Raja Raghuvanshi Murder Udpate: ম্যাজিস্ট্রেটের সামনে মুখে কুলুপ দুই ভাডা়টে খুনির, রাজা হত্যার তদন্তে কি তবে বড় ধাক্কা?

Last Updated:

আনন্দ এবং আকাশ ছাড়াও বিশাল সিং চৌহান নামে আরও একজন খুনিকে রাজাকে হত্যার জন্য ভাড়া করেছিল সোনম এবং তার প্রেমিক রাজ কুশাওয়া৷

রাজা রঘুবংশী হত্যাকাণ্ডের তদন্ত কি ধাক্কা খাবে?
রাজা রঘুবংশী হত্যাকাণ্ডের তদন্ত কি ধাক্কা খাবে?
শিলং: পুলিশের জেরায় নিজেদের অপরাধ স্বীকার করে নিয়েছিল৷ কিন্তু ম্যাজিস্ট্রেটের সামনে জবানবন্দি দিতে অস্বীকার করল মেঘালয়ে রাজা রঘুবংশী হত্যাকাণ্ডে অভিযুক্ত তিন জন খুনির মধ্যে দু জন৷ মেঘালয় পুলিশের সূত্র উদ্ধৃত করে এনডিটিভি-র একটি প্রতিবেদনে এমনই দাবি করা হয়েছে৷
শিলং সিটি পুলিশের প্রধান হার্বার্ট পিনিয়েড এই খবর জানিয়েছেন৷ রাজা হত্যাকাণ্ডের তদন্তে মেঘালয় পুলিশ যে বিশেষ তদন্তকারী দল তৈরি করেছিল, তার প্রধানও এই পুলিশকর্তা৷ তিনি জানিয়েছেন, বৃহস্পতিবার রাজা খুনে অভিযুক্ত দুই ভাড়াটে খুনি আকাশ রাজপুত এবং আনন্দ কুর্মিকে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করানো হয়৷ কিন্তু সেখানে কোনও বয়ান দিতে অস্বীকার করে তারা৷
advertisement
ওই পুলিশকর্তা জানিয়েছেন, সোনম, তাঁর প্রেমিক রাজ সহ পাঁচ অভিযুক্তের মধ্যে দু জনকে বৃহস্পতিবার ম্যাজিস্ট্রেটের সামনে পেশ করা হয়৷ কিন্তু মুখে কুলুপ আঁটে ওই দু জন৷ যদিও ওই পুলিশকর্তার দাবি, ধৃতদের প্রত্যেকের বিরুদ্ধেই পুলিশের কাছে যথেষ্ট জোরাল তথ্যপ্রমাণ রয়েছে৷ পাশাপাশি ফরেন্সিক পরীক্ষার রিপোর্টের জন্যও অপেক্ষা করছে পুলিশ৷
advertisement
এর আগে মেঘালয় পুলিশ দাবি করেছিল, সোনম- রাজ সহ পাঁচ অভিযুক্তই নিজেদের অপরাধের কথা স্বীকার করে নিয়েছে৷ ওই পুলিশকর্তা বলেন, ‘অভিযুক্তদের বয়ান দেওয়ার জন্য জোর করা যায় না৷ এটা তাদের উপরে নির্ভর করে৷ কিন্তু তথ্যপ্রমাণও অভিযোগ প্রমাণে সমান গুরুত্বপূর্ণ৷ ফলে কোনও সমস্যা নেই৷ এই মামলায় আমাদের হাতে প্রমাণ রয়েছে৷’
advertisement
ভারতীয় ন্যায় সংহিতার ১৮০ ধারায় পুলিশ অভিযুক্তদের স্বীকারোক্তি আদায় করতে পারেন৷ কিন্তু ম্যাজিস্ট্রেটের সামনে ১৮৩ ধারায় রেকর্ড করা জবানবন্দিই অভিযোগ প্রমাণের ক্ষেত্রে আদালতগ্রাহ্য বলে গণ্য করা হয়৷
আনন্দ এবং আকাশ ছাড়াও বিশাল সিং চৌহান নামে আরও একজন খুনিকে রাজাকে হত্যার জন্য ভাড়া করেছিল সোনম এবং তার প্রেমিক রাজ কুশাওয়া৷ গত ২৩ মে মেঘালয়ে হনিমুনে নিয়ে গিয়ে রাজাকে খুন করে তাঁর সদ্যবিবাহিতা স্ত্রী সোনম৷ বেশ কয়েকদিন পরে রাজার দেহ উদ্ধার হয়৷ তার পরই ফাঁস হয়ে যায় সোনম এবং তার প্রেমিক রাজের এই হাড় হিম করা ষড়যন্ত্র৷
বাংলা খবর/ খবর/দেশ/
Raja Raghuvanshi Murder Udpate: ম্যাজিস্ট্রেটের সামনে মুখে কুলুপ দুই ভাডা়টে খুনির, রাজা হত্যার তদন্তে কি তবে বড় ধাক্কা?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement