UP Girl Physical Torture: ১২ বছরের কিশোরীর উপর চরম অত্যাচার, শারীরিক হেনস্থা ৫ নাবালকের! রেকর্ড করা হল ভিডিও, যোগী রাজ্যে শিউরে ওঠা ঘটনা...
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
UP Girl Physical Torture: উত্তর প্রদেশের মোরাদাবাদে একটি ভয়ঙ্কর ঘটনা ঘটেছে৷ সেখানে ১২ বছরের এক কিশোরীর উপর চলল চরম অত্যাচার, রেকর্ড করা হল সেই ভিডিও৷ জানুন পুরো ঘটনাটি...
মোরাদাবাদ: উত্তর প্রদেশের মোরাদাবাদে এক ভয়ঙ্কর ঘটনা ঘটে৷ সেখানে ১২ বছরের এক কিশোরী ৫ নাবালকের লালসার শিকার হয়েছে৷ তদন্ত শুরু করেছে পুলিশ৷
কী হয়েছে? মোরাদাবাদে একটি স্কুল বিল্ডিং-এর ভিতরে ১২ বছরের এক কিশোরীকে পাঁচ নাবালক ছেলে ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ তাদের সবাইকে আটক করেছে বলে বুধবার এক অফিসিয়াল জানিয়েছেন।
advertisement
ওই কিশোরী এবং অভিযুক্তরা সবাই দলিত সম্প্রদায়ের এবং মোরাদাবাদ জেলার একই এলাকায় বসবাস করে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।
advertisement
ঠিক কীভাবে হয়েছে ঘটনাটি? জানা গিয়েছে, অভিযুক্তদের প্রত্যেকের বয়স বয়স ১২ থেকে ১৫ বছরের মধ্যে এবং তারা সবাই সপ্তম থেকে নবম শ্রেণির ছাত্র৷ ওই পুলিশ কর্তা জানিয়েছেন, কিশোরীটি বাড়ির সামনে খেলছিল৷ তখনই তাকে লোভ দেখিয়ে একটি স্কুল বিল্ডিং-এ নিয়ে যায় ওই ৫ নাবালক৷ সেখানে তাকে ঠান্ডা পাণীয়ের সঙ্গে মাদক মিশিয়ে খাইয়ে দেওয়া হয়৷
advertisement
এখানেই শেষ নয়, নাবালিকার উপর অত্যাচারের পর অভিযুক্তরা ভিডিও রেকর্ড করে এবং হুমকি দেয় যে, সে যদি মুখ খোলে তবে তারা ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেবে।
ঘটনাটি প্রকাশ্যে আসে যখন একজন প্রতিবেশী ভিডিওটি দেখে মেয়েটির মাকে জানায়। এরপর মা ২০ মে একটি FIR দায়ের করেন। তিনি পুলিশকে জানান যে, ঘটনাটি ৮ মে সন্ধ্যায় ঘটেছিল। তিনি বলেন যে, পাঁচ ছেলে তার মেয়েকে, যে বাড়ির বাইরে খেলছিল, তাকে স্কুল বিল্ডিংয়ে নিয়ে গিয়ে এই অপরাধ করে।
advertisement
ইন্সপেক্টর মনীশ সাক্সেনা বলেন, “পাঁচ অভিযুক্তই, যারা দলিত সম্প্রদায়ের এবং ভুক্তভোগীর একই এলাকায় বসবাস করে, তাদের হেফাজতে নেওয়া হয়েছে এবং ডাক্তারি পরীক্ষা করা হয়েছে।” পুলিশ তাদের জুভেনাইল জাস্টিস বোর্ডের সামনে হাজির করবে, সাক্সেনা যোগ করেন।
তিনি বলেন যে, প্রাথমিক তদন্তে জানা গেছে যে, অভিযুক্তদের মধ্যে একজনের কাছে স্কুলের চাবি ছিল, কারণ তার বাবা সেখানে দারোয়ান হিসেবে কাজ করতেন।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 22, 2025 6:59 PM IST