New Delhi: রাজধানীতে ফের তৎপর বিষ্ণোই গ্যাং? রাতের শহরে গুলি করে খুন জিম মালিককে
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
ডেপুটি পুলিশ কমিশনার অঙ্কিত চৌহান জানান, ইতিমধ্যেই মামলা রুজু হয়েছে, তদন্ত চলছে। পুলিশ সম্ভাব্য সমস্ত দিক গুলি খতিয়ে দেখছে। তিনি জানান, " পিসিআরে আমরা রাত ১০টা বেজে ৪৫ নাগাদ গুলি চালনা ঘটনার খবর পাই। গুলি চালনার ঘটনা আমরা খবর পাই ই ব্লকের গ্রেটার কৈলাস এলাকায়। নাদির শাহ নামে এক জিম মালিককে গুলি করে হত্যা করা হয়েছে।"
দিল্লিতে এক জিম মালিককে গুলি করে হত্যা করল দুই আততায়ী। বৃহস্পতিবার রাতে, দিল্লির গ্রেটার কৈলাস এলাকায় ওই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম নাদির শাহ, আফগান বংশোদ্ভূত ওই ব্যক্তি দিল্লির সিআর পার্কে বসবাস করতেন। ঘটনার দিন মোটরসাইকেল করে এসে ওই দুই আততায়ী খুব কাছ থেকে তাঁকে পর পর একের পর এক গুলি ছুড়তে থাকেন। ফলে, ঘটনাস্থলেই মারা যান তিনি।
পুলিশ সূত্রে খবর, ১০টা বেজে ৪৫ মিনিট নাগাদ তাঁদের কাছে খবর আসে এই গুলি চালনার কথা। তাঁরা ঘটনাস্থলে পৌঁছালে তাঁকে তড়িঘড়ি নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, ঘটনার সময় একাধিকবার গুলি চালানো হয়েছে। ঘটনাস্থল থেকে একাধিক ফাঁকা কার্তুজ উদ্ধার হয়েছে।
advertisement
advertisement
ডেপুটি পুলিশ কমিশনার অঙ্কিত চৌহান জানান, ইতিমধ্যেই মামলা রুজু হয়েছে, তদন্ত চলছে। পুলিশ সম্ভাব্য সমস্ত দিক গুলি খতিয়ে দেখছে। তিনি জানান, ” পিসিআরে আমরা রাত ১০টা বেজে ৪৫ নাগাদ গুলি চালনা ঘটনার খবর পাই। গুলি চালনার ঘটনা আমরা খবর পাই ই ব্লকের গ্রেটার কৈলাস এলাকায়। নাদির শাহ নামে এক জিম মালিককে গুলি করে হত্যা করা হয়েছে।”
advertisement
#WATCH | Delhi | DCP (South) Ankit Chauhan says, “Around 10:45 PM, we received a PCR call about a firing incident. We got the information about the firing incident in the E-block of GK (Greater Kailash). A person named Nadir Shah who runs a gym in partnership sustained bullet… pic.twitter.com/jYywp9kZd6
— ANI (@ANI) September 12, 2024
advertisement
তিনি আরও বলেন, “তদন্ত চলছে, তাঁর দেহে এখনও পর্যন্ত সাতটি বুলেটের ক্ষত পাওয়া গিয়েছে। ইতিমধ্যেই পাঁচ সদস্যের একটি বিশেষ দল গঠন করা হয়েছে।”
এই ঘটনায় ইতিমধ্যেই কুখ্যাত লরেন্স বিষ্ণোই গ্যাং এই হামলার দায় স্বীকার করেছে। গ্যাংস্টার রোহিত গোধারা সোশ্যাল মিডিয়ায় এই হামলার দায় স্বীকার করেছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
September 13, 2024 1:13 PM IST