Vande Bharat Sadharan: জানা গেল দিনক্ষণ, 'গরিবের বন্দে ভারত' এবার দাপাবে দেশ! কোন রুটে, জানলে চমকে উঠবেন

Last Updated:

Vande Bharat Sadharan: নাসিক করিডোরে ট্রায়ালের জন্য দুটি বন্দে সাধারণ ট্রেন গত ২৯ অক্টোবর মুম্বইয়ের ওয়াদি বান্ডার ইয়ার্ডে পৌঁছায়।

আসছে গরিবের বন্দে ভারত!
আসছে গরিবের বন্দে ভারত!
কলকাতা: দেশের প্রথম সেমি হাইস্পিড ট্রেন ‘বন্দে ভারত এক্সপ্রেস’। অত্যাধুনিক ফিচার-সম্বলিত গর্বের এই ট্রেন নিয়ে যাত্রীদের উৎসাহ উন্মাদনা দেখার মত। গত ৩ বছরে দেশজুড়ে চালু হয়েছে প্রায় ৩০টিরও বেশি বন্দে ভারত। এই মুহূর্তের হিসেবে মতো দেশের বেশিরভাগ বড় শহরেই ছুটছে স্বপ্নের ট্রেন বন্দে ভারত। বন্দে সাধারণ এক্সপ্রেস ট্রেনের সর্বোচ্চ গতি ১৩০ কিমি প্রতি ঘণ্টা হবে।
নাসিক করিডোরে ট্রায়ালের জন্য দুটি বন্দে সাধারণ ট্রেন গত ২৯ অক্টোবর মুম্বইয়ের ওয়াদি বান্ডার ইয়ার্ডে পৌঁছায়। প্রথম বন্দে সাধারণ এক্সপ্রেস ট্রেন নয়া দিল্লি-মুম্বই রুটে পরিষেবা দেবে বলে মনে করা হচ্ছে। তবে এই বিষয় ভারতীয় রেলের পক্ষ থেকে এখনও কোনও অফিসিয়াল ঘোষণা করা হয়নি।
advertisement
advertisement
ট্রেনগুলিকে স্বয়ংক্রিয় দরজার মতো বিলাসবহুল ফিচার দিয়ে সজ্জিত করার পরিবর্তে, বন্দে সাধারণগুলিতে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা লাগানো যেতে পারে।
নতুন রূপে আসছে বন্দে ভারত এক্সপ্রেস। নাম দেওয়া হয়েছে, বন্দে সাধারণ এক্সপ্রেস। মধ্যবিত্তের জন্য বিশেষ উপহার এই ট্রেন। কারণ অপেক্ষাকৃত সস্তা হবে বন্দে সাধারণ ট্রেনের ভাড়া। ট্রেনের প্রথম ছবি প্রকাশ্যে এনেছে ভারতীয় রেল। কী কী সুবিধা থাকবে ট্রেনটির?
advertisement
জানা যাচ্ছে, মূলত এটি হবে স্লিপার ক্লাস, কোনও এসি কোচ এই ট্রেনে দেওয়া হবে না। মূলত আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের জন্যই এই সুবিধা উপলব্ধ করতে চাইছে ভারত সরকার। আর ভারতীয় রেলের এই নতুন ট্রেনকে আখ্যা দেওয়া হয়েছে ‘গরিবের বন্দে ভারত।’ রেল সূত্রে জানা যাচ্ছে, ইতিমধ্যেই দেশের পাঁচটি রুটে বন্দে ভারত সাধারণ ট্রেন চালানোর বিষয়টা চূড়ান্ত করা হয়েছে। আনুষ্ঠানিক ঘোষণা না হলেও রেলের তরফ থেকে এই রুটগুলি নিয়ে পর্যালোচনা শুরু হয়ে গিয়েছে।
advertisement
শোনা যাচ্ছে, যে পাঁচটি রুটে বন্দে ভারত সাধারণ ট্রেন চালানোর কথা ভাবনাচিন্তা করা হয়েছে তার একটি রয়েছে বাংলাতেও‌। যদিও এই বিষয়ে নিশ্চিত এখনও কোনও ঘোষণা হয়নি। তবে মূলত যে পাঁচটি রুটে এই ট্রেন চালানোর আলোচনা চলছে সেগুলি হল : পটনা- নিউ দিল্লি
হাওড়া – নিউ দিল্লি, হায়দরাবাদ – নিউ দিল্লি, মুম্বই – নিউ দিল্লি, এরনকুলাম- গুয়াহাটি।
বাংলা খবর/ খবর/দেশ/
Vande Bharat Sadharan: জানা গেল দিনক্ষণ, 'গরিবের বন্দে ভারত' এবার দাপাবে দেশ! কোন রুটে, জানলে চমকে উঠবেন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement