NEET Controversy: কর্ণাটকের পথে এবার বাংলাও! NEET নিয়ে কড়া প্রস্তাব পাশ, রাজ্যে পরীক্ষা ফেরানোর পক্ষে সওয়াল ব্রাত্যর

Last Updated:

এদিন এ প্রসঙ্গে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, ‘‘ইউপিএ ২ আমলে নিট পরীক্ষা যখন কেন্দ্রের হাতে যায়, তখন রাজ্য আপত্তি জানিয়েছিল। আমাদের এখানে নানা বোর্ড, নানা ভাষা আছে। তাই আমাদের প্রথম আপত্তি ছিল। একই সময় গুজরাতের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদিও কেন্দ্রের হাতে দেওয়ার বিরোধিতা করেছিলেন৷’’

নয়াদিল্লি: কর্ণাটকের পথে এবার হাঁটল বাংলাও৷ চিকিৎসক হওয়ার জন্য প্রয়োজনীয় কেন্দ্রীয়ভাবে আয়োজিত প্রবেশিকা নিট, রাজ্যে বাতিল করার প্রস্তাব পাশ করল পশ্চিমবঙ্গ বিধানসভা৷
বুধবার পশ্চিমবঙ্গ বিধানসভায় পাশ করা প্রস্তাবে ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (NEET) আয়োজক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)-কে রীতিমতো তুলোধনা করা হয়েছে৷ বলা হয়েছে, স্বচ্ছ পরীক্ষা ব্যবস্থার আয়োজন করতে সম্পূর্ণ রূপে ব্যর্থ হয়েছে এই সংস্থা৷ তাই ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা ভেবে, এই এন্ট্রান্স টেস্ট ফের রাজ্যের হাতে দেওয়ার আবেদন জানানো হয়েছে এদিনের প্রস্তাবে৷
advertisement
আরও পড়ুন: ‘আমায় শেষ করতে চেয়েছিল…,’ বাড়িতে গুলি কাণ্ডে অবশেষে মুখ খুললেন সলমন খান, করলেন বয়ান রেকর্ড    
এদিন এ প্রসঙ্গে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, ‘‘ইউপিএ ২ আমলে নিট পরীক্ষা যখন কেন্দ্রের হাতে যায়, তখন রাজ্য আপত্তি জানিয়েছিল। আমাদের এখানে নানা বোর্ড, নানা ভাষা আছে। তাই আমাদের প্রথম আপত্তি ছিল। একই সময় গুজরাতের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদিও কেন্দ্রের হাতে দেওয়ার বিরোধিতা করেছিলেন৷’’
advertisement
advertisement
ব্রাত্য বসু আরও বলেন, “পটনায় কয়েক জন গ্রেফতার হল, তদন্তে দেখা গেল অর্থের বিনিময়ে একটা চক্র চলছিল। চাপে পড়ে ন্যাশনাল টেস্টিং এজেন্সি তার ডিজিকে সরায়। কিন্তু রাজনৈতিক পক্ষপাতদুষ্ট চেয়ারম্যান আজও বসে আছেন।” সেই সঙ্গে মোদিকে আক্রমণ করে তিনি বলেন, “গোটা দেশে একজন চুপ করে আছেন নিট নিয়ে। তিনি হলেন দেশের প্রধানমন্ত্রী”। এরপরেই এই প্রবেশিকা পরীক্ষার দায়িত্ব রাজ্য প্রশাসনের হাতে ফিরিয়ে দেওয়ার দাবি করেন তিনি৷
advertisement
আরও পড়ুন সংসদে হঠাৎ মমতার নাম! মহুয়া মৈত্রের উপরে বেজায় চটলেন ওম বিড়লা, বুধবার জুড়েই তুলকালাম
চলতি সপ্তাহেই সোমবার কর্ণাটক মন্ত্রিসভাও কেন্দ্রীয় ভাবে এনটিএ আয়োজিত এই প্রবেশিকা পরীক্ষা বাতিল করার পক্ষে প্রস্তাব পাশ করেছিল৷ গত সপ্তাহে কর্ণাটকের উপ মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানিয়েছিলেন, যাতে কেন্দ্রীয় ভাবে এই  NEET নেওয়ার পদ্ধতি বাতিল করা হয় এবং প্রত্যেক রাজ্যকে তাদের রাজ্যে নিজের মতো করে পরীক্ষার আয়োজন করার ক্ষেত্রে সম্মতি দেওয়া হয়৷
advertisement
শিবকুমার বলেছিলেন, ‘‘NEET পরীক্ষায় অনিয়ম গুরুতর। এটা লাখ লাখ শিক্ষার্থীর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন। কেন্দ্রকে অবশ্যই NEET বাতিল করতে হবে এবং রাজ্যগুলিকে তাদের নিজস্ব প্রবেশিকা পরীক্ষা করার অনুমতি দিতে হবে। সারা দেশের ছাত্ররা রাজ্যগুলি দ্বারা পরিচালিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে৷’’
এর মধ্যে অবশ্য নিট ২০২৪ পরীক্ষা বাতিলের আবেদন খারিজ করে দিয়েছে দেশের শীর্ষ আদালত৷ জানানো হয়েছে, প্রশ্নফাঁস হওয়ার কোনও তথ্য তেমন ভাবে পাওয়া যায়নি৷
বাংলা খবর/ খবর/দেশ/
NEET Controversy: কর্ণাটকের পথে এবার বাংলাও! NEET নিয়ে কড়া প্রস্তাব পাশ, রাজ্যে পরীক্ষা ফেরানোর পক্ষে সওয়াল ব্রাত্যর
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement