Crypto Tax in Budget 2022: ক্রিপ্টোকারেন্সি থেকে আয়ে ৩০ শতাংশ কর, ডিজিটাল সম্পদ নিয়ে বড় ঘোষণা নির্মলার

Last Updated:

কয়েক মাস আগেও অবশ্য ক্রিপ্টোকারেন্সিকে নিষিদ্ধ করার পক্ষেই ছিল নরেন্দ্র মোদি সরকার (Cryptocurrency Tax in Budget 2022)৷

ক্রিপ্টোকারেন্সিকে (Cryptocurrency) কবে থেকে বা কীভাবে বৈধতা দেওয়া হবে, তা এখনও স্পষ্ট করেনি কেন্দ্রীয় সরকার৷ যদিও কেন্দ্র জানিয়ে দিয়েছিল, ক্রিপ্টোকারেন্সিকে ডিজিটাল সম্পদ হিসেবে গণ্য করা হবে (Cryptocurrency Tax in Budget 2022)৷
এ দিন বাজেট পেশ করতে গিয়ে নির্মলা সীতারমণ জানিয়ে দিলেন, ক্রিপ্টোকারেন্সির মতো ডিজিটাল সম্পদ থেকে আয়ের উপরে ৩০ শতাংশ হারে কর ধার্য করা হবে৷ করের হারের নিরিখে যা দেশের মধ্যে সর্বোচ্চ?
advertisement
কয়েক মাস আগেও অবশ্য ক্রিপ্টোকারেন্সিকে নিষিদ্ধ করার পক্ষেই ছিল নরেন্দ্র মোদি সরকার৷ যদিও পরবর্তী সময়ে সরকারের মনোভাব বদলায়৷ এ দিন বাজেট পেশ করতে গিয়ে নির্মলা সীতারমণ বুঝিয়ে দিলেন, ক্রিপ্টোকারেন্সিকে স্বীকৃতি দিতে চলেছে কেন্দ্র৷ তার জন্য প্রয়োজনীয় আইনও আনা হচ্ছে৷
advertisement
কেন্দ্রীয় অর্থমন্ত্রী এ দিন জানিয়ে দিয়েছেন, ক্রিপ্টোকারেন্সির মতো ডিজিটাল সম্পদ থেকে আয়ের উপরে কোনওরকমের ছাড় যে প্রযোজ্য হবে না, তাও বুঝিয়ে দিয়েছেন অর্থমন্ত্রী৷ পাশাপাশি তিনি জানিয়েছেন, ক্রিপ্টোকারেন্সি উপহার হিসেবে দিলে যিনি উপহার দেবেন তাঁকেই করের বোঝা বহন করতে হবে৷
advertisement
ক্রিপ্টোকারেন্সিকে আর্থিক সম্পদ হিসেবেই দেখছে কেন্দ্রীয় সরকার৷ এই মুদ্রা দিয়ে কোনও পেমেন্ট করা যাবে না৷ বরং শেয়ার অথবা সোনার মতো এই সম্পদ হাতে রাখতে পারবেন ক্রিপ্টোকারেন্সির ব্যবহারকারীরা৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Crypto Tax in Budget 2022: ক্রিপ্টোকারেন্সি থেকে আয়ে ৩০ শতাংশ কর, ডিজিটাল সম্পদ নিয়ে বড় ঘোষণা নির্মলার
Next Article
advertisement
BCCI New President: দৌড়ে ছিলেন সৌরভ, হরভজন! শেষ পর্যন্ত বিসিসিআই-এর নতুন সভাপতি কে? বড় চমক
দৌড়ে ছিলেন সৌরভ, হরভজন! শেষ পর্যন্ত বিসিসিআই-এর নতুন সভাপতি কে? বড় চমক
  • সৌরভ, হরভজনের মতো হেভিওয়েটদের পিছনে ফেলে বিসিসিআই-এর শীর্ষ পদে বসছেন প্রাক্তন ক্রিকেটার মিঠুন মানহাস৷ আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের প্রতিনিধিত্ব না করলেও কয়েক বছর আগেও ঘরোয়া ক্রিকেট পরিচিত মুখ ছিলেন মিঠুন৷

VIEW MORE
advertisement
advertisement