Supreme Court on Farmers: 'কৃষকদের দোষারোপ নয়', দেশের রাজধানী 'বাঁচাতে' সুপ্রিম কোর্টের বড় পর্যবেক্ষণ

Last Updated:

Supreme Court on Farmers: ‘‌সাততারা হোটেলের এসি ঘরে বসে কৃষকদের দোষারোপ করা সহজ।’‌ দিল্লির দূষণ নিয়ে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের।

কৃষকদের পাশে সুপ্রিম কোর্ট
কৃষকদের পাশে সুপ্রিম কোর্ট
#নয়াদিল্লি: ‘‌এসি ঘরে বসে কৃষকদের দোষারোপ করা সহজ।’‌ দিল্লির বায়ুদূষণ নিয়ে কৃষকদের নাড়া পোড়ানোকে দায়ী করার বিষয়ে এমনই পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের (Supreme Court on Farmers)। বুধবার দিল্লি দূষণ সংক্রান্ত মামলার শুনানি হয় সুপ্রিম কোর্টে। সেই মামলার শুনানিতে প্রধান বিচারপতি এন ভি রামানা মন্তব্য করেন, ''কৃষকদের শাস্তি দিতে চাই না আমরা। দূষণ নিয়ন্ত্রণে পদক্ষেপ নেওয়ার জন্য কেন্দ্রকে আগেই বলেছি। এক সপ্তাহের জন্য ফসলের নাড়া পোড়ানো থেকে বিরত থাকতে হবে কৃষকদের।''
শীর্ষ আদালতের বিচারপতি সূর্যকান্ত বলেন, ‘‌সেভেন স্টারে বসে থাকা লোকেরা কৃষকদের ওপর দায় ঠেলতে চাইছে। তারা কি কৃষকদের জমি প্রতি আয় দেখেছে?’‌ দূষণ মামলার পরবর্তী শুনানি হবে আগামী মঙ্গলবার।
অন্যদিকে, এদিনই দিল্লি সরকারের তরফে জানানো হয়েছে, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত রাজধানীর স্কুল, কলেজ বন্ধ থাকবে। রবিবার পর্যন্ত নির্মাণ কার্যও বন্ধ থাকবে। এদিনের শুনানিতে সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, ''নাড়া পোড়ানো নিয়ে আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে সংবাদ মাধ্যমে। বলা হচ্ছে, ‘‌বায়ু দূষণে নাড়া পোড়ানোর যোগদান কম বলে আদালতকে নাকি আমি ভুল পথে পরিচালিত করেছি।''
advertisement
advertisement
প্রধান বিচারপতি এনভি রমনা জানান, ''এমন কথা শুনতেই হয়। এতে গুরুত্ব দিলে চলবে না।'' তুষার মেহতা আদালতে জানান, নাড়া পোড়ানোর অবদান কম বায়ুদূষণে। কিন্তু গত ২ মাসে এর প্রভাব অনেক বেশি। অন্য দিকে দিল্লি সরকারের তরফে আইনজীবী অভিষেক মনু সিংভি আদালতে বলেন, ''কেন্দ্র প্রথমে বলেছিল দূষণের জন্য কৃষকদের ফসলের আগাছা পোড়ানো ৩৫- ৪০ শতাংশ দায়ী। যা সংবাদ মাধ্যমেও প্রকাশিত হয়েছে। কেন্দ্র গোটা বছরের কথা বলছে। আমরা ২ মাসের কথা বলছি।'' তিন বিচারপতির বেঞ্চ মন্তব্য করে, ''আমাদের এটাই বলার, বায়ু দূষণের জন্য কেবল কৃষকদের কাঠগড়ায় তুলবেন না।'' অন্যদিকে, দিল্লির দূষণ নিয়ে কৃষকদের দোষারোপের পালা চলছে। তা নিয়ে ক্ষোভ ব্যক্ত করেছে আদালত। বলেছে, ‘‌অন্য কিছুর চেয়ে টিভি বিতর্ক দূষণ বেশি ছড়ায়। সকলেই নিজেদের এজেন্ডা চালাচ্ছে। আমরা কেবল সমস্যার সমাধানের চেষ্টা করছি।’‌
বাংলা খবর/ খবর/দেশ/
Supreme Court on Farmers: 'কৃষকদের দোষারোপ নয়', দেশের রাজধানী 'বাঁচাতে' সুপ্রিম কোর্টের বড় পর্যবেক্ষণ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement