Varun Gandhi Letter to Narendra Modi: 'সাতশো প্রাণ গিয়েছে,' মোদিকে খোলা চিঠি লিখে বিজেপি-র অস্বস্তি বাড়ালেন বরুণ

Last Updated:

চিঠিতে বরুণ গান্ধি প্রধানমন্ত্রীকে মনে করিয়ে দিয়েছেন, এই তিন কৃষি আইন প্রত্যাহারের দাবিতে আন্দোলন করতে গিয়ে গত এক বছরে সাতশো কৃষকের মৃত্যু হয়েছে (Varun Gandhi Letter to Narendra Modi)৷

প্রধানমন্ত্রীকে চিঠি লিখে বিজেপি-র অস্বস্তি বাড়ালেন বরুণ গান্ধি৷
প্রধানমন্ত্রীকে চিঠি লিখে বিজেপি-র অস্বস্তি বাড়ালেন বরুণ গান্ধি৷
#দিল্লি: গত বেশ কিছু দিন ধরেই বেসুরো গাইছিলেন তিনি৷ এ বার কৃষি আইন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েও বিজেপি-র অস্বস্তি বাড়িয়ে দিলেন সাংসদ বরুণ গান্ধি (Varun Gandhi Letter to Narendra Modi)৷ গতকালই কৃষি আইন প্রত্যাহারের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ এই ঘোষণার পরই প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে খোলা চিঠি লিখেছেন বরুণ গান্ধি৷ সেখানে চারটি বড় দাবি করেছেন বিজেপি সাংসদ৷ যা স্বভাবতই বিজেপি-র অস্বস্তি অনেকটা বাড়িয়ে দিয়েছে (Farm Laws Repealed)৷
চিঠিতে বরুণ গান্ধি প্রধানমন্ত্রীকে মনে করিয়ে দিয়েছেন, এই তিন কৃষি আইন প্রত্যাহারের দাবিতে আন্দোলন করতে গিয়ে গত এক বছরে সাতশো কৃষকের মৃত্যু হয়েছে৷ তাঁর দাবি, যে কৃষকরা আন্দোলন করতে গিয়ে মারা গিয়েছেন, তাঁদের পরিবারকে ক্ষতিপূরণ বাবদ এক কোটি টাকা করে দিতে হবে৷
advertisement
advertisement
এর পাশাপাশি আন্দোলনকারী কৃষকদের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবে যে মামলাগুলি করা হয়েছিল, সেগুলিও প্রত্যাহারের দাবি জানিয়েছেন বরুণ গান্ধি৷ কৃষি আইন প্রত্যাহার করা হলেও ন্যূনতম সহায়ক মূল্য দেওয়ার ব্যবস্থাকে আরও বিস্তৃত করার দাবিতে কৃষকরা যে আন্দোলন চালিয়ে যাচ্ছেন, তাঁকেও সমর্থন করেছেন বরুণ৷ তিনি স্পষ্ট জানিয়েছেন, এই দাবি পূরণ ছাড়া কৃষকদের আন্দোলন থামবে না৷ এর পাশাপাশি উত্তর প্রদেশের লখিমপুর খেরিতে চার কৃষকের মৃত্যুর ঘটনা নিয়েও সরব হয়েছেন বরুণ গান্ধি৷
advertisement
চিঠিতে নরেন্দ্র মোদির উদ্দেশে বরুণ গান্ধি লিখেছেন, 'তিনটি আইন প্রত্যাহারের সিদ্ধান্তের কথা ঘোষণা করে আপনার বড় মনের পরিচয় দেওয়ার জন্য ধন্যবাদ৷ এই আন্দোলনে অত্যন্ত কঠিন এবং প্রতিকূল পরিস্থিতিতে শান্তিপূর্ণ ভাবে প্রতিবাদ করতে গিয়ে সাতশোর বেশি কৃষক ভাই বোন শহিদ হয়েছেন৷ আমি বিশ্বাস করি এই সিদ্ধান্ত আগেই গ্রহণ করা হলে এই নিরীহ জীবনগুলি রক্ষা পেত৷'
advertisement
ন্যূনতম সহায়ক মূল্যের দাবিকে সমর্থন জানিয়ে বরুণ গান্ধি প্রধামন্ লিখেছেন, 'কৃষকদের আন্দোলন এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত শেষ হবে না এবং কৃষদের মধ্যে ক্ষোভ আরও ছড়িয়ে পড়বে৷ বিভিন্ন ভাবে তা প্রকাশ পাবে৷ ফলে কৃষকদের জন্য নূন্যতম সহায়ক মূল্য নিয়ে নিশ্চয়তা পাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ৷ কৃষিপণ্যের খরচ এবং মূল্য নির্ধারণ কমিশনের ঠিক করে দেওয়া ফর্মুলাতেই তা হওয়া উচিত৷'
advertisement
চিঠিতে বরুণ গান্ধি অভিযোগ করেছেন, যেভাবে বিজেপি-র শীর্ষ পদে থাকা একাধিক নেতা আন্দোলনকারী কৃষকদের বিরুদ্ধে একের পর এক উস্কানিমূলক মন্তব্য করেছেন, তার জেরেই লখিমপুর খেরির ঘটনা ঘটেছে৷ বরুণ গান্ধির অভিযোগ, ৩ অক্টোবর লখিমপুর খেরির যে ঘটনা ঘটেছে তা দেশের গণতন্ত্রের উপরে কালো দাগ ফেলে দিয়েছে৷ নরেন্দ্র মোদির কাছে বরুণ গান্ধির দাবি, 'আপনার কাছে আমার অনুরোধ, এই ঘটনার সঙ্গে যুক্ত কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হোক, যাতে নিরপেক্ষ তদন্ত সম্ভব হয়৷
advertisement
লখিমপুর খেরির ঘটনা নিন্দায় সরব হয়েছিলেন বরুণ গান্ধি৷ নিহত কৃষকদের পরিবারগুলির জন্য ন্যায়বিচার চান তিনি৷ তারপরই তাঁকে বিজেপি-র সর্বভারতীয় কার্যনির্বাহী কমিটি থেকে বাদ দেওয়া হয়৷ কৃষি আইন প্রত্যাহারের দাবিতে আন্দোলনরত কৃষকদেরও সমর্থন জানিয়েছিলেন বিজেপি সাংসদ৷ ২০০৪ সালে বিজেপি-তে যোগ দিয়েছিলেন বরুণ গান্ধি এবং তাঁর মা মানেকা গান্ধি৷ কিন্তু গত কয়েক বছরে দলীয় নেতৃত্বের সঙ্গে তাঁদের সম্পর্কের ক্রমশ অবনতি হয়েছে৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Varun Gandhi Letter to Narendra Modi: 'সাতশো প্রাণ গিয়েছে,' মোদিকে খোলা চিঠি লিখে বিজেপি-র অস্বস্তি বাড়ালেন বরুণ
Next Article
advertisement
West Bengal Weather Update: ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? বড় আপডেট দিল হাওয়া অফিস
ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? রইল বড় আপডেট
  • ভাইফোঁটার পরই আবহাওয়ায় বদলের সম্ভাবনা৷

  • বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷

  • আগামী সপ্তাহে উত্তরবঙ্গেও বৃষ্টি৷

VIEW MORE
advertisement
advertisement