Home /News /national /
সারা দেশ জুড়ে শুরু ট্রাক ধর্মঘট, দুর্ভোগে আমজনতা

সারা দেশ জুড়ে শুরু ট্রাক ধর্মঘট, দুর্ভোগে আমজনতা

Image for representation. (Reuters)

Image for representation. (Reuters)

কয়েক লক্ষ ট্রাক চালক সারা দেশ জুড়ে ধর্মঘট ডাকল ৷ শুক্রবার থেকেই দেশজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে ট্রাক চালকেরা ৷ ডিজেল মূল্য এবং টোল ফি হ্রাসসহ একাধিক দাবি নিয়ে এই ধর্মঘটের ডাক দিয়েছে ট্রাক চালকেরা ৷

 • Share this:

  #মুম্বই: কয়েক লক্ষ ট্রাক চালক সারা দেশ জুড়ে ধর্মঘট শুরু করল ৷ শুক্রবার থেকেই দেশজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে ট্রাক চালকেরা ৷ ডিজেল মূল্য এবং টোল ফি হ্রাসসহ একাধিক দাবি নিয়ে এই ধর্মঘটের ডাক দিয়েছে ট্রাক মালিকেরা ৷

  সূত্রের খবর, সারা দেশজুড়ে প্রায় ৯.৩ মিলিয়ন ট্রাক চালক ধর্মধটের ডাক দিয়েছে ৷ গত১৭ মে এই ট্রাক ধর্মঘটের দিন ঘোষণা করেছিল ট্রাক সংগঠনের নেতারা ৷

  অল ইন্ডিয়া মোটর ট্রান্সপোর্ট কংগ্রেস কোর কমিটির সভাপতি বাল মালকিট সিং জানিয়েছেন, কেন্দ্রীয় পরিবহণ মন্ত্রী নিতিন গড়করির সঙ্গে আমরা আজ বৈঠক স্থির হয়েছে ৷ কিন্তু তাতে কোনও মীমাংসা সম্ভব নয় ৷ অন্যদিকে, আজ রাত ৯.৩০টা নাগাদ অর্থমন্ত্রী পীযূশ গোয়েলের সঙ্গে সাক্ষাৎ করব আমরা ৷’

  ডিজেল মূল্য এবং টোল ফি হ্রাস ছাড়াও ট্যাক্সের ক্ষেত্রেও ছাড় দেওয়ার দাবি জানাবে ট্রাক সংগঠনগুলি ৷ এছাড়াও সমস্ত বাসের ক্ষেত্রে সরকারের তরফ থেকেই যাতে ন্যাশনাল পারমিট দেওয়া হয় ৷ এই ধর্মঘট মারফত সেই সমস্ত দাবিও জানাবে বাস সংগঠনগুলি ৷

  একইসঙ্গে তিনি জানিয়েছেন, যদি রাতের বৈঠকে কোনও সমাধান সূত্র মেলে তাহলে ট্রাক ধর্মঘট সেই মুহূর্তে বাতিল করে দেওয়া হবে ৷ প্রসঙ্গত, শুক্রবার সকাল থেকেই শুরু হয়েছে ট্রাক ধর্মঘট ৷ যার জেরে দৈনিক ৪হাজার কোটি টাকা ক্ষতির সম্মুখীন হবে ট্রাক সংগঠনগুলি ৷

  First published:

  পরবর্তী খবর