Yogi Adityanath UP Smart Villages: উত্তরপ্রদেশের সব গ্রাম এবার 'স্মার্ট ভিলেজ', বিনামূল্যে ওয়াইফাই দিতে তৎপর যোগী প্রশাসন

Last Updated:

Internet Connectivity in UP Villages: “রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের নতুন অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রচারের জন্য, গ্রামে ভালো ইন্টারনেট সংযোগ খুবই গুরুত্বপূর্ণ,” বলেন মনোজ কুমার সিং।

#লখনউ: উত্তরপ্রদেশের গ্রাম এবার হয়ে উঠবে ‘স্মার্ট’। আর এই স্মার্ট গ্রাম তৈরির প্রয়াসেই, রাজ্য সরকার বৃহস্পতিবার সমস্ত গ্রামীণ এলাকার সমস্ত সচিবালয়ে নির্ভরযোগ্য ইন্টারনেট সংযোগ নিশ্চিত করার কাজে নেমেছে। এই উদ্যোগে গ্রাম সচিবালয়ের ৫০-মিটার ব্যাসার্ধের মধ্যে গ্রামবাসীদের বিনামূল্যে Wi-Fi পরিষেবাকে নিশ্চিত করা হবে। অতিরিক্ত মুখ্য সচিব মনোজ কুমার সিং জানান, এই পদক্ষেপটি গ্রামবাসীদের জীবনযাত্রার মান উন্নত করতে এবং তাঁদের সম্পূর্ণ সম্ভাবনা অর্জনে সহায়তা করবে।
“রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের নতুন অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রচারের জন্য, গ্রামে ভালো ইন্টারনেট সংযোগ খুবই গুরুত্বপূর্ণ,” বলেন মনোজ কুমার সিং। তিনি আরও বলেন, “মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রাজ্যের গ্রাম পঞ্চায়েতগুলিকে স্মার্ট গ্রামে রূপান্তরিত করার পরিকল্পনা করেছেন। ৫৮,১৮৯ টি গ্রাম পঞ্চায়েতকে গ্রাম সচিবালয়ে রূপান্তর করার প্রক্রিয়া ইতিমধ্যেই চলছে।”
advertisement
advertisement
“গ্রামের মানুষদের যাতে বিভিন্ন নথি এবং তথ্য পেতে একাধিক সরকারি দপ্তরে না যেতে হয় তা নিশ্চিত করার জন্যও আমরা কাজ করছি। তাঁরা পঞ্চায়েত সহায়ক এবং কমন সার্ভিস সেন্টারের (সিএসসি) সহায়তায় গ্রাম সচিবালয় থেকেই সমস্ত নথি এবং রেকর্ড পেতে পারবেন,” বলেন তিনি।
সম্প্রতি, মুখ্যমন্ত্রী আদিত্যনাথ ধর্মীয় স্থানগুলিতে লাউডস্পিকারের শব্দের মাত্রা কমিয়ে নির্দিষ্ট মানের করার নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গেই নির্দেশিকায় বলা হয় শব্দ যেন ধর্মীয় প্রাঙ্গণের ভেতরেই থাকে, তাতে অন্য কারও যেন অসুবিধা না হয়।
advertisement
এই আদেশের পরেই, পুলিশ আধিকারিকরা রাজ্যের ধর্মীয় স্থানগুলি থেকে লাউডস্পিকার সরিয়ে নেওয়া এবং শব্দ কমানোর বিষয়টি নিশ্চিত করছেন। “যদি মাইক ব্যবহার করাও হয় তবে নিশ্চিত করুন যাতে সেই শব্দে অন্য মানুষদের কোনও সমস্যার সম্মুখীন হতে না হয়,” বলেন যোগী। নতুন জায়গায় লাউডস্পিকার বাজানোর অনুমতি দেওয়া উচিত নয়। অনুমতি ছাড়া কোনও ধর্মীয় মিছিল বের করাও উচিত নয়। অনুমতি দেওয়ার আগে, আয়োজকের কাছ থেকে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার বিষয়ে হলফনামা নেওয়া উচিত বলেই মনে করেন যোগী আদিত্যনাথ।
বাংলা খবর/ খবর/দেশ/
Yogi Adityanath UP Smart Villages: উত্তরপ্রদেশের সব গ্রাম এবার 'স্মার্ট ভিলেজ', বিনামূল্যে ওয়াইফাই দিতে তৎপর যোগী প্রশাসন
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement