Uddhav Thackeray: সরকারি আবাসন ছাড়লেন মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে, ইস্তফা নিয়ে এখনও ধোঁয়াশা!

Last Updated:

Uddhav Thackeray: তা হলে কি মহারাষ্ট্রে সরকার বদলের সম্ভাবনা প্রবল!

#মুম্বই: মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের সরকারি বাসভবন বর্ষা ছেড়ে বেরিয়ে গিয়েছেন। মুম্বই শহরতলির মাতোশ্রী বাসভবনের উদ্দেশে রওনা দিয়েছেন। মাতোশ্রী ঠাকরেদের বাসভবন। আদিত্য ঠাকরে, রশমী ঠাকরে, তেজস ঠাকরেও রয়েছেন তাঁর সঙ্গে। বর্ষা থেকে তাঁদের জিনিসপত্রও বের করে নেওয়া হয়েছে।
মারাঠা রাজনীতিতে ব্যাপক টালমাটাল পরিস্থিতি চলছে। বিদ্রোহী বিধায়করা গুজরাট ছেড়ে অসমে পৌঁছেছেন। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, চেয়ারের লোভে তিনি থাকবেন না।
আরও পড়ুন- সিন্ধিয়া, পাইলটের পর শিন্ডে- শত্রু শিবিরের বিক্ষুব্ধরাই বিজেপি-র তুরুপের তাস
শিবসেনার ৩০ জন বিধায়ক বিদ্রোহী একনাথ শিন্ডেকে তাঁদের নেতা হিসাবে সমর্থন করে রাজ্যপালকে চিঠি দেওয়ার পরই যাবতীয় গোলমালের সূত্রপাত। উদ্ধব ঠাকরে পাল্টা বলেছিলেন, বিধায়কদের অনেকেই তাঁকে জানিয়েছেন, একনাথ শিন্ডে তাঁদের জোর করে নিয়ে গিয়েছেন।
advertisement
advertisement
আরও পড়ুন- বিকেল ৫ টার মধ্যে সভায় না এলে..: বিদ্রোহী শিন্ডে সহ বিধায়কদের হুঁশিয়ারি শিবসেনার
এই মুহূর্তে মহারাষ্ট্রে সরকার বদলের সম্ভাবনা প্রবল। তবে উদ্ভব ঠাকরের ইস্তফা নিয়ে ধোঁয়াশা থেকেই গেল।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Uddhav Thackeray: সরকারি আবাসন ছাড়লেন মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে, ইস্তফা নিয়ে এখনও ধোঁয়াশা!
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
  • সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ !

  • সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা

  • তবে আগামী দু’দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement