হোম /খবর /দেশ /
উত্তর প্রদেশেও কংগ্রেসে ভাঙন ধরালো তৃণমূল, যোগ দুই নেতার, বারণসী যাচ্ছেন মমতা

Congress leaders from Uttar Pradesh join TMC: উত্তর প্রদেশেও কংগ্রেসে ভাঙন ধরালো তৃণমূল, যোগ দিলেন দুই নেতা, বারণসী যাচ্ছেন মমতা

কংগ্রেস থেকে যোগ দেওয়া উত্তর প্রদেশের দুই নেতার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়৷

কংগ্রেস থেকে যোগ দেওয়া উত্তর প্রদেশের দুই নেতার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়৷

উত্তর প্রদেশে (Uttar Pradesh) কংগ্রেসে ভাঙন ধরিয়ে থামছে না কংগ্রেস৷ ছট পুজোর পরই তিনি নিজে বারাণসী যাবেম বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee in Uttar Pradesh)৷

  • Last Updated :
  • Share this:

#শিলিগুড়ি: গত শনিবার উপনির্বাচনের প্রচারে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন, তৃণমূলের পরের টার্গেট উত্তর প্রদেশ৷ তার ঠিক দু' দিনের মাথায় উত্তর প্রদেশে কংগ্রেসে ভাঙন ধরালো তৃণমূল (Congress leaders from Uttar Pradesh join TMC)৷ এ দিন শিলিগুড়িতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) উপস্থিতিতে তৃণমূলে যোগ দিলেন উত্তর প্রদেশে কংগ্রেসের সহ সভাপতি রাজেশপতি ত্রিপাঠী৷ তাঁর সঙ্গে তৃণমূেল যোগ দিলেন উত্তর প্রদেশের আরও এক কংগ্রেস নেতা ললিত ত্রিপাঠী৷

উত্তর প্রদেশে (Uttar Pradesh) কংগ্রেসে ভাঙন ধরিয়ে থামছে না কংগ্রেস৷ ছট পুজোর পরই তিনি নিজে বারাণসী যাবেম বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee in Uttar Pradesh)৷ মুখ্যমন্ত্রী জানিয়েছেন, দলে যোগ দিয়ে উত্তর প্রদেশের দুই নেতাই তাঁকে সেখানে যাওয়ার জন্য অনুরোধ করেছেন৷ মুখ্যমন্ত্রী জানিয়েছেন, দুই নেতাই কংগ্রেস থেকে ইস্তফা দিয়ে তৃণমূলে যোগ দিয়েছেন৷

আরও পড়ুন: 'BJP ভাইরাস-শ্যামাপোকা', দিনহাটায় 'একমাত্র ভ্যাকসিনের' খোঁজ দিলেন অভিষেক

আগামী বছর উত্তর প্রদেশে বিধানসভা নির্বাচন৷ তৃণমূলে যোগ দেওয়া কংগ্রেস নেতা রাজেশপতি ত্রিপাঠী বলেন, 'কংগ্রেস দুর্বল হচ্ছে বলেই কংগ্রেস কর্মীরা বিজেপি-র সঙ্গে লড়তে পারছে না৷ তারা নিজেদের দুর্বল মনে করছে৷' আর এক নেতা ললিত ত্রিপাঠী বলেন, 'উত্তর প্রদেশের মানুষ সচেতন৷ সময় সময় নতুন বিকল্প বেছে নিয়েছেন৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেতৃত্ব থাকলে আমরা নিশ্চিত যে উত্তর প্রদেশের মানুষও বিশ্বাস করবেন যে বিজেপি-র প্রকৃত বিরোধিতা করতে পারে তৃণমূলই৷ ' মুখ্যমন্ত্রী জানিয়েছেন, উত্তর প্রদেশের মানুষকে নিয়েই সেখানে সংগঠন গড়ে তুলবে তৃণমূল৷

এর আগে গোয়াতেও কংগ্রেসে বড়সড় ভাঙন ধরিয়েছে তৃণমূল৷ এবার উত্তর প্রদেশেও একই পথে হাঁটল তারা৷ এ দিনও উত্তর প্রদেশের দুই কংগ্রেস নেতার যোগদান পর্বে কংগ্রেসের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তৃণমূলনেত্রী৷ লখিমপুর খেরিতে কৃষক মৃত্যুর ঘটনার পরে কংগ্রেসের অনেক আগেই যে তৃণমূল সাংসদরা সেখানে পৌঁছে গিয়েছিলেন, সেকথাও মনে করিয়ে দেন তৃণমূলনেত্রী৷ পাশাপাশি, কৃষি আইন বিরোধী আন্দোলনেও কংগ্রেসের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী৷ তিনি বুঝিয়ে দিয়েছেন, কংগ্রেস বিজেপি বিরোধিতায় ব্যর্থ হয়েছে বলেই অন্যান্য রাজ্যও সক্রিয় হচ্ছে তৃণমূল৷ মু্খ্যমন্ত্রী মনে করিয়ে দিয়েছেন, তৃণমূল এখন সর্বভারতীয় দল৷

কংগ্রেসের উপর নির্ভর না করে অন্যান্য রাজ্যের স্থানীয় ছোট ছোট দলগুলিকে সঙ্গে নিয়েই যে তৃণমূল বিজেপি-কে কড়া প্রতিদ্বন্দ্বিতার মুখে ফেলতে চায়, তাও স্পষ্ট করে দিয়েছেন তৃণমূলনেত্রী৷ তিনি বলেন, মানুষ চাইছে বলেই আমরা এখন অন্য রাজ্যে যাচ্ছি৷ বাংলায় পরিস্থিতি এখন অনেকটাই স্থিতিশীল৷ তাই বাংলায় কাজ করেও অন্যান্য রাজ্যে কাজ করা যায়৷ অনেক ছোট ছোট দল আছে, আমরা তাদের সম্মান করি৷ এই রাজনৈতিক খেলায় আমরা সবাইকে অন্তর্ভুক্ত করতে চাই৷ যে আসবে ভালো, যে আসবে না তার পছন্দ৷'

তবে তৃণমূল যে সমাজবাদী পার্টির মতো বিজেপি বিরোধী দলের পথে বাধা হয়ে দাঁড়াবে না, তাও জানিয়েছেন মমতা৷ অখিলেশ যাদবকে বার্তা দিয়ে তৃণমূলনেত্রী বলেন, 'অখিলেশ আমার ছোট ভাইয়ের মতো৷ আমরা তাঁর পথে বাধা হব না৷ আমরা নিজেদের কাজ করব৷ রাজনীতির থেকেও মানবিকতা বেশি জজরুরি৷ কেউ তো মানুষের সমস্যাগুলি নিয়ে প্রশ্নই তুলছে না৷'

Published by:Debamoy Ghosh
First published:

Tags: Mamata Banerjee, TMC, Uttar Pradesh