Newborns passed away in UP: মর্মান্তিক! এসি চালিয়ে রাতে অঘোরে ঘুম চিকিৎসকের, অতি ঠান্ডায় মৃত্যু দুই সদ্যোজাতর

Last Updated:

Newborns passed away in UP: দুই সদ্যোজাতর পরিবারের অভিযোগ, ক্লিনিকের কর্ণধার ড. নীতু শনিবার রাতে নিজের ঘুমের সুবিধার জন্য এসি চালিয়ে ঘর ঠান্ডা করে রেখেছিলেন।

মুজাফ্ফরনগর: অতিরিক্ত ঠান্ডায় মৃত্যু হল দুই সদ্যোজাতর। এসি চালিয়ে ঘর ঠান্ডা করার ফলেই এমন মর্মান্তিক পরিণতি। অভিযোগ উঠল প্রাইভেট ক্লিনিকের চিকিৎসকের বিরুদ্ধে। রবিবার ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের শামলি জেলায়।
দুই সদ্যোজাতর পরিবারের অভিযোগ, ক্লিনিকের কর্ণধার ড. নীতু শনিবার রাতে নিজের ঘুমের সুবিধার জন্য এসি চালিয়ে ঘর ঠান্ডা করে রেখেছিলেন। সারারাত ওভাবে এসি চালিয়ে রাখেন তিনি। তারপরই পরদিন সকালে দুই সদ্যোজাতকে মৃত অবস্থায় পাওয়া যায় ঘরে।
advertisement
advertisement
স্টেশন হাউস অফিসার নেত্রপাল সিং বলেন, শিশুদের পরিবারের দায়ের করা অভিযোগের ভিত্তিতে, চিকিৎসকের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৪ ধারার অধীনে একটি মামলা দায়ের করা হয়েছে। জানা যায়, চিকিৎসককে গ্রেফতার করা হয়েছে।
ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য বিভাগ। অ্যাডিশনাল চিফ মেডিক্যাল অফিসার জানিয়েছেন, দোষীদের যথাযথ কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে।
অভিযোগপত্রে দাবি করা হয়েছে, শনিবার সরকারি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে শিশুর জন্ম হয় এবং পরে একই দিনে বেসরকারি ক্লিনিকে স্থানান্তরিত হয়। তাদের চিকিৎসার জন্য ফটোথেরাপি ইউনিটে রাখা হয়েছিল। ড. নীতু শনিবার রাতে ঘুমানোর জন্য এয়ার কন্ডিশনার চালু করেছিলেন। এবং পরের দিন সকালে তাদের পরিবার দেখতে গেলে দুই শিশুকেই ইউনিটে মৃত অবস্থায় পাওয়া যায়। নিহতদের পরিবার এই ঘটনায় চিকিৎসকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।
বাংলা খবর/ খবর/দেশ/
Newborns passed away in UP: মর্মান্তিক! এসি চালিয়ে রাতে অঘোরে ঘুম চিকিৎসকের, অতি ঠান্ডায় মৃত্যু দুই সদ্যোজাতর
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে
  • সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর, ২০২৫ – ৫ অক্টোবর, ২০২৫

  • এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • দেখে নিন রাশি মিলিয়ে, জানাচ্ছেন চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement