Budget 2022: সবমিলিয়ে ৯০ মিনিট, নিজের সংক্ষিপ্ততম বাজেট বক্তৃতা রাখলেন নির্মলা

Last Updated:

২০২০ সালে ভারতের ইতিহাসে দীর্ঘতম বাজেট বক্তৃতা পেশ করেন নির্মলা৷ সেবছর ২ ঘণ্টা ৪২ মিনিট ধরে বাজেট পেশ করেন তিনি (Nirmala Sitharaman Budget Speech 2022)৷

বাজেট পেশ করছেন নির্মলা৷ Photo-ANI
বাজেট পেশ করছেন নির্মলা৷ Photo-ANI
#দিল্লি: সবমিলিয়ে এক ঘণ্টা তিরিশ মিনিট৷ অর্থমন্ত্রী হিসেবে নিজের সংক্ষিপ্ততম বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Budget 2022 Speech)৷
হিসেব নিকেশের খাতা দেখে বাজেট পড়ার রীতিতে আগেই দাড়ি টেনেছিলেন নির্মলা সীতারমণ (Nirmala Sitharaman Budget)৷ এবছর পেপারলেস বাজেট পেশ করেন অর্থমন্ত্রী৷ ট্যাবলেট দেখে বাজেট (Budget 2022) বক্তৃতা পেশ করেন তিনি৷
২০১৯ সালে অর্থমন্ত্রী হিসেবে প্রথম বার বাজেট পেশ করতে গিয়ে ২ ঘণ্টা ১৫ মিনিট সময় নিয়েছিলেন সীতারমণ৷ ২০২০ সালে ভারতের ইতিহাসে দীর্ঘতম বাজেট বক্তৃতা পেশ করেন নির্মলা৷ সেবছর ২ ঘণ্টা ৪২ মিনিট ধরে বাজেট পেশ করেন তিনি৷
advertisement
advertisement
গত বছর প্রথমবার পেপারলেস বাজেট পেশ করার পথে হাঁটে কেন্দ্রীয় সরকার৷ সেবারই ১ ঘণ্টা ৪০ মিনিটে বাজেট বক্তৃতা পেশ করেন সীতারমণ৷
advertisement
এ বারেও তিনি দেড় থেকে দু' ঘণ্টার মধ্যে বাজেট বক্তৃতা শেষ করবেন বলে ধরে নেওয়া হয়েছিল৷ দেখা গেল, ২০২১-এর থেকেও কম সময় নিয়ে নিজের সংক্ষিপ্ততম বাজেট বক্তৃতা পেশ করলেন নির্মলা৷
২০১৮ সালে প্রায় ১৮,৬০৪ শব্দের বাজেট বক্তৃতা পাঠ করেছিলেন প্রয়াত প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলি৷ সেবার তিনি ১ ঘণ্টা ৪৯ মিনিট সময় নিয়েছিলেন৷ ভারতীয় অর্থমন্ত্রীদের দীর্ঘতম বাজেট বক্তৃতার তালিকায় জেটলির বক্তব্য তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম স্থানে রয়েছে৷
বাংলা খবর/ খবর/দেশ/
Budget 2022: সবমিলিয়ে ৯০ মিনিট, নিজের সংক্ষিপ্ততম বাজেট বক্তৃতা রাখলেন নির্মলা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement