UP Panchayat Election 2021: আসন মহিলা সংরক্ষিত ঘোষণা হতেই বিয়ে করলেন ৪৫ বছরের ব্যক্তি!

Last Updated:

পঞ্চায়েত নির্বাচনে নিজের স্ত্রী’কে দাঁড় করিয়ে, পিছন থেকে নিজে সমস্ত কর্মকান্ড পরিচালনা করবেন, এই অভিপ্রায় নিয়েই বিয়ে করে ফেলেন হাতি সিং ।

#বালিয়া: ভোটে দাঁড়ানোর অদম্য ইচ্ছায় বিয়েই করে নিলেন এক ব্যক্তি । গ্রামের পঞ্চায়েত প্রধান হওয়ার ইচ্ছা ছিল তাঁর । কিন্তু তাঁর গ্রামের আসনটি মহিলাদের জন্য সংরক্ষিত হিসাবে ঘোষিত হয় । উপায় না দেখে শেষ পর্যন্ত বিয়ে করতে বাধ্য হলেন ৪৫ বছরের ওই ব্যক্তি ।
ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বালিয়া জেলার করণ ছাপড়া গ্রামে । স্থানীয় হাতি সিং বহু বছর ধরে সামাজিক উন্নয়নের কাজের সঙ্গে যুক্ত । ২০১৫ সালে পঞ্চায়েত ভোটে দাঁড়িয়েছিলেন তিনি । কিন্তু জিততে পারেননি । দ্বিতীয় স্থান দখল করেছিলেন হাতি সিং । এ বছর করণ ছাপড়া আসনটি মহিলা সংরক্ষিত ঘোষিত হয় । ফলে এ বছর নির্বাচনে জিতে গ্রামের প্রধান হওয়ার বাসনা তাঁর অধরাই থেকে যেত ।
advertisement
কিন্তু ইতিমধ্যেই অন্য একটি উপায় বের করেন হাতি সিং । তাঁর অনুগামীরাও তাঁকে পরামর্শ দেন বিয়ে করে নিতে । এরপরেই বিযের পিঁড়িতে বসেন ৪৫ বছরের হাতি সিং । পঞ্চায়েত নির্বাচনে নিজের স্ত্রী’কে দাঁড় করিয়ে, পিছন থেকে নিজে সমস্ত কর্মকান্ড পরিচালনা করবেন, এই অভিপ্রায় নিয়েই বিয়ে করে ফেলেন হাতি সিং ।
advertisement
advertisement
শুধু তাই নয়, নির্বাচনে দাঁড়াতে মরিয়া হাতি সিং বিয়ে করেছেন মলমাসে । হিন্দু রীতি অনুযায়ী, এই মাসে বিয়ে হয় না । বিয়ের জন্য এই মাসকে শুভ বলে গণ্য করা হয় না । কিন্তু, সংবাদ মাধ্যমকে হাতি সিং জানান, ১৩ এপ্রিয় মনোনয় জমা দেওয়ার শেষ দিন । তাই তার আগে তাঁকে বিয়ে সম্পন্ন করতেই হত । সে কারণেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি ।
বাংলা খবর/ খবর/দেশ/
UP Panchayat Election 2021: আসন মহিলা সংরক্ষিত ঘোষণা হতেই বিয়ে করলেন ৪৫ বছরের ব্যক্তি!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement