Tungnath Temple : রুদ্রপ্রয়াগের তুঙ্গনাথ মন্দির হেলে গিয়েছে ৫-৬ ডিগ্রি! ভয়ঙ্কর তথ্য এএসআই-এর রিপোর্টে
- Written by:Bangla Digital Desk
- news18 bangla
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
Tungnath Temple : সমীক্ষার ফলাফল কেন্দ্রীয় সরকারকে জানিয়েছেন এএসআই আধিকারিকরা।
দেহরাদূন : ভারতের পুরাতত্ত্ব সর্বেক্ষণ বা এএসআই-এর সাম্প্রতিক গবেষণা ও সমীক্ষায় উঠে এল ভয়ঙ্কর তথ্য। সংস্থার তরফে জানানো হয়েছে রুদ্রপ্রয়াগের তুঙ্গনাথ মন্দির তার আগের অবস্থান থেকে হেলে গিয়েছে ৫ থেকে ৬ ডিগ্রি। উত্তরাখণ্ডে গাড়োয়াল হিমালয়ের অংশে ১২ হাজার ৮০০ ফুট উচ্চতায় রয়েছে এই শৈবতীর্থস্থান। মূল মন্দির ছাড়াও রয়েছে একাধিক ছোট ছোট স্থাপত্য। সেগুলির পরিস্থিতিও খারাপ হয়েছে। কারণ সেগুলি হেলে গিয়েছে ১০ ডিগ্রি।
তাদের সমীক্ষার ফলাফল কেন্দ্রীয় সরকারকে জানিয়েছেন এএসআই আধিকারিকরা। সুরক্ষিত সৌধ বা প্রোটেক্টেড মনুমেন্ট-এর তালিকায় তুঙ্গনাথ মন্দিরকে অন্তর্ভুক্ত করার জন্যেও সরকারের কাছে আর্জি জানিয়েছে এএসআই। সংস্থার আর্জিতে পদক্ষেপ করেছে কেন্দ্রীয় সরকার। তুঙ্গনাথ মন্দিরকে সুরক্ষিত সৌধের তালিকায় অন্তর্ভুক্তিকরণের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানানো হয়েছে সরকারের তরফে।
advertisement
এই বিপর্যয়ের কারণ অনুসন্ধান করবে এএসআই। দেখা হবে যাতে ক্ষতি সারিয়ে তোলা যায় দ্রুত। পাশাপাশি মন্দির খুঁটিয়ে পর্যবেক্ষণ করার পর বিশদ কর্মকাণ্ড শুরু হবে বলে জানানো হয়েছে তাদের তরফে। পুরো এলাকার ভূখণ্ড বসে যাওয়ার আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা। যদি তুঙ্গনাথ মন্দিরের ভিত্তিপ্রস্তর কোনওভাবে ক্ষতিগ্রস্ত হয়, তাহলে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলবেন এএসআই আধিকারিকরা।
advertisement
এখন একটি স্কেল বা মাপদণ্ড বসানো হয়েছে। তার মাধ্যমে পরিমাপ করা হচ্ছে প্রাচীন এই মন্দির ঠিক কতটা হেলে গিয়েছে। এই মর্মে চিঠি পাঠানো হয়েছে বদ্রী কেদার টেম্পল কমিটিকেও। এই কমিটির তত্ত্বাবধানেই বর্তমানে রয়েছে তুঙ্গনাথ মন্দির।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 20, 2023 7:52 PM IST










