manipur Exit Polls) বিধানসভায় বিজেপি-র আসন সংখ্যা ৩৩ থেকে ৪৩-এর মধ্যে থাকতে পারে বলে ইন্ডিয়া টুডে- অ্যাক্সিস মাই ইন্ডিয়ার করা বুথ ফেরত সমীক্ষায় দািব করা হয়েছে৷ উত্তর পূর্বের এই রাজ্যে কংগ্রেসের ঝুলিতে ৪ থেকে ৮টি আসন আসতে পারে বলে দাবি করা হয়েছে৷ এনপিপি এবং এনপিএফও সমসংখ্যক আসন পেতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে৷
advertisement
চার রাজ্যে কোন দল একক সংখ্যাগরিষ্ঠতা পাবে তার স্পষ্ট ইঙ্গিত দেওয়া হলেও একমাত্র গোয়ায় ব্যতিক্রমী ছবি দেখা যাচ্ছে৷ ইন্ডিয়া টুডে- অ্যাক্সিস মাই ইন্ডিয়ার করা বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, ২০১৭-র মতো এবারেও সরকার গঠন নিয়ে গোয়ায় (Goa Exit Polls) তীব্র টানাপোড়েনের পরিস্থিতি তৈরি হতে পারে৷ কারণ ইন্ডিয়া টুডে- অ্যাক্সিস মাই ইন্ডিয়ার সমীক্ষায় দাবি, ৪০টি আসনের মধ্যে গোয়ায় ১৫ থেকে ২০টি আসন পেতে পারে কংগ্রেস- গোয়া ফরওয়ার্ড পার্টির জোট৷ বিজেপি পেতে পারে ১৪ থেকে ১৮টি আসন৷ তৃণমূল-এমজিপি জোটি ২ থেকে ৫টি আসনে জয়ী হতে পারে৷ অন্যান্যরা ২টি আসন পেতে পারে বলে দাবি করেছে ইন্ডিয়া টুডে- অ্যাক্সিস মাই ইন্ডিয়ার করা বুথ ফেরত সমীক্ষা৷
advertisement
(সর্বভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যম ও সমীক্ষক সংস্থা বুথ ফেরত সমীক্ষার মাধ্যমে জনমতের সম্ভাব্য ফল তুলে ধরার চেষ্টা করেছে৷ এই প্রতিবেদনে সেই পরিসংখ্যানই তথ্য আকারে তুলে ধরা হয়েছে৷ ভোটের প্রকৃত ফলের সঙ্গে যা নাও মিলতে পারে৷)
বাংলা খবর/ খবর/দেশ/
India Today- Axis My India Exit Poll: পাঁচ রাজ্যে কোথায় কাকে এগিয়ে রাখল ইন্ডিয়া টুডে- অ্যাক্সিস বুথ ফেরত সমীক্ষা?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement