Bus Accident: ভয়াবহ বাস দুর্ঘটনা! ট্রাক এবং বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত কমপক্ষে ৬, আহত ২০ জনের বেশি
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Bus Accident: ভয়াবহ বাস দুর্ঘটনা ঘটল উত্তরপ্রদেশে। মর্মান্তিক এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৬ জন, আহতের সংখ্যা ২০ জনের বেশি।
ভয়াবহ বাস দুর্ঘটনা ঘটল উত্তরপ্রদেশে। মর্মান্তিক এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৬ জন, আহতের সংখ্যা ২০ জনের বেশি। হারদৈ-উন্নাও রোডের উপর জামালদিপুর গ্রামের কাছে বিকেলে এই দুর্ঘটনা ঘটে।
সফিপুরের সার্কেল অফিসার ঋষিকান্ত শুক্লা জানিয়েছেন, দুর্ঘটনাগ্রস্ত বাসটিতে ৩৫ জন যাত্রী ছিলেন। তার মধ্যে ৬ জন ইতিমধ্যেই মারা গিয়েছেন, ২০ জন যাত্রী আহত। আহত যাত্রীদের উদ্ধার করে কানপুর এবং উন্নাওয়ের জেলা হাসপাতালে নিয়ে আসা হয়েছে। দুর্ঘটনাগ্রস্ত ২০ জন যাত্রীর মধ্যে ১১ জনকে পাঠানো হয়ে কানপুর জেলা হাসপাতালে এবং বাকি ৯ জনকে নিয়ে আসা হয়েছে উন্নাও জেলা হাসপাতালে। আঘাত যাদের তুলনামূলক ভাবে কম, তাদের প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়েছে।
advertisement
advertisement
বাস দুর্ঘটনায় ট্রাকের চালককে গ্রেফতার করা গেলেও বাসচালক পলাতক। পুলিশ জানিয়েছে মৃতদের পরিচয় জানার চেষ্টা চলছে।
Location :
Kolkata,West Bengal
First Published :
April 28, 2024 7:04 PM IST