Viral Video: ১৫ সেকেন্ডের মধ্যে দু'বার এভাবে প্রাণে বাঁচা! ভিডিওটি না দেখলে বিশ্বাসই করবেন না...
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Viral Video: পুরো ঘটনার ভিডিও সিসিটিভিতে ধরা পড়েছে এবং একটি ছোট ক্লিপ ইন্টারনেটে ভাইরাল হয়ে গিয়েছে।
#কেরল: রাখে হরি, মারে কে! কেরালার একটি ছেলে একবার নয়, দুবার মৃত্যুর হাত থেকে বাঁচল। আর তাও মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে। আট বছর বয়সী শিশুটি একটি সাইকেল নিয়ে যাওয়ার সময় একটি মোটরবাইকের সঙ্গে তার ধাক্কা লাগে। সেই সময়ই ঘটতে পারত বড় দুর্ঘটনা। কিন্তু তা তো হয়ইনি, বরং বাইকের সঙ্গে সংঘর্ষে সে মাটিতে পড়ে যাওয়ার পর সামনেই এসে পড়েছিল একটি বাস। কিন্তু তার উপর দিয়ে বাসের চাকা চলে যাওয়ার আগেই সে সরে পড়ে রাস্তার ধারে।
No one would have believed if it wasn't caught on cam! Kerala boy on bicycle crashes into motorbike and narrowly escapes being run over by bus. Read full story,,, Miracle Accident Kerala CCTV pic.twitter.com/xiGB5KxQvN
— Baala DMK oddanchatraM (@123Baalu) March 24, 2022
advertisement
advertisement
পুরো ঘটনার ভিডিও সিসিটিভিতে ধরা পড়েছে এবং একটি ছোট ক্লিপ ইন্টারনেটে ভাইরাল হয়ে গিয়েছে। ট্যুইটার এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে হাজার হাজার বার দেখা হয়েছে এই ভিডিও। ছেলেটির সামান্য কিছু ক্ষত হয়েছে বটে। তবে, তা তেমন কিছু নয়। শুধু তার সাইকেলটি বাসের ধাক্কায় ভেঙে যায়।
advertisement
১৫ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যাচ্ছে ছেলেটি তার সাইকেল নিয়ে একটি ব্যস্ত রাস্তার দিকে দ্রুত গতিতে আসছে। সেই সময়ই একটি মোটরসাইকেলের ধাক্কায় সে ছিটকে পড়ে এবং রাস্তার অপর পাশে পড়ে যায়। ঠিক তখনই রাজ্য পরিবহনের একটি বাস ছেলেটির সাইকেলের উপর দিয়ে চলে যায়।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 27, 2022 2:54 PM IST