Two Day Bharat Bandh: আগামিকাল থেকে ২ দিনের ভারত ব‌ন‍্ধ, ব্যাঙ্ক-পরিবহণ-সহ অন্যান্য গুরুত্বপূর্ণ পরিষেবা ব্যাহত হওয়ার সম্ভাবনা

Last Updated:

Two Day Bharat Bandh: দু'দিনের ভারত বন‍্ধ, ব্যাঙ্ক সহ একাধিক ক্ষেত্রেই পরিষেবা ব্যাহত হতে পারে বলে মনে করা হচ্ছে

প্রতীকী ছবি ৷
প্রতীকী ছবি ৷
#নয়াদিল্লি: আগামিকাল ও পরশু জনজীবনে সরাসরি প্রভাব পড়বে ৷ সম্পূর্ণ ভাবে সাধারণ মানুষের জীবনে বড়সড় প্রভাব পড়বে ৷ সোম ও মঙ্গল এই দুই দিন বন‍্ধ হতে চলেছে ৷ জয়েন্ট প্ল্যাটফর্ম ও সেন্ট্রাল ট্রেড ইউনিয়নের একটি অধিবেশন হয়েছিল গত ২২ মার্চ ২০২২ দিল্লিতে হয়েছিল ৷ ফলত এই বন‍্ধ-এর প্রভাব সরাসরি পড়তে চলেছে ব্যাঙ্কিং সেক্টর সহ অন্যত্র সরাসরি প্রভাব পড়বে ৷ এই বন‍্ধ-এর নোটিস বিভিন্ন সংগঠনের কাছে  পাঠানো হয়েছে এবং সম্মিলিত বন্ধের ডাক দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে ৷
আরও পড়ুন: Viral Video: মৃত মেয়ের দেহ কাঁধে রাস্তার পর রাস্তা হাঁটছেন ঈশ্বর! ভাইরাল মর্মান্তিক ভিডিও
সারা ভারতের বিভিন্ন ব্যাঙ্ক সংগঠনের কর্মীরা এই দুই দিনের ব্যাঙ্ক বন্ধে সামিল হতে চলেছে ৷ ব্যাঙ্ক সংক্রান্ত বিষয়ে সরকারি সিদ্ধান্তের প্রেক্ষিতেই এই আন্দোলন ৷ মূলত ব্যাঙ্ক বেসরকারিকরণের (Banking Laws Amendment Bill 2021) সিদ্ধান্তের ফলেই বিভিন্ন ব্যাঙ্ক ইউনিয়নগুলি বন‍্ধ-এ সামিল হবে ৷ শুধুই ব্যাঙ্ক নয় এই ধর্মঘটের সামিল হবে পরিবহণের কর্মীরা, সড়ক নির্মাণ, বিদ্যুৎ বিভাগের কর্মীরাও এই বন্ধে যোগ দেবেন ৷
advertisement
আরও পড়ুন:  Noise Pollution: বিশ্বের দ্বিতীয় সবচেয়ে শব্দদূষিত শহর উত্তরপ্রদেশের মোরাদাবাদ, পিছিয়ে নেই কলকাতা, আসানসোলও!
চিকিৎসক বা স্বাস্থ্যকর্মীরা যদি এই বন্ধের সামিল হয় সেক্ষেত্রে তাঁদের বিরুদ্ধে ESMA প্রয়োগ করা হবেই বলে জানা গিয়েছে ৷ হরিয়ানা ও চণ্ডীগড়ের ক্ষেত্রেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে (Haryana and Chandigarh, respectively) ৷ স্টেট ব্যাঙ্কের পক্ষ থেকে জানানো হয়েছে এই ধর্মঘটের ফলে ব্যাঙ্কের পরিষেবায় বিশেষ ভাবে প্রভাব পড়বে ৷ তবে অনেক ক্ষেত্রেই ব্যাঙ্কের পক্ষ থেকে পদক্ষেপ করা হয়েছে যাতে স্বাভাবিক ব্যাঙ্ক সংক্রান্ত কার্যকলাপ সম্পন্ন হয় ৷ অনলাইনে বাস ও ট্রেনের টিকিট এখনও বুক করা যাচ্ছে ৷ ধর্মঘটের নোটিস স্টিল, কয়লা, তেল, পোস্ট অফিস, আয়কর, তামা, ব্যাঙ্ক ও বিমা সংক্রান্ত ইউনিয়নগুলির কাছে পাঠানো হয়েছে ৷ তাঁদের বক্তব্য কেন্দ্রের শ্রমবিরোধী আইনের ফলেই সিদ্ধান্ত ৷
advertisement
advertisement
আরও পড়ুন: Viral Video: ১৫ সেকেন্ডের মধ্যে দু'বার এভাবে প্রাণে বাঁচা! ভিডিওটি না দেখলে বিশ্বাসই করবেন না...
এই ধর্মঘটের প্রেক্ষিতে পশ্চিমবঙ্গ সরকার কর্মীদের কাজে যোগ দেওয়াটা বাধ্যতামূলক করেছে ৷ কর্মীদেরকে নির্দেশ দেওয়া হয়েছে ধর্মঘটের ৪৮ ঘণ্টার জন্য রিপোর্ট করতে ৷ বেশ কিছু জরুরি ভিত্তিক পরিস্থিতি যেমন গুরুতর অসুখ বা মৃত্যু-সহ অন্যান্য ঘটনা ছাড়া কোনও রকমের ছুটি গ্রাহ্য হবেনা ৷ অন্যথায় কারণ দর্শাতে হবে ৷ উপযুক্ত কারণ না হলে কর্মদিবস থেকে বাদ দেওয়া হবে, বেতনও কাটা যাবে, কোনও রকমের ছুটি গ্রাহ্য হবেনা ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Two Day Bharat Bandh: আগামিকাল থেকে ২ দিনের ভারত ব‌ন‍্ধ, ব্যাঙ্ক-পরিবহণ-সহ অন্যান্য গুরুত্বপূর্ণ পরিষেবা ব্যাহত হওয়ার সম্ভাবনা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement