Tripura News: জোর কর্মসংস্থানে, বিনিয়োগ টানার লক্ষ্যে শিল্প বান্ধব নীতি প্রণয়নে জোর উত্তর পূর্বাঞ্চলে

Last Updated:

উত্তর-পূর্ব ভারতের বিনিয়োগের প্রচারের লক্ষ্যে উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকের উচ্চস্তরীয় টাস্কফোর্সের প্রস্তুতি সভায় একথা বলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।

বিনিয়োগ টানার লক্ষ্যে শিল্প বান্ধব নীতি প্রণয়নে জোর উত্তর পূর্বাঞ্চলে
বিনিয়োগ টানার লক্ষ্যে শিল্প বান্ধব নীতি প্রণয়নে জোর উত্তর পূর্বাঞ্চলে
আবীর ঘোষাল, আগরতলা: যোগাযোগ ব্যবস্থার প্রভূত উন্নতি হওয়ায় ত্রিপুরায় বিনিয়োগের প্রচুর সম্ভাবনা তৈরি হয়েছে। রাজ্যে রবার, আগর, আনারস ও বাঁশভিত্তিক শিল্প স্থাপনে বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে হবে। তাই বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে প্রচারের উপর আরও গুরুত্ব দিতে হবে।  উত্তর-পূর্ব ভারতের বিনিয়োগের প্রচারের লক্ষ্যে উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন (ডোনার) মন্ত্রকের উচ্চস্তরীয় টাস্কফোর্সের প্রস্তুতি সভায় একথা বলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
সভায় মুখ্যমন্ত্রী ডাঃ সাহা বলেন, রাজ্যে বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগের প্রচুর সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে প্রতিটি দফতরকে পরিকল্পনা গ্রহণ করে কাজ করতে হবে। রাজ্য সরকার বিনিয়োগকারীদের সুবিধা প্রদানে ল্যান্ড রিফর্মস-সহ ইজ অফ ডুইং বিজনেসের উপর গুরুত্ব আরোপ করেছে। এর পাশাপাশি রাজ্যে পর্যটন ক্ষেত্রে বিনিয়োগের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। পর্যটন ক্ষেত্রে বিনিয়োগের লক্ষ্যে প্রচার ও প্রসারের উপর গুরুত্ব দিতে হবে। পাশাপাশি রাজ্যে বিনিয়োগের ক্ষেত্রে যে সমস্ত সুযোগ-সুবিধা রয়েছে তা বিনিয়োগকারীদের নজরে নিয়ে আসতে হবে। সম্প্রতি বেশ কয়েকটি বিনিয়োগকারী সংস্থার সঙ্গে ত্রিপুরা সরকারের মৌ স্বাক্ষরিত হয়েছে। বিনিয়োগকারী সংস্থার সাথে মৌ স্বাক্ষরিত হলেও তা বাস্তবায়নে গুরুত্ব আরোপ করতে হবে।
advertisement
advertisement
সভায় মুখ্যসচিব জে কে সিনহা, সুশাসন দফতরের সচিব কিরণ গিত্যে-সহ বিভিন্ন দফতরের সচিবগণ রাজ্যে বিনিয়োগের বিভিন্ন সম্ভাবনা ও ক্ষেত্রগুলি সম্পর্কে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন। উল্লেখ্য, ২০২৪ সালের ২১ ডিসেম্বর আগরতলায় অনুষ্ঠিত উত্তর পূর্বাঞ্চল পর্ষদের ৭২তম প্ল্যানারি বৈঠকে এই উচ্চস্তরীয় টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। এই টাস্ক ফোর্সের আহ্বায়ক করা হয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহাকে। এই টাস্ক ফোর্স আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে উত্তর পূর্বাঞ্চলের বিনিয়োগের প্রচারের লক্ষ্যে একটি রোড ম্যাপ তৈরি করে সংশ্লিষ্ট মন্ত্রকের কাছে জমা দেবে। এই রোড ম্যাপের মধ্যে রয়েছে উত্তর পূর্বাঞ্চল রাজ্যগুলির মধ্যে বিনিয়োগের পরিবেশ, পরিকাঠামো মূল্যায়ণ, কৃষি, পর্যটন, লজিসটিক্স, আইটি, পুনর্নবীকরণযোগ্য শক্তির মতো ক্ষেত্রগুলির জন্য উত্তর পূর্বাঞ্চলকে পছন্দের বিনিয়োগের গন্তব্য স্থাপনের পাশাপাশি পিপিপি মডেলের উপর গুরুত্ব দেওয়া। তাছাড়া এই এলাকায় বিনিয়োগ বৃদ্ধিতে নীতি সংস্কারের সুপারিশ, সেক্টরাল গ্রোথ প্ল্যান বাস্তবায়নের মতো পদক্ষেপ গ্রহণ করা হবে।
বাংলা খবর/ খবর/দেশ/
Tripura News: জোর কর্মসংস্থানে, বিনিয়োগ টানার লক্ষ্যে শিল্প বান্ধব নীতি প্রণয়নে জোর উত্তর পূর্বাঞ্চলে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement