Carnivorous Plant in Uttarakhand: ভয়ঙ্কর মাংসখেকো গাছের খোঁজ ভারতের এই পাহাড়ি অঞ্চলে, সাবধান!
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
সম্প্রতি গবেষণাটি 'জার্নাল অফ জাপানিজ বোটানি'-এ প্রকাশিত হয়েছে। (Carnivorous Plant in Uttarakhand)
#চামোলি: মাংসখেকো গাছের সন্ধানের খবরে আপাতত দেশজুড়ে শোরগোল পড়েছে। ভাবতে পারছেন, মাংস খেয়ে নিচ্ছে গাছ! এমন এক উদ্ভিদ যে কিনা মাংসাশী। প্রাণী সংস্পর্শে এলেই সেই মাংস খেয়ে নেয় গাছটি। অত্যন্ত বিরল এই গাছ আবিষ্কারের পর বন দফতরের গবেষণায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। সম্প্রতি গবেষণাটি 'জার্নাল অফ জাপানিজ বোটানি'-এ প্রকাশিত হয়েছে। (Carnivorous Plant in Uttarakhand)
উদ্ভিদবিদ্যা নিয়ে বহুচর্চিত ও জনপ্রিয় শতাব্দী প্রাচীন জার্নালে প্রকাশি পেয়েছে এই তথ্য। আর তার পর থেকেই আপাতত সংবাদ শিরোনামে এই মানুষখেকো গাছ। অত্যন্ত বিরল মাংসাশী এই উদ্ভিদ প্রজাতির গাছটির সন্ধান মিলেছে পশ্চিম হিমালয় অঞ্চলে। উত্তরাখণ্ডে প্রথম ওই মাংসাশী উদ্ভিদের খোঁজ মেলার পর জানা যায় ওই বিরল প্রজাতির গাছের নাম। ইউট্রিকুলারিয়া ফার্সেলাটা নামে অভিহিত করা হয় ওই মাংসাশী উদ্ভিদকে।
advertisement
advertisement
Uttarakhand | In significant finding, research wing of Uttarakhand Forest department discovered rare carnivorous plant Utricularia Furcellata, in Mandal valley of Chamoli. This is 1st such recording in entire western Himalayan region said Chief Conservator of Forest (Research) pic.twitter.com/ewX4zPRgGP
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) June 26, 2022
advertisement
আরও পড়ুন: বাবার স্বপ্ন পূরণ করল ছেলে, ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপে ক্যারাটেতে সোনা জয় হাওড়ার ছেলের
উত্তরাখণ্ডের বন দফতরের একদল গবেষক এই উদ্ভিদকে খুঁজে পেয়েছেন। এই গবেষক দলের মধ্যে ছিলেন রেঞ্জ অফিসার হরিশ নেগি এবং জুনিয়র রিসার্চ ফেলো মনোজ সিং। জানা গিয়েছে, এই পরিশীলিত এবং উন্নত প্রজাতির উদ্ভিদ প্রোটোজোয়া থেকে পোকামাকড়, মশার লার্ভা, এমনকী তরুণ ট্যাডপোল পর্যন্ত খেতে পারে। এই মাংসাশী উদ্ভিদ সাধারণত ব্লাডারওয়ার্টস নামে পরিচিত। এই আবিষ্কারটি উত্তরাখণ্ডে উদ্ভিদের কীটনাশক তৈরির একটি গবেষণার অংশ হিসাবে উঠে এসেছে।
advertisement
প্রধান বন সংরক্ষক সঞ্জীব চতুর্বেদী জানান, 'এটি শুধুমাত্র উত্তরাখণ্ডে নয়, সমগ্র পশ্চিম হিমালয় অঞ্চলে রয়েছে। তবে উদ্ভিদটি প্রথম দেখা যায় উত্তরাখণ্ডে। তারপর গবেষকরা অনুসন্ধান চালিয়ে দেখেন ওই মাংসাশী উদ্ভিদ রয়েছে পশ্চিম হিমালয়ের বিস্তীর্ণ এলাকায়। তারপর ওই মাংসাশী উদ্ভিদের প্রকৃতি নিয়ে গবেষণা চালাচ্ছেন গবেষকরা।'
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 27, 2022 5:53 PM IST