Uttar Pradesh News: ভয়ঙ্কর দুর্ঘটনা! মন্দিরের পাশে ঘুমোচ্ছিলেন দম্পতি, নিয়ন্ত্রণ হারিয়ে পিষে দিল গাড়ি

Last Updated:

Uttar Pradesh News: উত্তরপ্রদেশে ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনা! মন্দিরের পাশে ঘুমোচ্ছিলেন দম্পতি। নিয়ন্ত্রণ হারিয়ে পিষে দিল গাড়ি। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

নিয়ন্ত্রণ হারিয়ে ঘুমন্ত দম্পতিকে পিষে দিল গাড়ি
নিয়ন্ত্রণ হারিয়ে ঘুমন্ত দম্পতিকে পিষে দিল গাড়ি
কানপুর: উত্তরপ্রদেশের কানপুরে হৃদয়বিদারক ঘটনা৷ মন্দিরের সামনেই গাড়ি পিষে দিল দম্পতিকে৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷
শনিবার ভোরের ঘটনা৷ আর পাঁচদিনের মতোই সকাল থেকে মন্দির চত্বরে লোকজন আসতে শুরু করেছিল৷ মন্দিরের পাসে ফুটের উপরেই বসেছিলেন সন্নাসী দম্পতি৷ হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়ি ফুটের উপর উঠে যায়৷
advertisement
advertisement
জানা গিয়েছে, বৃদ্ধ দম্পতি উত্তরপ্রদেশের সাজেটির বাসিন্দা। সন্ন্যাসীর নাম সীতারাম এবং তাঁর স্ত্রী প্রায় প্রতিদিনই মন্দিরের সামনে বসে থাকতেন। ভিক্ষা করেই জীবন চলে যাচ্ছিল তাদের। শনিবার একটু বেলায় এক দম্পতি আনন্দেশ্বর মন্দিরে পৌঁছান পুজো দেওয়ার জন্য। আরতি শেষে মন্দির থেকে বেরিয়ে আসার পরই ঘটে ঘটনাটি। গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে ঘুমিয়ে থাকা বৃদ্ধ দম্পতিকে ধাক্কা মারে। ঘটনার খবর পেতেই গোয়ালতলি থানার পুলিশ চলে আসে৷
advertisement
গাড়ির ধাক্কার পরই প্রবল চিৎকার শুরু হয়। আশপাশের লোকজন দৌড়ে গাড়িটি থামাতে যায়৷ ভিড় দেখে ভয় পেয়ে গাড়ির চালক পালিয়ে যায়। অভিযোগ, গাড়ির মধ্যে থাকা দম্পতিও আর নামেননি৷ গুরুতর আহত অবস্থায় বৃদ্ধ দম্পতিতে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ লাভ হয়নি৷ মৃত ঘোষণা করা হয়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
advertisement
এডিসিপি মহেশ কুমার জানিয়েছেন, আনন্দেশ্বর মন্দির কমপ্লেক্সের বাইরে ঘুমন্ত দুই ব্যক্তিকে গাড়ি চাপা দেওয়ার ঘটনার তদন্ত শুরু হয়েছে। সিসিটিভি দেখে গাড়ির নম্বর খুঁজে বের করার চেষ্টা চালানো হচ্ছে৷ মৃতদেহগুলিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Uttar Pradesh News: ভয়ঙ্কর দুর্ঘটনা! মন্দিরের পাশে ঘুমোচ্ছিলেন দম্পতি, নিয়ন্ত্রণ হারিয়ে পিষে দিল গাড়ি
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement