Chaat Puja Accident: ছট পুজোয় বিহারে ভয়াবহ দুর্ঘটনা, জলে ডুবে ৮ জনের মৃত্যু! বিস্তারিত জানুন
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
Chaat Puja Accident: বিহারে ছট পূজার সময় বিভিন্ন জায়গায় ঘটে গেছে মর্মান্তিক দুর্ঘটনা, যার ফলে ৮ জনের মৃত্যু হয়েছে। পুনপুন নদীসহ বিভিন্ন স্থানে স্নান করতে গিয়ে ডুবে প্রাণ হারিয়েছেন পুজারি ও ভক্তরা।
advertisement
পাটনাঃ আজ ভোরের সূর্যকে অর্ঘ্য দেওয়ার মাধ্যমে বিহারে ছট পুজাের সমাপ্তি হয়েছে। লক্ষ লক্ষ মানুষ ঘাটে গিয়ে ছট মাইয়ার পূজা অর্চনা করেছেন। তবে এই উৎসবের সময় বিহারের বিভিন্ন জেলায় দুঃখজনক দুর্ঘটনা ঘটেছে, যার ফলে বহু মানুষের প্রাণহানি হয়েছে।
advertisement
রাজধানী পাটনার পুনপুনের পৈমার গ্রামে শুক্রবার সকালে ছট পুজাের সময় পুনপুন নদীতে স্নান করতে গিয়ে একজন মধ্যবয়সী ব্যক্তি ডুবে যান এবং তার মৃত্যু হয়। এছাড়াও মুজাফ্ফরপুরে ছট পুজাের সময় পুকুরে ডুবে একজনের মৃত্যু হয়েছে, যা নিয়ে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
advertisement
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন যে মনিয়ারী থানা এলাকার মহম্মদপুর মুবারক পঞ্চায়েতের মথুরাপুর গ্রামের বাসিন্দা অরুণ রামের মৃত্যু হয় মথুরাপুর গ্রামের পুকুরের ছট ঘাটে স্নান করতে গিয়ে। এছাড়াও ছাপড়ার তেরাইয়া থানা এলাকার পাঁচভিন্ডা গ্রামে একটি নৌকা উল্টে যায়। নৌকায় মোট ১০ জন ছিল, যাদের মধ্যে দুজনের মৃত্যু হয়, তবে ৮ জনকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে।
advertisement
পূর্ণিয়ার বাইসির মালা গ্রামে ছট ঘাটে কিছু লোক তাণ্ডব চালায়, যার ফলে সেখানে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। ছট ঘাটে রাখা কলাগাছের থামগুলি সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হয়। এই ঘটনায় এলাকার মানুষ ক্ষুব্ধ। দানাপুরের জানিপুর থানা এলাকার গোনপুরা পুকুর এবং চাকমূসা নগরে ডুবে আরও দুই ব্যক্তির মৃত্যু হয়।
advertisement
পুলিশ মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ছট পুজােয় স্নানের সময় এই দুই ব্যক্তি ডুবে যান। এছাড়া সাসারামের ভানস থানা এলাকার পিপরা গ্রামে ছট পুজাের সময় দুই যুবকের মৃত্যু হয় খালে ডুবে যাওয়ায়। মৃতদের নাম অভিষেক কুমার এবং আয়ুষ কুমার, যাঁরা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই। পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করেছে।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 08, 2024 5:22 PM IST

