UP Assembly Election 2022: গান্ধি-গড় রায়বেরলি জেতার মাস্টার প্ল্যান করছে বিজেপি

Last Updated:

UP Assembly Election: ২০১৯-এ একমাত্র রায়বেরলি থেকেই জয়ী হয়েছিল কংগ্রেস৷ তাবড় তাবড় কংগ্রেস নেতারা হেরে গেলেও রায়বেরলি নিজের দখলে নিতে পারেনি গেরুয়া শিবির৷ এবার সেদিকেই পাখির চোখ যোগী সরকারের

নির্বাচন কমিশনকে দেওয়া তথ্য অনুযায়ী, যোগী আদিত্যনাথ ১২ হাজার টাকা মূল্যের মোবাইল ফোন ব্যবহার করেন৷ এ ছাড়াও তাঁর কাছে রয়েছে ১ লক্ষ টাকা মূল্যের একটি রিভলবার এবং ৮০ হাজার টাকা দামের একটি পিস্তল৷
নির্বাচন কমিশনকে দেওয়া তথ্য অনুযায়ী, যোগী আদিত্যনাথ ১২ হাজার টাকা মূল্যের মোবাইল ফোন ব্যবহার করেন৷ এ ছাড়াও তাঁর কাছে রয়েছে ১ লক্ষ টাকা মূল্যের একটি রিভলবার এবং ৮০ হাজার টাকা দামের একটি পিস্তল৷
#লখনউ: ২০১৯-এ একমাত্র রায়বেরলি থেকেই জয়ী হয়েছিল কংগ্রেস৷ তাবড় তাবড় কংগ্রেস নেতারা হেরে গেলেও রায়বেরলি নিজের দখলে নিতে পারেনি গেরুয়া শিবির৷ এবার সেদিকেই পাখির চোখ যোগী সরকারের৷ গান্ধি-চিহ্ন মুছে ফেলতে চায় যোগী৷ যেখানে রাহুল গান্ধির মতো নেতাও হেরে গিয়েছিলেন, সেখানে রায়বেরলি ছিল কংগ্রেসের ঘাঁটি৷ এই নির্বাচনে (UP Assembly Election) সেই চিহ্ন আর রাখতে চায়না গেরুয়া শিবির৷ রায়বেরলির জয়ী প্রার্থী অদিতি সিং এবং রাকেশ সিং ইতিমধ্যে বিজেপিতে যোগ দিয়েছেন এবং কংগ্রেসের বিরুদ্ধে সুর চড়িয়েছেন৷
উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের (UP Assembly Election) আগে কংগ্রেস(Congress) শিবিরে বড়সড় ভাঙন ধরেছে আগেই৷ ভাঙন ধরেছে দলের বিশ্বাসযোগ্যতাতেও৷  প্রাক্তন রায়বরেলি (সদর) বিধায়ক অদিতি সিং(Aditi Singh) প্রতিদ্বন্দ্বিতা করছেন বিজেপির টিকিটে৷ ট্যুইস্ট এখানেই যে, প্রিয়াঙ্কা গান্ধিকেও (Priyanka Gandhi) এই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার চ্যালেঞ্জ ছু়ড়েছেন তিনি।
সালটা ২০১৭৷ ভারতের বৃহত্তম রাজ্যে তখন পদ্মব্রিগেডের জয়জয়কার৷ সেইসময় প্রয়াত নেতা অখিলেশ সিংয়ের মেয়ে এবং সোনিয়া ঘনিষ্ট হওয়ায় সহজেই টিকিট পান অদিতি (Aditi Singh)৷ জেতেন, বিধায়ক হন৷ রাহুল-প্রিয়াঙ্কার সঙ্গেও তাঁর সম্পর্ক ছিল বাড়ির লোকের মতোই৷ কিন্তু তারপরেই বাড়তে থাকে দূরত্ব৷ গত বছরের নভেম্বরে বিজেপিতে যোগ দেন অদিতি৷ সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে স্পষ্ট এও জানান, রায়বরেলি আর কংগ্রেসের ঘাঁটি নয় কারণ হাত শিবির দলের সবার সমস্যার দিকে আর মনোযোগ দিচ্ছে না৷ এরপর মুখ্যমন্ত্রী যোগী আদিত্য়নাথের(Yogi Adityanath) সঙ্গে একাধিক অনুষ্ঠানেও দেখা যেতে শুরু করে তাঁকে।
advertisement
advertisement
পাঁচবারের বিধায়ক অখিলেশকুমার সিংয়ের মৃত্যুর পর রায়বেরেলির লোকেরা যারপরনাই পাশে দাঁড়িয়েছিলেন, একথা বলেছিলেন অদিতি৷ উল্টোদিকে রায়বেরেলির মানুষও একই কথা স্বীকার করেছে৷ একটি সাক্ষাৎকারে অদিতি জানিয়েছেন, 'বাবার রেখে যাওয়া শূন্যতা পূরণ করেছে রায়বেরলি, বাবা মারা যাওয়ার পর রায়বেরেলির মানুষ একটি পরিবারের মতো পাশে দাঁড়িয়েছিলেন। আমার বাবা এই আসনে বহুবার জয়লাভ করেছিলেন৷ কংগ্রেস বিধায়ক হিসেবেই হোক বা নির্দল হিসেবে, একমাত্র রায়বরেলির মানুষের জন্য তিনি কাজ করেছেন৷ সেই উত্তরাধিকার আমি বজায় রেখেছি৷ সামর্থ্য অনুযায়ী যা করতে পারি তাই করছি।"
advertisement
বিজেপির টিকিটে ভোটে দাঁড়ানোর পর অদিতি তোপ দেগেছিলেন কংগ্রেসের বিধায়কদেরও৷ স্পষ্ট বলেছেন, ২০১৭ সালে উত্তরপ্রদেশ বিধানসভায় কংগ্রেসের সাতজন বিধায়ক ছিলোন। তাঁরা জানেন তাঁদের বর্তমান অবস্থান কী! তাঁরা জানেন উত্তরপ্রদেশে তাঁদের লাভ করার কিছুই নেই৷
advertisement
উত্তরপ্রদেশ নির্বাচনের জন্য যে ১২৫ জন প্রার্থীর নাম ঘোষণা করেছেন প্রিয়াঙ্কা, তাঁদের মধ্যে ৫০ জন মহিলা। এবার খোদ প্রিয়াঙ্কাকে সম্মুখ চ্যালেঞ্জ ছুড়েছেন আরও এক মহিলা, এককালের স্নেহের পাত্রী!
উত্তরপ্রদেশে আরও বাড়ছে যোগীর ক্ষমতা ও শক্তি৷ বিধানসভা নির্বাচনের আগে (UP Assembly Election 2022) বিভিন্ন দল থেকে নেতারা বিজেপিতে যোগ দিচ্ছেন৷ তবে কংগ্রেসের বক্তব্য শিক্ষা থেকে স্বাস্থ্য সব দিক থেকেই রায়বেরলির উন্নয়ন করেছে তারা৷ ফল কী হয়, সেদিকেই চোখ রাজনৈতিক মহলের৷
advertisement
বাংলা খবর/ খবর/দেশ/
UP Assembly Election 2022: গান্ধি-গড় রায়বেরলি জেতার মাস্টার প্ল্যান করছে বিজেপি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement