Home /News /national /

UP Panchayat Election 2021: আসন মহিলা সংরক্ষিত ঘোষণা হতেই বিয়ে করলেন ৪৫ বছরের ব্যক্তি!

UP Panchayat Election 2021: আসন মহিলা সংরক্ষিত ঘোষণা হতেই বিয়ে করলেন ৪৫ বছরের ব্যক্তি!

পঞ্চায়েত প্রধান হতে বিয়ে করে ফেললেন ব্যক্তি ।

পঞ্চায়েত প্রধান হতে বিয়ে করে ফেললেন ব্যক্তি ।

পঞ্চায়েত নির্বাচনে নিজের স্ত্রী’কে দাঁড় করিয়ে, পিছন থেকে নিজে সমস্ত কর্মকান্ড পরিচালনা করবেন, এই অভিপ্রায় নিয়েই বিয়ে করে ফেলেন হাতি সিং ।

 • Share this:

  #বালিয়া: ভোটে দাঁড়ানোর অদম্য ইচ্ছায় বিয়েই করে নিলেন এক ব্যক্তি । গ্রামের পঞ্চায়েত প্রধান হওয়ার ইচ্ছা ছিল তাঁর । কিন্তু তাঁর গ্রামের আসনটি মহিলাদের জন্য সংরক্ষিত হিসাবে ঘোষিত হয় । উপায় না দেখে শেষ পর্যন্ত বিয়ে করতে বাধ্য হলেন ৪৫ বছরের ওই ব্যক্তি ।

  ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বালিয়া জেলার করণ ছাপড়া গ্রামে । স্থানীয় হাতি সিং বহু বছর ধরে সামাজিক উন্নয়নের কাজের সঙ্গে যুক্ত । ২০১৫ সালে পঞ্চায়েত ভোটে দাঁড়িয়েছিলেন তিনি । কিন্তু জিততে পারেননি । দ্বিতীয় স্থান দখল করেছিলেন হাতি সিং । এ বছর করণ ছাপড়া আসনটি মহিলা সংরক্ষিত ঘোষিত হয় । ফলে এ বছর নির্বাচনে জিতে গ্রামের প্রধান হওয়ার বাসনা তাঁর অধরাই থেকে যেত ।

  কিন্তু ইতিমধ্যেই অন্য একটি উপায় বের করেন হাতি সিং । তাঁর অনুগামীরাও তাঁকে পরামর্শ দেন বিয়ে করে নিতে । এরপরেই বিযের পিঁড়িতে বসেন ৪৫ বছরের হাতি সিং । পঞ্চায়েত নির্বাচনে নিজের স্ত্রী’কে দাঁড় করিয়ে, পিছন থেকে নিজে সমস্ত কর্মকান্ড পরিচালনা করবেন, এই অভিপ্রায় নিয়েই বিয়ে করে ফেলেন হাতি সিং ।

  শুধু তাই নয়, নির্বাচনে দাঁড়াতে মরিয়া হাতি সিং বিয়ে করেছেন মলমাসে । হিন্দু রীতি অনুযায়ী, এই মাসে বিয়ে হয় না । বিয়ের জন্য এই মাসকে শুভ বলে গণ্য করা হয় না । কিন্তু, সংবাদ মাধ্যমকে হাতি সিং জানান, ১৩ এপ্রিয় মনোনয় জমা দেওয়ার শেষ দিন । তাই তার আগে তাঁকে বিয়ে সম্পন্ন করতেই হত । সে কারণেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি ।

  Published by:Simli Raha
  First published:

  Tags: Candidate, Marriage, Nomination, UP Panchayat Election 2021

  পরবর্তী খবর