#দিল্লি: চাপে পড়ে শেষ পর্যন্ত সংশোধিত তিনটি কৃষি আইনই প্রত্যাহার করল কেন্দ্রীয় সরকার (Centre Repeals Three Farm Laws)৷ কিছুক্ষণ আগেই এই ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)৷ তিনি জানিয়েছেন, সংসদের শীতকালীন অধিবেশন শুরু হলেই আইন প্রত্যাহারের সাংবিধানিক প্রক্রিয়া শুরু হবে৷ আন্দোলনরত কৃষকদেরও বাড়ি ফিরে যাওয়ার অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী৷ দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে নিয়ে নরেন্দ্র মোদির স্বীকারোক্তি, কৃষকদের বোঝানোর ক্ষেত্রে সম্ভবত সরকারেরই কোনও ব্যর্থতা ছিল৷ এ দিন গুরু নানকের জন্মদিন উপলক্ষে দেশবাসীর উদ্দেশে ভাষণ দিতে গিয়েই এই ঘোষণা করেন প্রধানমন্ত্রী (Farm Laws Repealed)৷
#WATCH | We have decided to repeal all 3 farm laws, will begin the procedure at the Parliament session that begins this month. I urge farmers to return home to their families and let's start afresh: PM Narendra Modi pic.twitter.com/0irwGpna2N
— ANI (@ANI) November 19, 2021
আগামী বছরই পঞ্জাব, উত্তর প্রদেশ সহ পাঁচ রাজ্যে নির্বাচন৷ সে কথা মাথায় রেখেই শেষ পর্যন্ত কৃষি আইন নিয়ে অনড় অবস্থান থেকে কেন্দ্র পিছু হঠল বলে মনে করছে রাজনৈতিক মহল৷ গত বছর সেপ্টেম্বর মাসে এই তিন সংশোধিত আইন সংসদে পাস করিয়েছিল কেন্দ্র৷ তার পর গত ২৬ নভেম্বর থেকে থেকে দীর্ঘ এক বছর ধরে তিনটি আইন প্রত্যাহারের দাবিতে রাস্তায় নেমে আন্দোলন করছিলেন কৃষকরা৷ একই দাবি জানিয়ে আসছিল কংগ্রেস, তৃণমূল সহ প্রায় সব বিরোধী দলগুলি৷ ফলে বাধ্য হয়েই নরেন্দ্র মোদি- অমিত শাহদের আইন প্রত্যাহারের সিদ্ধান্ত নিতে হল৷
আরও পড়ুন: 'কৃষকদের দোষারোপ নয়', দেশের রাজধানী 'বাঁচাতে' সুপ্রিম কোর্টের বড় পর্যবেক্ষণ
কৃষি আইন প্রত্যাহারের ঘোষণা করে প্রধানমন্ত্রী বলেন, 'আজকের এই পবিত্র দিনে কাউকে দোষারোপ করতে চাই না৷ দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে নিয়ে বলছি, হয়তো কয়েকজন কৃষক ভাইকে বোঝানোর ক্ষেত্রে আমাদের দিক থেকেই খামতি থেকে গিয়েছিল৷ আজকে আমি আপনাদের জানাচ্ছি, আমরা তিনটি কৃষি আইনই প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছি৷ এ মাসের শেষেই সংসদের অধিবেশনে আমরা তিনটি কৃষি আইন প্রত্যাহার করে নেওয়ার সাংবিধানিক প্রক্রিয়া শুরু করব৷ গুরু পরবের এই পবিত্র দিনে আন্দোলনরত প্রত্যেকের কাছে আমার অনুরোধ, সবাই নিজের বাড়ি, পরিবারের কাছে ফিরে যান, আসুন আমরা একটা নতুন শুরু করি৷'
আরও পড়ুন: প্রধানমন্ত্রীকে বিশেষ উপহারে মুগ্ধ করলেন বাংলার তাঁতশিল্পী বীরেন কুমার বসাক
আগামী বছর যে রাজ্যগুলিতে নির্বাচন রয়েছে তার মধ্যে আছে কৃষি প্রধান পঞ্জাব এবং উত্তর প্রদেশ৷ এই রাজ্যগুলির কৃষকরা এক বছর ধরে আন্দোলনে সামিল হয়েছেন৷ পঞ্জাবে ক্ষমতা দখলের চেষ্টা করলেও বিজেপি-র অবস্থা যথেষ্ট সঙ্গীন৷ কৃষি আইনকে কেন্দ্র করে বিজেপি-র উপরে আরও ক্ষোভ বেড়েছিল কৃষকদের৷ কৃষি আইন বিরোধিতা করে বিজেপি-র সঙ্গ ছেড়ে অকালি দলের মতো পুরনো জোট সঙ্গী৷ শুধু তাই নয়, কয়েকদিন আগে দেশের বিভিন্ন প্রান্তে উপনির্বাচনেও হতাশাজনক ফল হয় বিজেপি-র৷ কৃষি আইন প্রত্যাহার না করলে তার প্রভাব যে উত্তর প্রদেশ সহ বাকি রাজ্যগুলির নির্বাচনেও পড়তে পারে, কেন্দ্রে অভ্যন্তরীণ রিপোর্টেও তা স্পষ্ট হয়েছিল৷ তার পরে তিন কৃষি আইন প্রত্যাহার করা ছাড়া উপায় ছিল না নরেন্দ্র মোদি সরকারের সামনে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Farm Laws, Narendra Modi