Carnivorous Plant in Uttarakhand: ভয়ঙ্কর মাংসখেকো গাছের খোঁজ ভারতের এই পাহাড়ি অঞ্চলে, সাবধান!

Last Updated:

সম্প্রতি গবেষণাটি 'জার্নাল অফ জাপানিজ বোটানি'-এ প্রকাশিত হয়েছে। (Carnivorous Plant in Uttarakhand)

Carnivorous Plant in Uttarakhand
Carnivorous Plant in Uttarakhand
#চামোলি: মাংসখেকো গাছের সন্ধানের খবরে আপাতত দেশজুড়ে শোরগোল পড়েছে। ভাবতে পারছেন, মাংস খেয়ে নিচ্ছে গাছ! এমন এক উদ্ভিদ যে কিনা মাংসাশী। প্রাণী সংস্পর্শে এলেই সেই মাংস খেয়ে নেয় গাছটি। অত্যন্ত বিরল এই গাছ আবিষ্কারের পর বন দফতরের গবেষণায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। সম্প্রতি গবেষণাটি 'জার্নাল অফ জাপানিজ বোটানি'-এ প্রকাশিত হয়েছে। (Carnivorous Plant in Uttarakhand)
উদ্ভিদবিদ্যা নিয়ে বহুচর্চিত ও জনপ্রিয় শতাব্দী প্রাচীন জার্নালে প্রকাশি পেয়েছে এই তথ্য। আর তার পর থেকেই আপাতত সংবাদ শিরোনামে এই মানুষখেকো গাছ। অত্যন্ত বিরল মাংসাশী এই উদ্ভিদ প্রজাতির গাছটির সন্ধান মিলেছে পশ্চিম হিমালয় অঞ্চলে। উত্তরাখণ্ডে প্রথম ওই মাংসাশী উদ্ভিদের খোঁজ মেলার পর জানা যায় ওই বিরল প্রজাতির গাছের নাম। ইউট্রিকুলারিয়া ফার্সেলাটা নামে অভিহিত করা হয় ওই মাংসাশী উদ্ভিদকে।
advertisement
advertisement
advertisement
আরও পড়ুন: বাবার স্বপ্ন পূরণ করল ছেলে, ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপে ক্যারাটেতে সোনা জয় হাওড়ার ছেলের
উত্তরাখণ্ডের বন দফতরের একদল গবেষক এই উদ্ভিদকে খুঁজে পেয়েছেন। এই গবেষক দলের মধ্যে ছিলেন রেঞ্জ অফিসার হরিশ নেগি এবং জুনিয়র রিসার্চ ফেলো মনোজ সিং। জানা গিয়েছে, এই পরিশীলিত এবং উন্নত প্রজাতির উদ্ভিদ প্রোটোজোয়া থেকে পোকামাকড়, মশার লার্ভা, এমনকী তরুণ ট্যাডপোল পর্যন্ত খেতে পারে। এই মাংসাশী উদ্ভিদ সাধারণত ব্লাডারওয়ার্টস নামে পরিচিত। এই আবিষ্কারটি উত্তরাখণ্ডে উদ্ভিদের কীটনাশক তৈরির একটি গবেষণার অংশ হিসাবে উঠে এসেছে।
advertisement
প্রধান বন সংরক্ষক সঞ্জীব চতুর্বেদী জানান, 'এটি শুধুমাত্র উত্তরাখণ্ডে নয়, সমগ্র পশ্চিম হিমালয় অঞ্চলে রয়েছে। তবে উদ্ভিদটি প্রথম দেখা যায় উত্তরাখণ্ডে। তারপর গবেষকরা অনুসন্ধান চালিয়ে দেখেন ওই মাংসাশী উদ্ভিদ রয়েছে পশ্চিম হিমালয়ের বিস্তীর্ণ এলাকায়। তারপর ওই মাংসাশী উদ্ভিদের প্রকৃতি নিয়ে গবেষণা চালাচ্ছেন গবেষকরা।'
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Carnivorous Plant in Uttarakhand: ভয়ঙ্কর মাংসখেকো গাছের খোঁজ ভারতের এই পাহাড়ি অঞ্চলে, সাবধান!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement