ক্লাসে বসেই ঠান্ডা পানীয়ের বোতলে মেশানো মদে চুমুক! সাসপেন্ড নবম শ্রেণির দুই ছাত্রী

Last Updated:

ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের একটি সরকারি স্কুলে ৷ স্কুল সূত্রে খবর, নবম শ্রেণির ওই দুই ছাত্রী আগেও মাদক খাওয়ার জন্য ধরা পড়েছিল ৷

#অন্ধ্রপ্রদেশ: ক্লাসের মধ্যে হঠাৎই অ্যালকোহলের গন্ধ ৷ ব্যপারটা সুবিধার ঠেকছে না ৷ একটু খোঁজ নিয়েই শিক্ষকরা দেখতে পেলেন দুই ছাত্রীর কাণ্ড ৷
লুকিয়ে লুকিয়ে ঠান্ডা পানীয়ের বোতলে চুমুক দিচ্ছে তারা ৷ সেই বোতলে পানীয়ের সঙ্গে মেশানো রয়েছে মদ ৷ ক্লাসের মধ্যেই নেশা করছে তারা ৷ তাদের ব্যবহারও অসংলগ্ন ছিল ৷ হাতেনাতে ধরা পড়ার সঙ্গে সঙ্গে স্কুল থেকে বরখাস্ত করা হয় দুই ছাত্রীকে ৷
ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের একটি সরকারি স্কুলে ৷ স্কুল সূত্রে খবর, নবম শ্রেণির ওই দুই ছাত্রী আগেও মাদক খাওয়ার জন্য ধরা পড়েছিল ৷ ওই দুই ছাত্রীর বাবাই মাদকাসক্ত ৷ ফলে বাড়িতে প্রায়ই মদ্যপান করে তারা ৷ এখন এমনই নেশাগ্রস্ত হয়ে গিয়েছে, যে স্কুলেও মদ নিয়ে এসেছে দুই ছাত্রী ৷
advertisement
advertisement
এরপরেই দুই থাক্রীর অভিভাবকদের ডেকে পাঠান স্কুলের প্রধান শিক্ষক বাট্টু সুরেশ কুমার ৷ আগে সাবধান করার পরেও একই কাজ করায় ওই ছাত্রী যুগলকে বরখাস্ত করা হয় ৷ অন্যান্য শীক্ষার্থীদের উপরে কুপ্রভাব পড়তে পারে বলেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে স্কুলের তরফে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
ক্লাসে বসেই ঠান্ডা পানীয়ের বোতলে মেশানো মদে চুমুক! সাসপেন্ড নবম শ্রেণির দুই ছাত্রী
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement