Uttar Pradesh News: দোকানের সামনে ঘুরে বেড়াচ্ছে ভয়ঙ্কর প্রাণী! সকালে সিসিটিভি ফুটেজ দেখতেই আতঙ্ক

Last Updated:

Uttar Pradesh News: দোকানের সামনে ঘুরে বেড়াচ্ছে লেপার্ড! কেউ টেরও পাননি। সকালে ঘুম থেকে উঠে সিসিটিভি ফুটেজ দেখতেই আতঙ্ক গ্রামবাসীদের মধ্যে৷

Uttar Pradesh News: দোকানের সামনে ঘুরে বেড়াচ্ছে ভয়ঙ্কর এই প্রাণী! সকালে সিসিটিভি ফুটেজ দেখতেই আতঙ্ক
Uttar Pradesh News: দোকানের সামনে ঘুরে বেড়াচ্ছে ভয়ঙ্কর এই প্রাণী! সকালে সিসিটিভি ফুটেজ দেখতেই আতঙ্ক
বাহরাইচ: দোকানের সামনে ঘুরে বেড়িয়েছে লেপার্ড৷ রাতে কেউ টেরও পায়নি৷ কিন্তু সকালে সিসিটিভি ফুটেজে সেই ছবি দেখতেই মোটামুটি আত্মারাম খাঁচা ছাড়াও গ্রামবাসীর৷
ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশে৷ রাজ্যে বিভিন্ন জায়গায় হিংস্র পশুদের আক্রমণে এমনিতেই সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে৷ প্রায় রোজই কোনও না কোনও জেলার কেউ না কেউ জন্তুদের আক্রমণের শিকার হচ্ছেন৷ আতঙ্কে ঘর থেকে বাইরে যাওয়া কার্যত ভুলতে বসেছেন সবাই৷ এবার নতুন করে চিতাবাঘের আতঙ্ক৷
advertisement
advertisement
কিছুদিন আগেও বাহরাইচের মানুষের আতঙ্কের নাম ছিল মানুষ খেকো নেকড়ে৷ এবার তার থেকেও ভয়ঙ্কর পশু ঘুরে বেড়াচ্ছে গ্রামে৷ জানা গিয়েছে, গ্রামের কুকুরগুলি অস্বাভাবিকভাবে ডাকছিল রাত্রিবেলা। তখনও আন্দাজ করা গিয়েছিল, এমন কিছু ঢুকেছে গ্রামে যে কুকুরগুলি ভয় পেয়ে গিয়েছে৷ সকালে ঘুম থেকে ওঠার পর যখন ক্যামেরার ফুটেজ সামনে আসে তখন সবাই অবাক। ক্যামেরার একটি ফুটেজে একটি লেপার্ডকে দেখা গেছে। ভিডিয়ো ভাইরাল হতে বেশি সময় নেয়নি৷ ভিডিওটি বাহরাইচের মহসি এলাকার খয়েরি ঘাট থানার। এরপর থেকে এলাকার মানুষ আতঙ্কিত। তবে আহত-নিহতের কোনও খবর নেই৷
advertisement
বাহরাইচের মহসি এলাকার রাজাপুর কালা গ্রামে অবস্থিত এক দোকানের মালিক দীপক৷ রাতে কুকুরের ঘেউ ঘেউ শব্দ শুনতে পান। সকালে দোকানে সিসিটিভি ক্যামেরা লাগানো দেখে তিনি অবাক হয়ে যান৷ চিতাবাঘটি তাঁর দোকানের ঠিক বাইরেই ঘুরছিল। এরপর তিনি আর দেরি না করে স্থানীয় পুলিশ ও বন বিভাগকে খবর দেন৷
advertisement
চিতাবাঘের নাম শুনলেই মানুষ ভয় পায়। ভাইরাল হওয়া ভিডিও সম্পর্কে বাহরাইচের ডিএফও অজিত প্রতাপ সিং জানিয়েছেন, যে জায়গা থেকে ভিডিওটি ভাইরাল হয়েছে, সেই অঞ্চলে একটি চিতাবাঘ যে ছিল সেটা তাঁরা জানতেন। তিনি বলছিলেন, ইতিমধ্যেই কয়েকজনকে এই বিষয়ে সতর্ক করা হয়েছিল। লেপার্ডটির অবস্থান জানতে এবার প্রয়োজনে ড্রোন ক্যামেরার মাধ্যমেও মনিটরিং করা হবে।
advertisement
ক্যামেরায় চিতাবাঘ দেখা যাওয়ার পর ডিএফও বলেন, লেপার্ড দেখা মানেই যে সেটিকে আটক করতে হবে এমন কোনও ব্যাপার নেই। কারণ তাদেরও বাঁচতে দিতে হবে৷ যতক্ষণ না তারা নিজের দেখে আক্রমণাত্মক হয়ে কাউকে আক্রমণ করছে, ততক্ষণ কিছু করার প্রয়োজন নেই৷ উদ্ধারের দরকারো নেই। বরং তাদের রক্ষা করতে হবে। গ্রামবাসীদের সতর্ক থাকতে হবে। তিনি আরও জানিয়েছেন, ঘাস, আখ কাটাতে বা মাঠে শৌচাগারের জন্য একা না যাওয়াই ভালো৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Uttar Pradesh News: দোকানের সামনে ঘুরে বেড়াচ্ছে ভয়ঙ্কর প্রাণী! সকালে সিসিটিভি ফুটেজ দেখতেই আতঙ্ক
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement