Uttar Pradesh: বাড়ছে বন্য পশুদের অত্যাচার, ঘুম উড়ছে গ্রামবাসীদের! কারণ ব্যাখ্যা বিশেষজ্ঞের
- Published by:Sounak Chakraborty
- local18
Last Updated:
Uttar Pradesh: বাড়ছে বন্য পশুদের অত্যাচার, ঘুম উড়ছে গ্রামবাসীদের! কারণ ব্যাখ্যা বিশেষজ্ঞের
পিলিভিট: জঙ্গল থেকে বেড়িয়ে এসে মানুষকে আক্রমণ। গত কয়েকদিনে উত্তরপ্রদেশে এমন একাধিক ঘটনা বারবার সামনে চলে আসছে। পিলিভিটের কথাই যদি ধরা হয়, গত এক দশকে সেখানে এই সমস্যা ভয়াবহ রূপ নিয়েছে।
এই প্রসঙ্গে লোকাল ১৮-কে এক সাক্ষাৎকারে নানা ইস্যুর কথা তুলে ধরেছেন বন্যপ্রাণী বিশেষজ্ঞ কেশব আগরওয়াল৷ ক্রমবর্ধমান জনসংখ্যা, জঙ্গলের আকার ছোট হয়ে যাওয়া, পর্যাপ্ত খাবারের অভাবের মতো বিষয়গুলি সামনে টেনে এনেছেন তিনি৷ গুরুত্ব দিয়েছেন উত্তরপ্রদেশে বাঘেদের সংখ্যা বৃদ্ধির ব্যাপারটিকেও৷
advertisement
advertisement
কেশব আগরওয়াল বলেছেন, “সারা দেশে বন্য প্রাণীদের আতঙ্ক বেড়েছে৷ পিলিভিটের বাঘ, নেকড়ে এবং উদয়পুরে চিতাবাঘের আতঙ্ক আজকাল খবরে শিরোনামেই থাকছে। পিলিভিট এই বিষয়ে খুবই সংবেদনশীল জায়গা। এখানে টাইগার রিজার্ভ রয়েছে৷ বাঘের জনসংখ্যার হারও এখানে অনেক বেশি৷ পিলিভীত টাইগার রিজার্ভের মোট এলাকা মাত্র ৩০-৩৫টি বাঘ থাকার জন্য যথেষ্ট। কিন্তু সেই সংখ্যাটা গিয়ে দাঁড়িয়েছে প্রায় ৭০-এ৷”
advertisement
তিনি আরও যোগ করেছেন, পিলিভিটের জঙ্গলের আয়োতন বেশ কম৷ মেরে কেটে ৩-৫ কিলোমিটারের। বিঘার পর বিঘা জঙ্গল কেটে সাফ করে ফেলা হয়েছে৷ সেখানে গড়ে উঠেছে বাড়ি বা চাষের ক্ষেত৷ তাই পর্যাপ্ত জায়গার অভাবে তাই বাঘ ঘুরতে ঘুরতে গ্রাম বা মাঠে চলে আসে৷ সেখানে তারা সহজেই গরু-ছাগল শিকার করে৷ এরপরে এটাই তাদের অভ্যাসে পরিণত হয়৷
advertisement
কেশব আগরওয়াল বন্যপ্রাণী নিয়ে বলতে গিয়ে ২০২২ সালের WWF-এর একটি রিপোর্টের কথা বলেছেন৷ যেখানে বলা হয়েছে গোটা বিশ্বেই বন্যপ্রাণী শিকারের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। ভারতের সেই সংখ্যাটা নেমেছে ৫৫%৷ যা রেকর্ড। তাঁর মতে, বন্য প্রাণের সংখ্যা বাড়লেও পর্যাপ্ত জমি ও খাদ্যের অভাবই নেকড়ে, বাঘেদের টেনে নিয়ে আসছে জনবসতিপূর্ণ এলাকায়৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 21, 2024 3:04 PM IST