অযোধ্যার রাজকন্যাকে বিয়ে করেন কোরিয়ার রাজা, তখন থেকেই ভালো সম্পর্ক আমাদের: যোগী আদিত্যনাথ
Last Updated:
উত্তর প্রদেশ এবং দেশের জন্য দারুন খবর ৷ নয়ডায় বিশ্বের সবচেয়ে বড় মোবাইল কারখানার উদ্বোধন করল স্যামসাং ৷
#নয়ডা: উত্তর প্রদেশ এবং দেশের জন্য দারুন খবর ৷ নয়ডায় বিশ্বের সবচেয়ে বড় মোবাইল কারখানার উদ্বোধন করল স্যামসাং ৷ দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে ইন এখন ভারতে ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেই উত্তর প্রদেশের নয়ডায় সোমবার নতুন কারখানার উদ্বোধন করলেন তিনি ৷ এই কারখানা গোটা বিশ্বের সবচেয়ে বেশি মোবাইল ফোন তৈরি করার ক্ষমতা রাখবে বলে সংস্থার পক্ষ থেকে দাবি করা হয়েছে ৷
টাইমস অফ ইন্ডিয়া প্রকাশিত খবর অনুযায়ী, স্যামস্যাংয়ের এই মোবাইল কারখানার উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানান, ‘২ হাজার বছর আগে অযোধ্যার রাজকন্যাকে বিয়ে করেছিলেন দক্ষিণ কোরিয়ার রাজা। তখন থেকেই এই সম্পর্কে বন্ধন।’
advertisement
advertisement
নয়ডাতে স্যামসাং মোবাইল ফ্যাক্টারি উদ্বোধন কালে আদিত্যনাথবলেন, ‘এটি আমাদের সবার জন্যই অনেক গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠান।’
যোগী আদিত্যনাথ আরও বলেন, ‘এই মোবাইল কারখানা তৈরি হওয়ায়, এই দেশে চাকরির সুযোগ অনেকটাই বেড়ে গেল ৷ প্রায় ৩৫ হাজার মানুষের চাকরি পাওয়ার সম্ভাবনা বেড়ে গেল এই কারখানা উদ্বোধন হওয়ায় ৷ ভারতের নতুন প্রজন্মের কাছে এই কারখানা ভবিষ্যত গড়ার নতুন দিশা ৷ এ ধরণের উদ্যোগকে সব সময়ই সাধুবাদ জানায় উত্তরপ্রদেশ সরকার ও কেন্দ্রীয় সরকার ৷ ’
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 11, 2018 8:25 AM IST