Road Accident: মামা বাড়ি থেকে বাবার সঙ্গে বাইকে ফিরছিল আড়াই বছরের মেয়ে, মাঝ রাস্তায় পিষে দিল ট্রাক!
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
Road Accident: বাবার সঙ্গে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শেষ হল মেয়ের সব স্বপ্ন। মামাবাড়ি থেকে বের হতেই রাস্তায় ভয়াবহ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু। বিস্তারিত জানুন।
আলওয়ার: রাজস্থানের আলওয়ার জেলার খাইরতল তিজারা অঞ্চলের টাপুকড়ায় এক মর্মান্তিক দুর্ঘটনায় বাবা-মেয়ের মৃত্যু হয়েছে। একটি লোডিং ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বাবা ও মেয়ের ঘটনাস্থলেই মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাকের চালক ট্রাকটি ফেলে পালিয়ে যায়। পুলিশ মৃতদেহ দুটি স্থানীয় হাসপাতালের মর্গে সংরক্ষণ করেছে, যেখানে আজ তাদের ময়নাতদন্ত করা হবে। পুলিশ অভিযুক্ত ট্রাক চালককে খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে।
টাপুকড়া থানার পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাটি বৃহস্পতিবার মিঠিয়াওয়াস মোড়ে ঘটে। একটি লোডিং ট্রাক পেছন থেকে মোটরসাইকেলে যাওয়া বাবা-মেয়েকে ধাক্কা মারে, যার ফলে তাদের মর্মান্তিক মৃত্যু হয়। বাবা তার আড়াই বছরের মেয়েকে মামাবাড়ি থেকে বাড়ি নিয়ে যাচ্ছিলেন যখন এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়েই টাপুকড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং মৃতদেহ দুটি টাপুকড়া হাসপাতালের মর্গে নিয়ে আসে।
advertisement
advertisement
লোডিং ট্রাকের পেছন থেকে ধাক্কা
প্রাথমিক তদন্তে জানা গেছে যে, ডিগ পাহাড়ের মোটুকা চাপরা গ্রামের বাসিন্দা খালিদ তার আড়াই বছরের মেয়ে সিগরাকে নিয়ে তার শ্বশুরবাড়ি গান্ধোলায় এসেছিলেন। মেয়েকে নিয়ে তিনি যখন তার গ্রামে ফিরছিলেন, তখন মিঠিয়াওয়াস মোড়ে পেছন থেকে দ্রুত গতিতে আসা একটি লোডিং ট্রাক তাদের বাইকটিকে ধাক্কা মারে।
advertisement
এক মুহূর্তেই বাবা-মেয়ের প্রাণ গেল
ধাক্কায় বাবা-মেয়ে দুজনেই মাটিতে পড়ে যান, এবং ট্রাকটি তাদের ওপর দিয়ে চলে যায়। এক মুহূর্তেই বাবা-মেয়ের প্রাণ চলে যায়। দুর্ঘটনার পর ঘটনাস্থলে মানুষের ভিড় জমে যায়। মৃতদের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে এবং নিহতদের শ্বশুরবাড়ির লোকজন হাসপাতালে উপস্থিত আছেন। পরিবারের সদস্যদের আসার পর আজ মৃতদেহগুলোর ময়নাতদন্ত করা হবে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 08, 2024 11:36 PM IST