Bihar News: মারাত্মক বিষধর এই সাপ কামড়ালে আপনি টেরও পাবেন না, অজান্তেই এক ছোবলে হয়ে যাবেন ছবি!

Last Updated:

Bihar News: মারাত্মক বিষধর এই সাপ কামড়ালে আপনি টেরও পাবেন না, অজান্তেই এক ছোবলে হয়ে যাবেন ছবি! এই সাপ কামড়ালে মনে হবে মশা কামড়৷ ঘুমের মধ্যেই মারা যান একাধিক মানুষ৷

মারাত্মক বিষধর এই সাপ কামড়ালে আপনি টেরও পাবেন না, অজান্তেই এক ছোবলে হয়ে যাবেন ছবি!
মারাত্মক বিষধর এই সাপ কামড়ালে আপনি টেরও পাবেন না, অজান্তেই এক ছোবলে হয়ে যাবেন ছবি!
পশ্চিম চম্পারণ: ভারতে এমন এক প্রজাতির সাপ পাওয়া যায় যেটি কামড়ালে বেশিরভাগ ক্ষেত্রে টেরই পাওয়া যায় না। দেশে যে চারটি সবচেয়ে বিষাক্ত এবং মারাত্মক সাপের নাম তালিকায় উপরেপ দিকে থাকবে সেখানেও এই সাপের নাম আছে। এই সাপের কামড়ে মৃত্যু নিশ্চিত। বিশেষজ্ঞদের মতে, শুধু ভারতেই নয়, গোটা এশিয়া মহাদেশেই একে সবচেয়ে বিষাক্ত ও মারাত্মক সাপ হিসেবে দেখা হয়। এই সাপের “কমন ক্রেইট”।
এই সাপ কামড়ালে ব্যথা হয় না, কামড়ের দাগও খুব ঝাপসা হয়ে যায়। বন্যপ্রাণী বিশেষজ্ঞ স্বপ্নিল খাটাল, যিনি গত 22 বছর ধরে বন্যপ্রাণী নিয়ে কাজ করছেন। তিনি লোকাল 18-কে বলেন যে কমন ক্রেট এমন একটি সাপ যে কামড়ানোর পরেও মানুষ এটি বুঝতে পারে না। আসলে এর দাঁত খুব পাতলা এবং সুচের মতো ছোট। এমন অবস্থায় কাউকে কামড় দিলে তীব্র ব্যথা হয় না বা কামড়ানোর স্থানে দাঁতের চিহ্নও তৈরি হয় না।
advertisement
advertisement
ভয়ের ব্যাপার হল, এই সাপ কামড়ালে আপনার মনে হবে মশা কামড়েছে৷ তাই বেশির ভাগ ক্ষেত্রে সাপের ছোবল খাওয়া সত্ত্বেও মানুষ অসচেতন থাকে এবং সময় মতো চিকিৎসার অভাবে প্রাণ হারায়। স্বপ্নিলের মতে, এই সাপের মধ্যে নিউরোটক্সিন বিষ পাওয়া যায়, যা রক্তে মিশে যাওয়ার সাথে সাথে স্নায়ুতন্ত্রের ভয়ঙ্কর ক্ষতি করতে শুরু করে।
advertisement
সাধারণ ক্রেট নিশাচর এবং রাতে খাবারের জন্য শিকারে বের হয়। তারা বেশিরভাগই ব্যাঙ, টিকটিকি এবং ইঁদুরের সন্ধানে বাড়িতে প্রবেশ করতে পছন্দ করে। ঠান্ডা রক্তাক্ত হওয়ার পাশাপাশি এরা জানলা, দরজা, দেওয়ালও চড়তে পারদর্শী। তাই অনেক সময় শিকারের সন্ধানে তারা ঘরে ঢুকে বিছানায় উঠে যায়৷ সেখানে ঘুমন্ত মানুষকে স্পর্শ করার সাথে সাথেই আত্মরক্ষায় কামড়ায়। বহুক্ষেত্রে এই সাপের কামড় মানুষ বুঝতে না পারার কারণে ঘুমের মধ্যেই সে মারা যায়।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Bihar News: মারাত্মক বিষধর এই সাপ কামড়ালে আপনি টেরও পাবেন না, অজান্তেই এক ছোবলে হয়ে যাবেন ছবি!
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement