‘অভিনন্দন ফিরলেই সত্যিটা জানা যাবে’, জানালেন কার্গিল যুদ্ধে বন্দি পাইলট নচিকেতা

Last Updated:
#নয়াদিল্লি: উইং কমান্ডার অভিনন্দন পাকিস্তানের হাতে আটক হওয়ার পর থেকেই স্মৃচি উসকে দেশবাসীর মনে চলে আসেন ক্যাপ্টেন কমবামপতি নচিকেতার কথা ৷ ১৯৯৯ সালে কার্গিল যুদ্ধে লেফটান্যান্ট নচিকেতাকে বন্দি বানানো হয়েছিল পাকিস্তানে৷ প্লেন থেকে নামার সময় একটা গন্ডগোল হয় ৷ তখন নিজের প্যারাশুট নিয়ে ঝাঁপ মারেন তিনি ৷ তিনি পাকিস্তানের মাটিতে ল্যান্ড করেন ৷
রেড ক্রসের মাধ্যমে তাঁকে মুক্তি দেওয়া হয় ৷ মিগ ২৭ নিয়ে নচিকেতা আক্রমণ শুরু করেন ৷ ৩০ এমএম মিসাইল রিলিজ করার মুহূর্ততে তাঁর প্লেনের ইঞ্জিন বন্ধ হয়ে যায় ৷ তিনি বন্ধ ইঞ্জিন শুরু করার প্রচুর চেষ্টা করেন ৷ পাকিস্তানের একটি পাহাড়ে তিনি নামেন ৷ তাঁকে রাওয়ালপিন্ডির জেলে বন্দি রাখা হয়েছিল ৷ আট দিন জেলে বন্দি থাকার পর তাঁকে ছাড়া হয় ৷ পাকিস্তানে তাঁকে মানসিক ও শারীরিক নির্যাতন করা হয় ৷ সেখানে তিনি ফেরার সব আশা ছেড়ে দিয়েছিলেন ৷ কিন্তু পরে ভাগ্য করে ফিরে আসেন ৷
advertisement
সম্প্রতি এক সাংবাদিক বৈঠকে নচিকেতা জানালেন, ‘অভিনন্দনের আটক হওয়ার খবরটা পেয়ে খুব দুশ্চিন্তায় ছিলাম৷ তবে এটা জানতাম, অভিনন্দন এই পরিস্থিতিটা সুন্দরভাবে মোকাবিলা করতে পারবেন ৷ কারণ এই ভাবেই আমরা ট্রেনিং পেয়ে থাকি ৷’
advertisement
সঙ্গে নচিকেতা আরও জানালেন, ‘তবে অভিনন্দন দেশে ফেরার পরেই আসল সত্যিটা জানা যাবে ৷ পাকিস্তান তাঁর সঙ্গে ঠিক কেমন ব্যবহার করেছে ৷’
advertisement
নচিকেতা আরও জানালেন, ‘এই সময়টা খুবই স্পর্শকাতর ৷ আর এই সময়ে পাকিস্তানের শান্তি প্রর্দশনের মনোভাব অভিনন্দনের বিষয়ে অনেকটাই সাহায্য করেছে ৷ তবে এখান থেকে দাঁড়িয়ে সব কিছু বলা সম্ভব নয় ৷ দুই দেশের কূটনৈতিক নীতিও অনেকটা সাহায্য করেছে অভিনন্দনের ক্ষেত্রে ৷ তবে যেটা হয়েছে, সেটা সত্যিই দুই দেশের মধ্যে কিছুটা হলেও যুদ্ধ পরিস্থিতির অবসান ঘটাবে বলে মনে হয় ৷ বাদ বাকিটা তো জানা যাবে অভিনন্দনের কাছ থেকেই !’
বাংলা খবর/ খবর/দেশ/
‘অভিনন্দন ফিরলেই সত্যিটা জানা যাবে’, জানালেন কার্গিল যুদ্ধে বন্দি পাইলট নচিকেতা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement