হোম /খবর /দেশ /
২ দিনের ভারত ব‌ন‍্ধে ব্যাঙ্ক-পরিবহণ-সহ গুরুত্বপূর্ণ পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা

Two Day Bharat Bandh: আগামিকাল থেকে ২ দিনের ভারত ব‌ন‍্ধ, ব্যাঙ্ক-পরিবহণ-সহ অন্যান্য গুরুত্বপূর্ণ পরিষেবা ব্যাহত হওয়ার সম্ভাবনা

প্রতীকী ছবি ৷

প্রতীকী ছবি ৷

Two Day Bharat Bandh: দু'দিনের ভারত বন‍্ধ, ব্যাঙ্ক সহ একাধিক ক্ষেত্রেই পরিষেবা ব্যাহত হতে পারে বলে মনে করা হচ্ছে

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: আগামিকাল ও পরশু জনজীবনে সরাসরি প্রভাব পড়বে ৷ সম্পূর্ণ ভাবে সাধারণ মানুষের জীবনে বড়সড় প্রভাব পড়বে ৷ সোম ও মঙ্গল এই দুই দিন বন‍্ধ হতে চলেছে ৷ জয়েন্ট প্ল্যাটফর্ম ও সেন্ট্রাল ট্রেড ইউনিয়নের একটি অধিবেশন হয়েছিল গত ২২ মার্চ ২০২২ দিল্লিতে হয়েছিল ৷ ফলত এই বন‍্ধ-এর প্রভাব সরাসরি পড়তে চলেছে ব্যাঙ্কিং সেক্টর সহ অন্যত্র সরাসরি প্রভাব পড়বে ৷ এই বন‍্ধ-এর নোটিস বিভিন্ন সংগঠনের কাছে  পাঠানো হয়েছে এবং সম্মিলিত বন্ধের ডাক দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে ৷

আরও পড়ুন: Viral Video: মৃত মেয়ের দেহ কাঁধে রাস্তার পর রাস্তা হাঁটছেন ঈশ্বর! ভাইরাল মর্মান্তিক ভিডিও

সারা ভারতের বিভিন্ন ব্যাঙ্ক সংগঠনের কর্মীরা এই দুই দিনের ব্যাঙ্ক বন্ধে সামিল হতে চলেছে ৷ ব্যাঙ্ক সংক্রান্ত বিষয়ে সরকারি সিদ্ধান্তের প্রেক্ষিতেই এই আন্দোলন ৷ মূলত ব্যাঙ্ক বেসরকারিকরণের (Banking Laws Amendment Bill 2021) সিদ্ধান্তের ফলেই বিভিন্ন ব্যাঙ্ক ইউনিয়নগুলি বন‍্ধ-এ সামিল হবে ৷ শুধুই ব্যাঙ্ক নয় এই ধর্মঘটের সামিল হবে পরিবহণের কর্মীরা, সড়ক নির্মাণ, বিদ্যুৎ বিভাগের কর্মীরাও এই বন্ধে যোগ দেবেন ৷

আরও পড়ুন:  Noise Pollution: বিশ্বের দ্বিতীয় সবচেয়ে শব্দদূষিত শহর উত্তরপ্রদেশের মোরাদাবাদ, পিছিয়ে নেই কলকাতা, আসানসোলও!

চিকিৎসক বা স্বাস্থ্যকর্মীরা যদি এই বন্ধের সামিল হয় সেক্ষেত্রে তাঁদের বিরুদ্ধে ESMA প্রয়োগ করা হবেই বলে জানা গিয়েছে ৷ হরিয়ানা ও চণ্ডীগড়ের ক্ষেত্রেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে (Haryana and Chandigarh, respectively) ৷ স্টেট ব্যাঙ্কের পক্ষ থেকে জানানো হয়েছে এই ধর্মঘটের ফলে ব্যাঙ্কের পরিষেবায় বিশেষ ভাবে প্রভাব পড়বে ৷ তবে অনেক ক্ষেত্রেই ব্যাঙ্কের পক্ষ থেকে পদক্ষেপ করা হয়েছে যাতে স্বাভাবিক ব্যাঙ্ক সংক্রান্ত কার্যকলাপ সম্পন্ন হয় ৷ অনলাইনে বাস ও ট্রেনের টিকিট এখনও বুক করা যাচ্ছে ৷ ধর্মঘটের নোটিস স্টিল, কয়লা, তেল, পোস্ট অফিস, আয়কর, তামা, ব্যাঙ্ক ও বিমা সংক্রান্ত ইউনিয়নগুলির কাছে পাঠানো হয়েছে ৷ তাঁদের বক্তব্য কেন্দ্রের শ্রমবিরোধী আইনের ফলেই সিদ্ধান্ত ৷

আরও পড়ুন: Viral Video: ১৫ সেকেন্ডের মধ্যে দু'বার এভাবে প্রাণে বাঁচা! ভিডিওটি না দেখলে বিশ্বাসই করবেন না...

এই ধর্মঘটের প্রেক্ষিতে পশ্চিমবঙ্গ সরকার কর্মীদের কাজে যোগ দেওয়াটা বাধ্যতামূলক করেছে ৷ কর্মীদেরকে নির্দেশ দেওয়া হয়েছে ধর্মঘটের ৪৮ ঘণ্টার জন্য রিপোর্ট করতে ৷ বেশ কিছু জরুরি ভিত্তিক পরিস্থিতি যেমন গুরুতর অসুখ বা মৃত্যু-সহ অন্যান্য ঘটনা ছাড়া কোনও রকমের ছুটি গ্রাহ্য হবেনা ৷ অন্যথায় কারণ দর্শাতে হবে ৷ উপযুক্ত কারণ না হলে কর্মদিবস থেকে বাদ দেওয়া হবে, বেতনও কাটা যাবে, কোনও রকমের ছুটি গ্রাহ্য হবেনা ৷

Published by:Arjun Neogi
First published:

Tags: SBI, Two Day Bharat Bandh