Kisan Andolan| Farmers Protest India: জিলিপি-বাজি-নাচ! কৃষি আইন প্রত্যাহারের ঘোষণায় সিঙ্ঘু-টিকরি বর্ডারে উৎসবের মেজাজ...

Last Updated:
Kisan Andolan| Farmers Protest India: শুক্রবার বিতর্কিত তিন কৃষি আইন প্রত্যাহারের কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷ তারই প্রতিক্রিয়ায় খুশির হাওয়া বইছে আন্দোলনকারী কৃষকদের মধ্যে ৷
1/7
কৃষি আইন প্রত্যাহারের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। এরপর সকাল থেকে উৎসবের মেজাজে ঘেরা সিঙ্ঘু-টিকরি বর্ডার ৷ চলছে নিজেদের মধ্যে মিষ্টি-জিলিপি বিতরণ৷ পাশাপাশি চলছে বাজি পোড়ানো৷ প্রকাশ করা হচ্ছে উচ্ছ্বাস (Kisan Andolan| Farmers Protest India) ৷
কৃষি আইন প্রত্যাহারের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। এরপর সকাল থেকে উৎসবের মেজাজে ঘেরা সিঙ্ঘু-টিকরি বর্ডার ৷ চলছে নিজেদের মধ্যে মিষ্টি-জিলিপি বিতরণ৷ পাশাপাশি চলছে বাজি পোড়ানো৷ প্রকাশ করা হচ্ছে উচ্ছ্বাস (Kisan Andolan| Farmers Protest India) ৷
advertisement
2/7
শুক্রবার সকালেই জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে বিতর্কিত তিন কৃষি আইন প্রত্যাহারের (Kisan Andolan| Farmers Protest India) কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷ তারই প্রতিক্রিয়ায় খুশির হাওয়া বইছে আন্দোলনকারী কৃষকদের মধ্যে ৷ তবে এমএসপি নিয়ে নির্দিষ্ট কোনও ঘোষণা না হওয়ায় তার মধ্যেই খানিক শ্লেষ শোনা গেল কারওর কারওর গলায় ৷
শুক্রবার সকালেই জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে বিতর্কিত তিন কৃষি আইন প্রত্যাহারের (Kisan Andolan| Farmers Protest India) কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷ তারই প্রতিক্রিয়ায় খুশির হাওয়া বইছে আন্দোলনকারী কৃষকদের মধ্যে ৷ তবে এমএসপি নিয়ে নির্দিষ্ট কোনও ঘোষণা না হওয়ায় তার মধ্যেই খানিক শ্লেষ শোনা গেল কারওর কারওর গলায় ৷
advertisement
3/7
আন্দোলন নিয়ে ইতিমধ্যেই নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন কৃষকরা। কৃষি আন্দোলনের (Kisan Andolan| Farmers Protest India) নেতা রাকেশ টিকাইত (Rakesh Tikait On Farm Law Repeal) এই বিষয়ে তাঁদের অবস্থান স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, পার্লামেন্টে যতক্ষণ না আইন বাতিল হচ্ছে ততক্ষণ পর্যন্ত আন্দোলনের পথ ছাড়বেন না তাঁরা।
আন্দোলন নিয়ে ইতিমধ্যেই নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন কৃষকরা। কৃষি আন্দোলনের (Kisan Andolan| Farmers Protest India) নেতা রাকেশ টিকাইত (Rakesh Tikait On Farm Law Repeal) এই বিষয়ে তাঁদের অবস্থান স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, পার্লামেন্টে যতক্ষণ না আইন বাতিল হচ্ছে ততক্ষণ পর্যন্ত আন্দোলনের পথ ছাড়বেন না তাঁরা।
advertisement
4/7
কৃষক আন্দোলনের নেতার স্পষ্ট বার্তা 'আন্দোলন এখনই থামবে না না, আমরা সেই দিনের জন্য অপেক্ষা করব যেদিন সংসদে কৃষি আইন বাতিল হবে। কৃষকদের অন্যান্য সমস্যার পাশাপাশি ন্যূনতম সহায়ক মূল্য (MSP) নিয়েও কথা বলতে হবে।
কৃষক আন্দোলনের নেতার স্পষ্ট বার্তা 'আন্দোলন এখনই থামবে না না, আমরা সেই দিনের জন্য অপেক্ষা করব যেদিন সংসদে কৃষি আইন বাতিল হবে। কৃষকদের অন্যান্য সমস্যার পাশাপাশি ন্যূনতম সহায়ক মূল্য (MSP) নিয়েও কথা বলতে হবে।
advertisement
5/7
প্রধানমন্ত্রীর কৃষক আইন বাতিলের ঘোষণার পর এ দিন এমনটাই ট্যুইট করে জানিয়েছেন(Rakesh Tikait On Farm Law Repeal) ভারতীয় কিষাণ ইউনিয়নের নেতা রাকেশ টিকাইত (Rakesh Tikait) পাশাপাশি কু-তেও একই বার্তা দিয়েছেন তিনি। তাঁর কথায় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন। কিন্তু কাগজে-কলমে প্রত্যাহার না হওয়া পর্যন্ত নিশ্চিন্ত হতে পারছেন না কৃষকরা (Farmer)।
প্রধানমন্ত্রীর কৃষক আইন বাতিলের ঘোষণার পর এ দিন এমনটাই ট্যুইট করে জানিয়েছেন(Rakesh Tikait On Farm Law Repeal) ভারতীয় কিষাণ ইউনিয়নের নেতা রাকেশ টিকাইত (Rakesh Tikait) পাশাপাশি কু-তেও একই বার্তা দিয়েছেন তিনি। তাঁর কথায় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন। কিন্তু কাগজে-কলমে প্রত্যাহার না হওয়া পর্যন্ত নিশ্চিন্ত হতে পারছেন না কৃষকরা (Farmer)।
advertisement
6/7
প্রসঙ্গত, দেশজুড়ে প্রতিবাদের মুখে পড়ে শেষপর্যন্ত ৩টি কৃষি আইন (Farmer Act) প্রত্যাহার করে নিচ্ছে কেন্দ্রীয় সরকার (Central Govenment)। শুক্রবার গুরু নানকের জন্মদিনে জাতির উদ্দেশে ভাষণে এই ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই ঘোষণা করে মোদির আবেদন, কৃষকরা এবার চাষের কাজে ফিরে আসুন।
প্রসঙ্গত, দেশজুড়ে প্রতিবাদের মুখে পড়ে শেষপর্যন্ত ৩টি কৃষি আইন (Farmer Act) প্রত্যাহার করে নিচ্ছে কেন্দ্রীয় সরকার (Central Govenment)। শুক্রবার গুরু নানকের জন্মদিনে জাতির উদ্দেশে ভাষণে এই ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই ঘোষণা করে মোদির আবেদন, কৃষকরা এবার চাষের কাজে ফিরে আসুন।
advertisement
7/7
২০২০-র সেপ্টেম্বরে বিতর্কিত কৃষি আইন সংসদের উভয় কক্ষে পাস করিয়ে নেয় কেন্দ্রীয় সরকার। তারপরই পথে নামেন কৃষকরা। হরিয়ানা, পঞ্জাবের কৃষকদের মিছিল এসে হাজির হয় রাজধানীর দরজায়। কংগ্রেস-সহ বিরোধীরাও সরব হয় ৩টি কৃষি আইন প্রত্যাহারের দাবিতে। আগামী বছরের শুরুতেই রয়েছে পাঞ্জাব, উত্তরপ্রদেশ, গোয়ার বিধানসভা নির্বাচন। তার আগে, বছরের শেষে এসে কৃষি আইন প্রত্যাহারের ঘোষণা।
২০২০-র সেপ্টেম্বরে বিতর্কিত কৃষি আইন সংসদের উভয় কক্ষে পাস করিয়ে নেয় কেন্দ্রীয় সরকার। তারপরই পথে নামেন কৃষকরা। হরিয়ানা, পঞ্জাবের কৃষকদের মিছিল এসে হাজির হয় রাজধানীর দরজায়। কংগ্রেস-সহ বিরোধীরাও সরব হয় ৩টি কৃষি আইন প্রত্যাহারের দাবিতে। আগামী বছরের শুরুতেই রয়েছে পাঞ্জাব, উত্তরপ্রদেশ, গোয়ার বিধানসভা নির্বাচন। তার আগে, বছরের শেষে এসে কৃষি আইন প্রত্যাহারের ঘোষণা।
advertisement
advertisement
advertisement