সারা দেশ জুড়ে শুরু ট্রাক ধর্মঘট, দুর্ভোগে আমজনতা

Last Updated:

কয়েক লক্ষ ট্রাক চালক সারা দেশ জুড়ে ধর্মঘট ডাকল ৷ শুক্রবার থেকেই দেশজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে ট্রাক চালকেরা ৷ ডিজেল মূল্য এবং টোল ফি হ্রাসসহ একাধিক দাবি নিয়ে এই ধর্মঘটের ডাক দিয়েছে ট্রাক চালকেরা ৷

#মুম্বই: কয়েক লক্ষ ট্রাক চালক সারা দেশ জুড়ে ধর্মঘট শুরু করল ৷ শুক্রবার থেকেই দেশজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে ট্রাক চালকেরা ৷ ডিজেল মূল্য এবং টোল ফি হ্রাসসহ একাধিক দাবি নিয়ে এই ধর্মঘটের ডাক দিয়েছে ট্রাক মালিকেরা ৷
সূত্রের খবর, সারা দেশজুড়ে প্রায় ৯.৩ মিলিয়ন ট্রাক চালক ধর্মধটের ডাক দিয়েছে ৷ গত১৭ মে এই ট্রাক ধর্মঘটের দিন ঘোষণা করেছিল ট্রাক সংগঠনের নেতারা ৷
অল ইন্ডিয়া মোটর ট্রান্সপোর্ট কংগ্রেস কোর কমিটির সভাপতি বাল মালকিট সিং জানিয়েছেন, কেন্দ্রীয় পরিবহণ মন্ত্রী নিতিন গড়করির সঙ্গে আমরা আজ বৈঠক স্থির হয়েছে ৷ কিন্তু তাতে কোনও মীমাংসা সম্ভব নয় ৷ অন্যদিকে, আজ রাত ৯.৩০টা নাগাদ অর্থমন্ত্রী পীযূশ গোয়েলের সঙ্গে সাক্ষাৎ করব আমরা ৷’
advertisement
advertisement
ডিজেল মূল্য এবং টোল ফি হ্রাস ছাড়াও ট্যাক্সের ক্ষেত্রেও ছাড় দেওয়ার দাবি জানাবে ট্রাক সংগঠনগুলি ৷ এছাড়াও সমস্ত বাসের ক্ষেত্রে সরকারের তরফ থেকেই যাতে ন্যাশনাল পারমিট দেওয়া হয় ৷ এই ধর্মঘট মারফত সেই সমস্ত দাবিও জানাবে বাস সংগঠনগুলি ৷
একইসঙ্গে তিনি জানিয়েছেন, যদি রাতের বৈঠকে কোনও সমাধান সূত্র মেলে তাহলে ট্রাক ধর্মঘট সেই মুহূর্তে বাতিল করে দেওয়া হবে ৷ প্রসঙ্গত, শুক্রবার সকাল থেকেই শুরু হয়েছে ট্রাক ধর্মঘট ৷ যার জেরে দৈনিক ৪হাজার কোটি টাকা ক্ষতির সম্মুখীন হবে ট্রাক সংগঠনগুলি ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
সারা দেশ জুড়ে শুরু ট্রাক ধর্মঘট, দুর্ভোগে আমজনতা
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement