Physical Harassment: বৌদিকে ধর্ষণ দেওরের, শুনে স্ত্রীকে দুষে স্বামী বললেন, ‘তুমি আমার বৌ না’
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
বৌদিকে বাড়িতে একা পেয়ে ধর্ষণ করে দেওর। শুধু তাই নয়, নির্মম এই অত্যাচারের ঘটনা ক্যামেরাবন্দিও করে রাখে সে। স্বামীকে জানানোর পরে স্বামী তার পাশে দাঁড়ানইনি, উল্টে তিনি স্ত্রীকে বলেন, এখন থেকে তুমি আমার বৌ না, তুমি আমার বৌদি।
বৌদিকে বাড়িতে একা পেয়ে ধর্ষণ করে দেওর, এমনই অভিযোগ। শুধু তাই নয়, নির্মম এই অত্যাচারের ঘটনা ক্যামেরাবন্দিও করে রাখে সে। স্বামী বাড়ি ফেরার পর দেওরের এই কুকীর্তির কথা স্বামীকে জানায় ধর্ষিতা স্ত্রী, আশা ছিল স্বামী দেওরের এই অপরাধের কথা জানার পর ব্যবস্থা নেবেন। কিন্তু দেওরকে নিয়ে তাঁর সেই অভিযোগই হয়ে গিয়েছে অপরাধ। পাল্টা বিপদে পড়তে হল স্ত্রীকেই।
উত্তরপ্রদেশের মুজফ্ফরনগরের ঘটনা। দেওরের নির্যাতনের কথা স্বামীকে জানানোর পরে স্বামী তো তাঁর পাশে দাঁড়ানইনি, উল্টে তিনি স্ত্রীকে বলেন, এখন থেকে তুমি আমার বৌ না, তুমি আমার বৌদি। উল্টে দেওরকে নিয়ে স্ত্রীর ঘরে ঢোকেন স্বামী, তারপরে ভাইয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বদলে স্ত্রীর উপরেই নির্যাতন চালান স্বামী, এমনকি স্ত্রীকে খুনেরও চেষ্টা করেন স্বামী। ভাইকে নিয়ে স্ত্রীর ঘরে ঢুকে বৌকে মেঝেতে ফেলে তার বুকের উপরে উঠে পড়েন স্বামী। তারপরে ওড়না দিয়ে তার শ্বাসরোধের চেষ্টা করেন। এই পাশবিক ঘটনা ক্যামেরাবন্দি করে নির্যাতিতার দেওর।
advertisement
advertisement
বিষয়টি সামনে আসার পরেই ব্যবস্থা নিয়েছে পুলিশ। উত্তরপ্রদেশের খাতাউলির কোতওয়ালি থানা নির্যাতিতার স্বামী এবং দেওরের বিরুদ্ধে ৩৭৬ ধারায় ধর্ষণ, ৩০৭ ধারায় খুনের চেষ্টা এবং ৩২৮ ধারায় মামলা রুজু করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে দ্রুতই অভিযুক্তদের গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 28, 2024 2:12 PM IST