Abhishek Banerjee Attacks Bjp: 'BJP ভাইরাস-শ্যামাপোকা', দিনহাটায় 'একমাত্র ভ্যাকসিনের' খোঁজ দিলেন অভিষেক

Last Updated:

Abhishek Banerjee Attacks Bjp: অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, ''করোনার ভ্যাকসিনের নাম কোভিশিল্ড আর বিজেপির ভ্যাকসিনের নাম মমতা বন্দ্যোপাধ্যায়। কালীপুজোয় যেমন শ্যামাপোকা দেখা যায়, বিজেপি হল শ্যামাপোকা। শুধু ভোটের সময় দেখতে পাবেন, তারপরই হাওয়া।''

অভিষেকের নিশানায় বিজেপি
অভিষেকের নিশানায় বিজেপি
#দিনহাটা: হারা আসন জেতাতে এবার উদ্যোগী হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সোমবার দিনহাটা উপনির্বাচনের (Dinhata By Election) প্রচারে গিয়ে অভিষেক বিজেপিকে কার্যত তুলোধনা করলেন। গেরুয়া শিবিরকে তুলনা করলেন শ্যামপোকার সঙ্গে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, ''করোনার ভ্যাকসিনের নাম কোভিশিল্ড আর বিজেপির ভ্যাকসিনের নাম মমতা বন্দ্যোপাধ্যায়। কালীপুজোয় যেমন শ্যামাপোকা দেখা যায়, বিজেপি হল শ্যামাপোকা। শুধু ভোটের সময় দেখতে পাবেন, তারপরই হাওয়া।''
এখানেই থামেননি অভিষেক। দিনহাটার মানুষের উদ্দেশ্যে তাঁর আহ্বান, ''দিনহাটার মানুষের রায়কে প্রত্যাখান করেছে বিজেপি। তাই দিনহাটায় আবার ভোট হচ্ছে। অমিত শাহ কত প্রতিশ্রুতি দিয়েছে, তার একটাও করেছেন! কিন্তু নারায়ণী ব্যাটেলের ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার কাজ শুরু হয়ে গেছে। বহিরাগত নেতারা আজ কোথায়? মনে রাখবেন, পাশে থাকবে একমাত্র তৃণমূল।''
advertisement
advertisement
গত বিধানসভা নির্বাচনে দিনহাটায় জিতেছিল বিজেপি। গেরুয়া শিবিরের প্রার্থী নিশীথ প্রামাণিক সামান্য ব্যবধানে হারিয়েছিলেন তৃণমূলের উদয়ন গুহকে। কিন্তু ভোটের ফল প্রকাশের পর নিজের সাংসদ পদ বজায় রাখার জন্য ইস্তফা দেন বিধায়ক পদে। সেই কারণেই ভোট হচ্ছে দিনহাটায়। এদিন সেই প্রসঙ্গ তুলে অভিষেক বলেন, ''চুরি করে ষাট ভোটে জিতে যে বড়বড় কথা বলেছিল, তাঁর টিকি খুঁজে পাওয়া যাচ্ছে না। উদয়ন গুহকে কম মারধর করা হয়নি, তবু তিনি মানুষের পাশ থেকে সরেননি। ভোটের পর দেখা মেলে না বিজেপি-র। কিন্তু আপনার দুঃখে-বিপদে তৃণমূলকে পাবেন। কোচবিহার থেকে এবার বিজেপির ভোকাট্টা হওয়ার সময়।''
advertisement
অভিষেকের সংযোজন, ''শীত, গ্রীষ্ম, বর্ষা মমতা বন্দ্যোপাধ্যায়ই ভরসা। এই চারটি উপনির্বাচনের দিকে গোটা দেশ তাকিয়ে আছে। আগামী ৩ তারিখ তৃণমূল ৪-০ ব্যবধানে জিতবে। কিন্তু রেকর্ড ভোটে জেতাতে হবে তৃণমূলকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিকরা না জিতলে দেশ বাঁচবে না। এমনভাবে জবাব দেবেন, ৩ তারিখ ইভিএম খোলার পর যেন পদ্মফুল চোখে সর্ষেফুল দেখে।''
advertisement
এ রাজ্যে প্রবলভাবে ক্ষমতা ধরে রাখার পর এবার ভিন রাজ্যের দিকে নজর দিয়েছে তৃণমূল। আর সেই তালিকায় প্রথমেই রয়েছে গোয়ার নাম। এদিন চ্যালেঞ্জের সুরে অভিষেক বলেন, ''তিন মাসের মধ্যে গোয়ায় তৃণমূল সরকার প্রতিষ্ঠা হবে। আমি এখনই বলে দিচ্ছি, গোয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সরকার গঠিত হবে। তারপর ত্রিপুরা, মেঘালয় আরও আছে।''
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Abhishek Banerjee Attacks Bjp: 'BJP ভাইরাস-শ্যামাপোকা', দিনহাটায় 'একমাত্র ভ্যাকসিনের' খোঁজ দিলেন অভিষেক
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement