Vande Bharat Express Accident: অল্পের জন্য প্রাণ রক্ষা! বাইককে ঘষটাতে ঘষটাতে নিয়ে গেল বন্দে ভারত, বিস্তারিত জানুন
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
Vande Bharat Express Accident: দুই যুবক মোটরবাইকে করে রেলপথ পারাপার করার চেষ্টা করছিলেন, সেই সময় হঠাৎই দ্রুত গতিতে বন্দে ভারত এক্সপ্রেস তাঁদের সামনে এসে পড়ে। এরপর যা ঘটল তা অবিশ্বাস্য! ঘটনাটি দেখে হতবাক হয়ে গেছেন প্রত্যক্ষদর্শীরা।
প্রয়াগরাজ: উত্তর প্রদেশের প্রয়াগরাজে একটি বড় দুর্ঘটনা হওয়া থেকে রক্ষা পেল। এখানে দুটি যুবক মোটরবাইকে করে রেলপথ পার করার চেষ্টা করছিলেন, কিন্তু একটি ভুল করে ফেলেন। ঠিক সেই মুহূর্তে, সেমি হাইস্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস ট্র্যাকে এসে পড়ে। ট্রেনকে সামনে আসতে দেখে, দুই যুবক বাইকটি রেলপথে ফেলে পালিয়ে যায়।
এরপর যা ঘটল তা একেবারে চমকে দেওয়ার মতো। তৎক্ষণাৎ রেলওয়ে প্রোটেকশন ফোর্স (RPF) ঘটনাস্থলে পৌঁছায়। এই ঘটনার জন্য ট্রেন প্রায় ৪০ মিনিট দাঁড়িয়ে থাকে এবং এই বিষয়ে এফআইআর করা হয়েছে।
advertisement
ঘটনাটি ঘটে গতকাল বিকেল ৪টা ২০ মিনিটে। বন্দে ভারত ট্রেনটি বারাণসী থেকে প্রয়াগরাজ জংশনের দিকে যাচ্ছিল। ঝাঁসি স্টেশনের কাছাকাছি বঁধবা তাহিরপুর রেল আন্ডারপাসের উপর দিয়ে কয়েকজন যুবক বাইক নিয়ে রেলপথ পার হচ্ছিলেন। এই সময়েই বন্দে ভারত ট্রেনটি সামনে এসে পড়লে, দুই যুবক বাইকটি ট্র্যাকে ফেলে দ্রুত পালিয়ে যায়।
advertisement
ট্রেনের সঙ্গে সংঘর্ষের পর যাত্রীরা একটি ধাক্কা অনুভব করেন। বাইকটি ইঞ্জিনের সঙ্গে আটকে বেশ কয়েক মিটার পর্যন্ত ঘষটে যেতে থাকে, তারপর ট্রেনটি কিছুটা দূরে গিয়ে থামে। সেদিন ট্রেনটি লাইনচ্যুত হয়নি, যার ফলে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গিয়েছে।
advertisement
বাইকটি ট্রেনের সাথে সংঘর্ষের সময় প্রচণ্ড শব্দ হয়, যা শুনেই লোকো পাইলট ইমার্জেন্সি ব্রেক প্রয়োগ করে ট্রেন থামান। এই ঘটনায় কোনো যাত্রী আহত হননি এবং ট্রেন কিছু দূর গিয়ে দাঁড়িয়ে যায়।
ঘটনাস্থলে পৌঁছানোর পর, রেলওয়ে কর্তৃপক্ষ ও RPF টিম দ্রুত ট্রেনের অবস্থান পরীক্ষা করেন এবং কিছুক্ষণ পর ট্রেনটি আবার গন্তব্যের দিকে যাত্রা করে। ঘটনার জন্য বন্দে ভারত এক্সপ্রেস প্রায় ৪০ মিনিট বিলম্বিত হয়ে বিকেল ৫টা ১০ মিনিটে প্রয়াগরাজ জংশনে পৌঁছায়।
advertisement
রেলওয়ে প্রশাসন এই ঘটনাটিকে গুরুত্বের সাথে নিয়েছে এবং বাইকের রেজিস্ট্রেশন নম্বরের মাধ্যমে এফআইআর দায়ের করেছে। এই ঘটনাটি বারাণসী বিভাগের অন্তর্ভুক্ত পূর্ব উত্তর রেলওয়ে অঞ্চলের। যুবকরা এখনও পর্যন্ত পলাতক এবং পুলিশ তাদের সন্ধান চালাচ্ছে। পুলিশ অভিযুক্তদের খুঁজে বের করে আইনি ব্যবস্থা নেবে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 09, 2024 6:19 PM IST