দাবানলে মৃত্যুর কথা মানতে নারাজ রাজনাথ
Last Updated:
#উত্তরাখণ্ড: দাবানলে মানুষের মৃত্যুর কথা অস্বীকার করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। উল্টে দাবি করলেন উত্তরাখণ্ডের ভয়াবহ দাবানল এখন অনেকটাই নিয়ন্ত্রণে। সেনা, বায়ুসেনা এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর চেষ্টায় নতুন করে আগুন ছড়িয়ে পড়া আটকানো সম্ভব হয়েছে বলে লোকসভায় জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। এদিকে এনডিআরএফ ডিরেক্টর জেনারেলের দাবি, এখনও বনাঞ্চলের প্রায় ১১৫টি এলাকায় আগুন জ্বলছে। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ চলছে।
উত্তরাখণ্ডের কুমায়ুন রেঞ্জ থেকে শুরু করে উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ হয়ে জম্মু-কাশ্মীর পর্যন্ত ছড়িয়েছে ভয়াবহ দাবানলের থাবা । হিমালয়ের বিরাট বনাঞ্চলে ছড়িয়ে পড়া দাবানল এতটাই ব্যাপক যে তাকে দেখা যাচ্ছে মহাকাশ থেকেও। ইসরোর পাঠানো উপগ্রহ চিত্রেও সেই দাবানলের ছবি ধরা পড়েছে। গত তিনদিন ধরে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়েছে আগুন। সোমবার সেই দাবানল অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে দাবি জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর।
advertisement
মাইলের পর মাইল জঙ্গল জুড়ে জ্বলছে আগুন ৷ বেসরকারি সূত্রে খবর, শুক্রবার বিকেলে নৈনিতালে এই দাবানলে পুড়ে প্রাণ হারিয়েছেন আরও একজন ৷ এখনও পর্যন্ত ৬ জনের মৃত্যুর কথা শোনা গেলেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পার্লামেন্টে এই তথ্য অস্বীকার করেন ৷
advertisement
দাবাদলে দাউ দাউ করে জ্বলছে উত্তরাখণ্ডের সুবিশাল বনাঞ্চলের অন্তত ২০০ টি এলাকা। আর গোটা উত্তর ভারতের প্রায় ১৩০০ টি এলাকার বনে আগুন ছড়িয়ে পড়েছে। উত্তরাখণ্ডের তিন হাজার একরেরও বেশি বন পুড়ে গিয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে এখনও বিমানবাহিনীর এমআই-১৭ চপার থেকে লাগাতার জল ঢালা হচ্ছে। ছোট ছোট দলে ভাগ হয়ে আগুন নেভানোর কাজ করছে ছ’হাজার NDRF ৷ এছাড়া আগুন নেভাতে ব্যবহার করা হচ্ছে কাঁচা ঝোপ-ঝাড় ৷ ঠিক কোথায় কোথায় আগুন এখনও জ্বলছে বুঝতে ইসরোর পাঠানো উপগ্রহ-চিত্রের সাহায্য নেওয়া হচ্ছে ৷ উপগ্রহ-চিত্রের সাহায্যে জনমানবহীন এলাকায় চলছে আগুন নেভানোর কাজ ৷ ৩ রাজ্যে ছড়িয়ে থাকা বনাঞ্চলে একযোগে চলছে আগুন নেভানোর কাজ ৷ এই কাজে প্রায় ৬ হাজার দমকলকর্মী যুক্ত ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 02, 2016 8:50 PM IST