Tripura CM Manik Saha: মোদির দেখানো পথই ভরসা...! ক্রীড়াক্ষেত্রে উন্নয়নে অগ্রাধিকার দিচ্ছে সরকার, জানালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা

Last Updated:

মুখ্যমন্ত্রী মানিক সাহা জানান, ক্রীড়াক্ষেত্রে উন্নয়নে অগ্রাধিকার দিচ্ছে রাজ্যের বর্তমান সরকার। ছেলেমেয়েরা যাতে আরও সামনের দিকে এগিয়ে যেতে পারে সেই প্রচেষ্টা অব্যাহত রাখা হচ্ছে সরকারের তরফে।

আগরতলা: ‘ক্রীড়াক্ষেত্রে উন্নয়নে অগ্রাধিকার দিচ্ছে রাজ্যের বর্তমান সরকার। ছেলেমেয়েরা যাতে আরও সামনের দিকে এগিয়ে যেতে পারে সেই প্রচেষ্টা অব্যাহত রাখা হচ্ছে সরকারের তরফে।’ আগরতলার উমাকান্ত মিনি স্টেডিয়ামে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত, ফ্লাডলাইটের আলোকসজ্জার উদ্বোধন করে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডা. মানিক সাহা।
মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেন, ‘আজ সত্যিই আনন্দের দিন। ফ্লাডলাইট সজ্জার মাধ্যমে ত্রিপুরা ফুটবলের ইতিহাসে এই দিনটি উল্লেখযোগ্য হয়ে থাকবে। রাজ্য সরকার ক্রীড়াক্ষেত্রকে অন্যতম অগ্রাধিকার দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও খেলাকে অন্যতম অগ্রাধিকার সেক্টর হিসেবে দেখেন। ত্রিপুরাতেও সেই দিশায় কাজ করছে সরকার। ক্রীড়া ক্ষেত্রের উন্নয়নে ইতিমধ্যে উমাকান্ত মিনি স্টেডিয়ামে সিন্থেটিক টার্ফ গ্রাউন্ড গড়ে তোলা হয়েছে।’
advertisement
আরও পড়ুন: কর্ণাটকের পথে এবার বাংলাও! NEET নিয়ে কড়া প্রস্তাব পাশ, রাজ্যে পরীক্ষা ফেরানোর পক্ষে সওয়াল ব্রাত্যর
‘পাশাপাশি রাজ্যের বিভিন্ন জায়গায় সিন্থেটিক টার্ফ গ্রাউন্ড তৈরি করা হচ্ছে। প্রতিটি মাঠ তৈরি করতে ৫ কোটি টাকা করে আর্থিক ব্যয় করা হচ্ছে। অনেকদিন ধরে দাবি ছিল মাঠে ফ্লাডলাইটের ব্যবস্থা করার। এজন্য আরও প্রায় ৫ কোটি টাকা ব্যয় করা হয়েছে। এ কাজের দায়িত্বে থাকা যুব বিষয়ক ও ক্রীড়া দফতর এবং পূর্ত দফতর ও সংশ্লিষ্ট ব্যক্তিদের ধন্যবাদ জানাই। এছাড়া এই প্রকল্প বাস্তবায়নে এগিয়ে আসার জন্য ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনকে ধন্যবাদ জানাই। এই প্রকল্প বাস্তবায়নের মধ্য দিয়ে এখন থেকে ছেলেমেয়েরা দিনে রাতে শিফটিংয়ের মাধ্যমে এখানে খেলাধূলার সুযোগ পাবে। এতে সকলেরই সুবিধা হবে।’
advertisement
advertisement
ত্রিপুরার মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘ত্রিপুরা রাজ্যে ছেলেমেয়েদের মেধার কোনও অভাব নেই। ফুটবল কিংবা অ্যাথলেটিক সবদিকের উন্নয়নে বিশেষ নজর দিয়েছে সরকার। এই লক্ষ্যে সিন্থেটিক ট্র্যাক, সুইমিং পুল নির্মাণ সহ ক্রীড়া ক্ষেত্রের পরিকাঠামোগত উন্নয়নে উদ্যোগী হয়েছে সরকার। আগামীদিনেও সেই ধারা বজায় রাখা হবে।’
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Tripura CM Manik Saha: মোদির দেখানো পথই ভরসা...! ক্রীড়াক্ষেত্রে উন্নয়নে অগ্রাধিকার দিচ্ছে সরকার, জানালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement