#কলকাতা: এক দেশ, এক বাজেট ৷ আজ সংসদে বাজেট অধিবেশন ৷ দীর্ঘ ৯২ বছরের ঐতিহ্যের ইতি ঘটতে চলেছে ৷ এদিন মিশে যাচ্ছে রেল ও সাধারণ বাজেট ৷ ১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলিই পেশ করবেন রেল বাজেট৷ ক্লাউড অন দ্য রক। অনিশ্চয়তার মেঘে ঢাকা বাজেটে কতটা জোরালো হবে আশার আলো? উত্তর মিলবে আর কিছুক্ষণের মধ্যে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Arun Jaitley, Bengali News, Budget 2017, Budget 2017-18, Budget Speech, Indian Budget 2017, Union Budget 2017-18, Union Budget Highlight