Tripura Trinamool: সেনাপতি পা রাখার আগেই রণকৌশল চূড়ান্ত হবে আজ? ত্রিপুরায় 'গুরুত্বপূর্ণ বৈঠকে' তৃণমূল কংগ্রেস...

Last Updated:

Tripura Trinamool: ২২ অক্টোবর থেকে ৪ নভেম্বর অবধি জেলায় জেলায় কর্মসূচী তৃণমূলের। 

পুরভোট প্রস্তুতি চূড়ান্ত করতে আজ বৈঠক
Representative Image
পুরভোট প্রস্তুতি চূড়ান্ত করতে আজ বৈঠক Representative Image
#আগরতলা : ত্রিপুরা রাজ্যে পুরভোটের প্রস্তুতি শুরু করে দিল তৃণমূল কংগ্রেস(Tripura Trinamool)। আজ আগরতলার এক হোটেলে পুরভোটের প্রস্তুতি হিসাবে ডাকা হল স্টিয়ারিং কমিটির বৈঠক। গত ৮ অক্টোবর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)  ত্রিপুরায় দলের নেতাদের নিয়ে একটি বৈঠক করেন৷ সেখানেই পুরভোটের প্রস্তুতি শুরু করার নির্দেশ দেওয়া হয়। সেই মোতাবেক আজ থেকেই পুরভোটের(Tripura Trinamool) প্রস্তুতি শুরু করছে বাংলার শাসক দল।
এরই প্রথম ধাপ হিসাবে আগামী ২২ অক্টোবর থেকে ৪ নভেম্বর অবধি ত্রিপুরার প্রতিটি জেলায় রাজনৈতিক কর্মসূচী(Tripura Trinamool) পালন করবে তৃণমূল কংগ্রেস৷ তৃণমূলের তিন নেতাকে আট জেলার দায়িত্ব দেওয়া হয়েছে। সুস্মিতা দেব - পশ্চিম ত্রিপুরা(Tripura Trinamool) ও সিপাহীজলা। আশিষ লাল সিংহ - ধলাই, খোয়াই, উনকোটি ও উত্তর ত্রিপুরা। সুবল ভৌমিক - দক্ষিণ ত্রিপুরা, গোমতী ও সিপাহীজলা জেলার দায়িত্বে।
advertisement
advertisement
এই সব জেলায় তৃণমূলের স্টিয়ারিং কমিটির (Tripura Trinamool) সদস্যরা আগামী দুই সপ্তাহ জুড়ে লাগাতার প্রচার চালিয়ে যাবেন। মানুষের কাছে তাঁরা বার্তা পৌছে দেবেন, বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের(CM Mamata Banerjee) নেতৃত্বাধীন সরকার কী ভাবে উন্নয়নের কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে। অন্যদিকে ত্রিপুরায় তৃণমূলের কর্মীরা কী ভাবে বারবার  আক্রান্ত হচ্ছেন সেই বিষয়কেও তুলে ধরা হবে৷
advertisement
তিনটি দলের মাথায় থাকছে ১-স্টিয়ারিং কমিটির আহবায়ক সুবল ভৌমিক ২- রাজ্যসভার সংসদ সুস্মিতা দেব ৩- যুব তৃণমূল কংগ্রেসের স্টিয়ারিং কমিটির আহবায়ক বাপটু চক্রবর্তী। প্রথম ২ দলে ৯ জন করে প্রতিনিধি থাকছেন। ৬ জন করে প্রদেশ তৃণমূল কংগ্রেস স্টিয়ারিং সদস্য ৩ জন করে যুব তৃণমূল স্টিয়ারিং কমিটির সদস্য। শেষ দলে রয়েছেন ১২ জন। মোট ৩০ জন কাজ করবে গোটা রাজ্য জুড়ে।
advertisement
মোট ৩ টি দলে ভাগ হয়ে গোটা রাজ্যে সংগঠন বিস্তারের কাজ করবেন তাঁরা। পুরভোটে লড়াই করে মানুষের মন বুঝতে চায় তৃণমূল। আগামী ৪ নভেম্বরের পরে ত্রিপুরায় সফর করবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার আগেই দলের স্ট্র‍্যাটেজি বা প্রচারের রণকৌশল ঠিক করতে আজ বৈঠক করবেন নেতারা।
বাংলা খবর/ খবর/দেশ/
Tripura Trinamool: সেনাপতি পা রাখার আগেই রণকৌশল চূড়ান্ত হবে আজ? ত্রিপুরায় 'গুরুত্বপূর্ণ বৈঠকে' তৃণমূল কংগ্রেস...
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement